![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
শাড়ি দেখি নাই, বুক দেখি নাই, দেখি নাই স্তন,
দৃষ্টি আমার এতই প্রখর- দেখেছি তোমার মন।
যোনি দেখে মনে লোভ জাগে নাই, জাগেনি বাঞ্ছা কাম,
যোনি পথ দিয়ে আমিও এসেছি, এসেছিল ক্ষুদিরাম।
সাদা চামড়ার ঝিল্কি দেখিনি- শেয়ালের মতো চেয়ে,
'মেয়ে মানুষ' আমি কোথাও দেখিনি, দেখেছি 'মানুষ মেয়ে'।
কোমরের ভাঁজ, চুড়ির আওয়াজ- তোলে নাই শিহরণ,
তোমাকে আমাকে আলাদা করেছে বাহ্যিক আবরণ।
................................শিবলী আহমেদ
নারী? নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার খেলার সাথি, নারী আমার জীবনসঙ্গি, নারী তুমি আমার মেয়ে। নারী মানে দুর্বল নয়, নারী মানে মমতাময়ী।
তবে বর্তমানে নারীদের অবমাননা দেখলে খুবই কষ্ট লাগে। রাস্তায় বখাটেরা বিরক্ত করছে, বাট সে তো আমার/আপনার আপন বোন নয়, মা নয়, জীবন সঙ্গি নয়, কেন প্রতিবাধ করব?
আচ্ছা, সে আপনার আপন বোন নাহ হুক, অন্য কারও বোন তো। আপনি আজ অন্য একজনের বোনকে রক্ষা করুন, কাল আপনার বোনকে আরেকজন রক্ষা করবে । বাট এমন হবে নাহ! কালও আরেকটা ধর্ষণ হবে (!) কাল কিছু ছেলে রাস্তায় আরেকটা মেয়েকে টিচ করবে। করুক, আপনার কি? ঘুমাতে থাকুন। যখন আমার মায়ের শাড়ির আচল ধরে টান দিবে, যখন আপনার বোনের উড়না করে কেউ টান দিবে, তখন আপনার করার কিছুই থাকবে নাহ।
আমি একটা ছেলে হিসেবে চাই আমার মা, আমার বোন, আমার জীবনসঙ্গি যেন চলাফেরা করতে পারে। আপনার আশাপাশে যখন কোন নারীর সাথে অন্যায় হতে দেখবেন, তখনই প্রতিবাদ করুন।
প্রতিদিন যে হারে ধর্ষণ হচ্ছে, তার পরও সরকারের টনক নড়ছে নাহ। এখনই সরকারের উচিৎ কঠুর পদক্ষেপ নেওয়া।
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৫৬
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: প্রশ্ন করার মানে হল, আমি যা ভাবি তা তো সকলে ভাবে নাহ। ভিতরে যা লেখা আছে সেটা আমার মতবাদ। আর শিরুনাম দিয়ে অন্য সবার মতামত চাইছি
২| ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:০৮
মিথ্যা প্রেমের গল্প বলেছেন: Click This Link
সর্বপ্রথম এখানে। তা ছাড়া অন্য কোথাও পোস্টটি নেই
©somewhere in net ltd.
১|
১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ১:৪৯
বিজন রয় বলেছেন: না।
নারী? নারী আমার মা, নারী আমার বোন, নারী আমার খেলার সাথি, নারী আমার জীবনসঙ্গি, নারী তুমি আমার মেয়ে। নারী মানে দুর্বল নয়, নারী মানে মমতাময়ী।
সবই তো বলে দিয়েছেন।
তাহলে ওই প্রশ্ন কেন?