![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কষ্টই যার সঙ্গি, তার সম্পর্কে কি জানতে চান?
১৫-০৮-২০১৭,
আখি খান,
জানো হাজার মানুষের সামনে চিৎকার করে বলতে পারি, আমি ভাল আছি, খুব ভাল আছি। কিন্তু কেউ আমাকে বলতে পারবে নাহ, আমি মিথ্যা বলছি। কারণ কেউ আমার ভিতরটা দেখতে পায় নাহ। তাই তো কেউ নাহ, তোমাকে আমি কতটা ভালবাসতাম, আর হ্যা তুমিও কোনদিন বুঝতে পারনি তোমাকে কতটা ভালবাসা। হয়তো আমার কথা তোমার মনে পরে অথবা পরে নাহ। কিন্তু জান আজও আমি তোমার কথা ভাবি। জান কেন? তুমি আমার প্রথম ভালবাসা , তুমিই আমার সেই ভালবাসা যে ভালবাসলে তাকে মৃত্যুর আগ পর্যন্ত ভুলা যায় নাহ। আর তাইতো আমি আজও আমি তোমাকে ভুলতে পারেনি। সত্যি কারের ভালবাসা কেমন হয় জানতামই নাহ, যদি তোমাকে ভাল নাহ বাসতাম।
মাঝে মাঝে বুকটা ফেলে যেতে চায়, একটু তোমার সাথে কথা বলতে ইচ্ছা করে, তোমাকে একটা মেসেজ দিতে ইচ্ছা করে, তোমাকে আর একটা বার দেখতে ইচ্ছা করে। বাট পারি নাহ। আমার হাত পা বাধা। আমার সমস্ত সুখ, তোমার সুখের কাছে বিক্রি করে দিয়েছি। আর আমি তোমার পথের বাধা হতে চাই নাহ।
জান, মাঝে মাঝে নিজেকে অসহ্য লাগে । কারণ নিজেকে বুঝাতে পারি নাহ। তুমি আমার হবার ছিলেই নাহ। আচ্ছা, একটা কথা বলবে? আমি কি তোমার সত্যি প্রথম ভালবাসা ছিলাম? তুমি কি আমাকে সত্যিই মন থেকে ভালবাসছিলে? নাকি ভালবাসার প্রথমে তুমি আমার সাথে যেভাবে অভিনয় করেছিলে, সম্পুর্ণটাই অভিনয় ছিল? আচ্ছা, যদি তুমি আমাকে ভালই নাহ বেসে থাক, তাহলে তোমার সমস্যার কথাগুলা আমাকে সরাসরি বলতে, বন্ধু হয়ে আমি তোমাকে সাহায্য করতাম। এখনও মাঝে মাঝে বিশ্বাস হয় নাহ, অন্য কোন ছেলের সাথে জিদ করে আমার সাথে ভালবাসার অভিনয় করছিলে। অন্য কোন ছেলে যেন বিরক্ত নাহ করে, তাই আমাকে ব্যবহার করছিলে। সত্যিই বুঝতে পারেনি, তুমি আমার সাথে অভিনয় করছিলে নাকি, সত্যিই ভালবেসেছিলে।
মাঝে মাঝে সত্যিই নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করে। আমি এতটা বোকা ছিলাম যে, একটা মেয়ে আমাকে ৩ বছর ধরে একের পর এক মিথ্যা বলে যাচ্ছে তারপরও ভেবেছিলাম সে আমাকে ভালবাসতে পারে। তুমি যাই বল, এ কথা বলতে পারবে নাহ, আমি তোমাকে সুযোগ দেইনি। বার বার তোমাকে সুযোগ দিয়েছি কেন জান? তোমাকে হারাতে চাইনি, সত্যি অনেক ভালবাসছিলাম। তুমি বলতে পারবে নাহ, আর একটা বার সুযোগ দেওয়া উচিৎ ছিল। কারণ আমি তোমার হাজার বার সুযোগ দিয়েছি, বিনিময়ে তুমি শুধু অভিনয়ই করেছ। আমি তোমাকে সত্যি কারের ভালবেসে আগলে রাখতে চেয়েছিলাম, আর সেটাই আমার কাল হয়েছে।
আচ্ছা তুমি কি আমাকে নিয়ে এখনও ভাব? নাকি অন্য কেউ তোমার ভাবনায়? আচ্ছা, হঠাৎ করে কি আমার কথা মনে পরে তোমার? আচ্ছা, আমার পাগলামি গুলা মিস কর? আচ্ছা, আমার স্পর্শগুলা তুমি ভুলে গেছ? নাহ আমি ভুলতে পারেনি। আর কোন দিনও ভুলতে পারব নাহ। হয়তো আমাদের চলার পথ কোন দিনও এক হবে নাহ, তবুও তুমি আমার সৃতিতে থেকে যাবে, আমার সপ্নে থেকে যাবে।
আজ তোমার কাছে ফিরে যাওয়ার যেমন কোন রাস্তা নেই, ঠিক তেমনি আমার কাছেও ফিরে আসারও রাস্তা নেই। নিজ হাতে তুমি সেটা বন্ধ করে গেছ।
তবুও আমি চাই তুমি সুখে থাক, ভাল থাক। বাবা মায়ের মুখে যেন হাসি ফোটাতে পার, স্বামীর ঘরে যেন আকাশ সমান ভালবাসা পাও। তোমার সুখেই যে, আমার সুখ পচা বউ।
ইতি,
মিথ্যা প্রেমের গল্প
২| ২৫ শে আগস্ট, ২০১৭ বিকাল ৫:৩১
মিথ্যা প্রেমের গল্প বলেছেন:
©somewhere in net ltd.
১|
১৫ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২১
চাঁদগাজী বলেছেন:
"আচ্ছা তুমি কি আমাকে নিয়ে এখনও ভাব? "
-মনে হয় না