| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
স্কুল জীবনের বান্ধবী মেসেজ দিল-
"সকালে তিন বার দিবা, রাতে কয়েক বার ।
খাওয়ার আগে দিবা দুই বার , পরে চার বার ।
যাকে দিবা সে কষ্ট পেলেও তুমি পাবে সুখ !!
গভীর রাতে যত পারো দিও ।
এতবার দিবা যেন পাগল হয়ে যায় !!
কি দিবা ?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
মিসড কল !!!"
বড়ই আজব এ দুনিয়া !
পুলাপাইন বহুত ডেয়ারিং হইয়্যা গেছে !
কে যে কোন দিক থেইক্ক্যা বাঁশ দেয়, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল । ![]()
২|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫২
ইষ্টিকুটুম বলেছেন: ঠিক। রাজীব ভাই ঠিক বলেছেন। যার কাছ থেকে মেসেজ পেয়েছেন তাকে দিয়েই শুরু করুন।
৩|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:১৯
নূর আদনান বলেছেন: সহমত উইথ রাজীব ভাই
৪|
২৭ শে জুলাই, ২০১৩ রাত ১২:৫১
রাজীব নুর বলেছেন: বাহ !!!
৫|
২৭ শে জুলাই, ২০১৩ সকাল ১০:০৮
পথহারা সৈকত বলেছেন: কে যে কোন দিক থেইক্ক্যা বাঁশ দেয়, তা আগে থেকে আন্দাজ করা মুশকিল ।
৬|
২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:০৭
নাজিম-উদ-দৌলা বলেছেন:
৭|
০১ লা আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:১৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: হে হে.........
©somewhere in net ltd.
১|
২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৬
রাজীব বলেছেন: যার কাছ থেকে এসএম এস পেয়েছেন তাকে দিয়েই শুরু করুন