![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আর কোনদিন দেখা হবে না বিলীন এ নগরীতে পোকামাকড়ের রাজত্ব আর শুকনো কঙ্কাল ! !
৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০২
ফারহা মৌরিন মৌ বলেছেন: সুহৃদ, ঠিক বুঝতে পারলাম না, কি বুঝালেন বেস নিয়ে !
তবে ভালো লাগলো জেনে খুশি হলাম ।
২| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:২৭
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: রেকডিং এর সময় Tunning Bass টা বেশি ছিল মনে হয়- আমার কাছে। অথবা আমার ধারণা ভুলও হতে পারে।
৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩১
ফারহা মৌরিন মৌ বলেছেন: ওহ আচ্ছা! হতে পারে, প্রয়োজনেই হয়তো করা হয়েছে। তাছাড়া আবৃত্তিটি অনেক জায়গাতেই Upload করা আছে, এমন কেউই বলেন নি, তাই বুঝতে পারছি না ঠিক। যাইহোক , আপনার কমেন্ট এর জন্য অনেক ধন্যবাদ!
৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৭
রাজীব নুর বলেছেন: সুন্দর।
৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:২১
ফারহা মৌরিন মৌ বলেছেন: খুব খুশি হলাম! শুভ কামনা সুহৃদ, ভালো থাকবেন
৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ সন্ধ্যা ৬:১৩
জগতারন বলেছেন:
এর আগেও এই ভিডিও শুনেছিলাম।
আমার ভালো লাগে নাই। কারন এই চিঠির বিষয় বস্তুরএই দুই মানব মানবী নষ্টবীজ দ্বারা প্রভাবিত। তারা দুই জনই নষ্ট ও পচাঁ। যা আমাদের সমাজের বিরোধী।
৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪২
ফারহা মৌরিন মৌ বলেছেন: দেখুন, আপনার মতামত। আমার কিছু বলার নেই। আপনার দৃষ্টিভঙ্গি এটি।
আপনার প্রতি আমার একটা ছোট্ট আবদার থাকবে। মানুষের পারসোনাল লাইফ আর তাদের সৃষ্টিকে গুলিয়ে ফেলা ঠিক না।
এটাই হবে সঠিক সাহিত্য প্রীতি, আমার কাজটিও আপনার ভালো লাগেনি, তবুও শুভ কামনা।
৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ১১:১৬
নুরুলইসলা০৬০৪ বলেছেন: দুজনই মানুষ হিসেবে ভাল।কল্পনা আর বাস্তবতার মাঝে একটা ফারাক থাকে।আমাদের কি অবদান আছে,তাদের তবু কিছুটা হলেও আছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৬
ফারহা মৌরিন মৌ বলেছেন: একদম ঠিক বলেছেন সুহৃদ!
এই বিষয়টি সবার বোঝা উচিৎ। অনেক ধন্যবাদ! ভালো থাকবেন।
৬| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:২৮
মেহেদি_হাসান. বলেছেন: আবৃত্তি ভালো লেগেছে।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৭
ফারহা মৌরিন মৌ বলেছেন: অশেষ ধন্যবাদ সুপ্রিয়! ভীষণ আপ্লুত ও অনুপ্রাণিত হলাম! শুভকামনা রইলো।
৭| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ২:৫৯
এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: বাহ! খুবই সুন্দর।
০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৩০
ফারহা মৌরিন মৌ বলেছেন: আপনাকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানাই গুরুত্বপূর্ণ মতামত দেবার জন্য!
ভীষণভাবে খুশী হলাম! খুব ভালো থাকবেন সুহৃদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:১২
কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: ভয়েসে বেস-টা বেশি টিউনিং করা হয়েছে -শুনতে এরকমই লাগে। তবে আবেগ অসাধারণ।