নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাচিক শিল্পি,লেখিকা,সম্পাদক লেখাদূত(দুই বাংলার সাহিত্য পত্রিকা)বাচিক ও কবি(ঝিঙে ফুল পত্রিকা-দুই বাংলা)বাচিক ও কবি(বাংলারলেখা সাহিত্য ম্যাগাজিন ওয়েবসাইট)বাচিক ও কবি (বাংলার লেখা সাহিত্য পত্রিকা)

ফারহা মৌরিন মৌ

আর কোনদিন দেখা হবে না বিলীন এ নগরীতে পোকামাকড়ের রাজত্ব আর শুকনো কঙ্কাল ! !

ফারহা মৌরিন মৌ › বিস্তারিত পোস্টঃ

কবিতা- তবুও জুড়ে থেকো আমার না থাকা জুড়ে

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:২০


তবুও
জুড়ে থেকো
আমার শূন্যতায়
না চাওয়ায়
না পাওয়ায় ।

অস্বীকারে
অনধিকারে
বিনা কারণে
দৃষ্টির আড়ালে ।


প্রবল ঝড়ের শেষে
ঠাণ্ডা প্রহরে
উষ্ণ দিনে
উদাস দুপুরে ।

ক্লান্ত শহরে
ব্যস্ত কর্মক্ষেত্রে
জুড়ে থেকো
আরও যত নিত্য
মুহূর্তে আমার ।

জুড়ে থেকো
তবুও....
আমার না থাকা জুড়ে !


তবুও....
জুড়ে থেকো
আমার না থাকা জুড়ে


লেখা এবং ফটোগ্রাফি
____ ফারহা মৌরিন মৌ

কপিরাইট সংরক্ষিত

মন্তব্য ২২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৩৫

খায়রুল আহসান বলেছেন: লেখকের নামটা তো এমনিতেই জানা যায়, সেটাকে কবিতার শিরোনামের সাথে জুড়ে দেয়াটা একটু বেশিই হয়ে গেছে।
তবে, কবিতা মন্দ হয়নি।

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ!
শিরোনামে নাম জুড়ে দেয়াটা নিয়ম বহির্ভূত কি? এরপর থেকে খেয়াল রাখবো, ধন্যবাদ আবারও। ভালো থাকবেন।

২| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪২

এম ডি মুসা বলেছেন: কবিতা সুনদর হয়েছে

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৬

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ! খুব ভালো থাকবেন। অনুপ্রানিত হলাম!

৩| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১২:৫৫

এল গ্যাস্ত্রিকো ডি প্রবলেমো বলেছেন: সবাই ভালো লাগা জানালেও ভালো লাগা বাটনে ক্লিক করে নাই। আমার তেমন ভালো না লাগলেও তাদের হয়ে দিয়ে দিলাম!

৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ১:০৭

ফারহা মৌরিন মৌ বলেছেন: হাহাহা !!! অসংখ্য ধন্যবাদ সুহৃদ! আমি নতুন ব্লগ এ, তবে বেশ মজার অভিজ্ঞতাই হচ্ছে!
আপনাকে অনেক ধন্যবাদ, অনুপ্রানিত এবং আনন্দিত, দুটোই করলেন আমায় :)

৪| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:০১

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর লিখেছেন ।

৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৪

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ! ভীষণভাবে অনুপ্রাণিত হলাম! সুস্থ থাকবেন সবসময়

৫| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৪৮

নীল আকাশ বলেছেন: সুস্বাগতম আমাদের ব্লগে।
ভালো থাকুন এবং সুন্দর সুন্দর সব লেখা আমাদের উপহার দিন।

৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৮

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালবাসা জানবেন! শুরু হোক তবে সুন্দর পথচলা।
শুভ কামনা আপনার জন্যও, ভালো থাকবেন।

৬| ৩১ শে জানুয়ারি, ২০২১ দুপুর ২:৫৫

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৩:৩৬

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুহৃদ! আমি ধন্য!
শুভ কামনা রইলো

৭| ৩১ শে জানুয়ারি, ২০২১ বিকাল ৪:৪৭

নিঃশব্দ অভিযাত্রী বলেছেন: সুস্বাগতম আপনাকে।

৩১ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:৪৫

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ আপনাকে! শুভ কামনা সুহৃদ

৮| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:১২

রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৭

ফারহা মৌরিন মৌ বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুপ্রিয়! ধন্য হলাম

৯| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১:৩২

কবিতা ক্থ্য বলেছেন: আরো বেশী কিছু আশা করেছিলাম।
সুন্দর হয়েছে লিখা।

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ সন্ধ্যা ৭:৫৯

ফারহা মৌরিন মৌ বলেছেন: অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়! কবিতাটি এতটুকুই রেখেছি, যেন অল্পতেই মুল কথাটি প্রকাশ পায়। তবে, সম্প্রসারিত করা যাবে। আবারও ধন্যবাদ সুহৃদ।

১০| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৪

মাসুদুর রহমান (শাওন) বলেছেন: চমৎকার লিখেছেন কবি... ভালো লাগলো...

০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৫৬

ফারহা মৌরিন মৌ বলেছেন: ভালবাসা ও শুভেচ্ছা জানবেন সুহৃদ, অনুপ্রাণিত হলাম

১১| ০২ রা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১:৫৩

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: জুড়ে থেকো
তবুও....
আমার না থাকা জুড়ে !

......................................................
অব্যক্ত বর্ণমালায় কি
অভিমান ভালবাসা লুকায়ে থাকে ???

০২ রা ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:২৩

ফারহা মৌরিন মৌ বলেছেন: আপেক্ষিক।

সম্পর্কের বর্তমান অবস্থার ওপর নির্ভর করে। হতে পারে অভিমান, আবার হতে পারে কোনও অনন্যোপায় সিদ্ধান্ত ।
শুধুই শুভ কামনা ছাড়া আর কিছুই দেয়া যখন সম্ভব নয়।

ধন্যবাদ সুপ্রিয় আপনার মতামত প্রকাশের জন্য। ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.