নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nothing special... very simple man with a positive approach... self-confident ... love beautiful life.

ফরহাদ কাদির

ফরহাদ কাদির › বিস্তারিত পোস্টঃ

শৃংখলিতদের শৃংখল মুক্তি

২২ শে মার্চ, ২০১৬ রাত ১১:৫৫

আমাদের প্রত্যেককে ব্যক্তি স্বাধীনতা এনে দিয়েছে এদেশের সূর্য সন্তান মহান মুক্তি-যোদ্ধারা । কিন্তু কিছু মানুষ আছেন যারা আমাদের এই স্বাধীনতা কেড়ে নিতে চায় । যে সূর্য সন্তানরা নিজেদের স্বাধীনতার জন্য, শৃংখল থেকে মুক্তি লাভের জন্য, পরাধিনতাকে বশ করার জন্য, আত্ম মর্যাদা নিয়ে বাঁচার জন্য নিজেদের প্রান উৎসর্গ করতে কুণ্ঠিত হননি , আমারা নবীণরা সেই সূর্য সন্তান তথা মহান মুক্তি-যোদ্ধাদের নতুন প্রজম্ন । আমারাই পারি বঙ্গবন্ধু সহ সকল মুক্তি যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ গড়তে । আমাদের দিকে তাকিয়ে আছেন প্রবীণরা । তারা আমাদের নিকট রেখে গেছেন গুরু দায়িত্ব।

পাশাপাশি স্বাধীনতার বিপক্ষের অশুভ শক্তি ৭১ যেমন এ ছিলেন, এখনো তারা আছেন । আমারা বিচক্ষন দৃষ্টিতে আমাদের চারপাশে তাকালে তাদের সহজে চিনতে পারবো। সেই লোকগুলো এখনো আমাদের দেশের সাধারণ মানুষদের স্বাধীনতা হরণ করতে চায়, মানুষের ন্যায্য অধিকার কেড়ে নিতে চায়, মানুষকে তাদের গোলাম বানিয়ে রাখতে চায় , তারাই নতুন প্রজন্মের রাজাকার, এরাই আল বদর। এদের জাতি কখনো ক্ষমা করেনি, এদের জাতি ক্ষমা করবেও না। এরাই এই যুগের মীর জাফর, এরা ঘৃণিত, এরা অপদস্থ, এরা কাপুরুষ ,এদের জানাই ধীক্কার। এদের কারনে সিরাজ-উদ-দোলার মত বীরের পরাজয় হয়, এদের করনেই হাজার বছরে শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমানের বুকে বুলেট বিদ্ধ হয় ।

মহান মুক্তি যোদ্ধের সময় বিশিষ্ট গীতিকার "আবদুল লতিফের" খুব সুন্দর একটা গান ছিল , যেটির মাধ্যমে আমরা নতুন প্রজন্মের স্বধীনতার পক্ষের অনুসারিরা অনেক অনুপ্রানিত হই। আমাদের মধ্যে ফিরে আসে নতুন উদ্যম।

ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমার হাতে-পায়ে
ওরা কথায় কথায়
ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে-পায়ে
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়
ওরা আমার মুখের ভাষা কাইরা নিতে চায়

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.