নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nothing special... very simple man with a positive approach... self-confident ... love beautiful life.

ফরহাদ কাদির

ফরহাদ কাদির › বিস্তারিত পোস্টঃ

প্রাজ্ঞ ও ফন্দিবাজের গল্প

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:০৬

ফন্দিবাজ একলোক প্রাজ্ঞের নিকট আসলো তার নিজের জ্ঞান বৃদ্ধি করার জন্য যে জ্ঞান দিয়ে সে পয়সা কামাবে, মানুষকে ঠকাবে , পরের হক আত্মসাধ করবে এমন দৃঢ়কল্পে ।

প্রাজ্ঞরা সাধারণত এইসকল লোকদের খুব সহজে চিনে পেলেন । আসলে এই জন্যেই প্রাজ্ঞরা প্রাজ্ঞ আর আমরা সাধারণ মানুষ। যাইহোক বছর দুয়েক ফন্দিবাজ লোক প্রাজ্ঞের সান্নিধ্যে থাকলেন কিন্তু সে কিছুই শিখতে পারলেন না। যার মণে খারাপ উদ্দেশ্য থাকে সে আর যাই হোক জ্ঞানী হতে পারে না।

অবশেষে ফন্দিবাজ লোক সিদ্ধান্ত নিল সে প্রাজ্ঞকে অপমান করবে লাঞ্ছিত করবে , যে ভাবা সেই কাজ । একদিন সময় সুযোগ বুঝে ফন্দিবাজ লোকটি প্রাজ্ঞকে একা পেয়ে তার তিন চার জন চামচা নিয়ে দরজা বন্ধ করে প্রাজ্ঞকে ইচ্ছা মত গালি-গালাজ করল, বলল আমার পেটে লাথি মেরে তুমি আনন্দে দিন কাটাচ্ছো , তোমার শান্তি আমি নষ্ট করবো , ফন্দিবাজ ও তার শারগিদরা তাদের পেটে থাকা সকল অশ্রব্য ভাষার ভান্ডার ফুরিয়ে পেললো। তারা শুধু প্রাজ্ঞকে মারতে বাকী রাখলো । বেশ কয়েকবার মারার উপক্রম করলো । যখন তাদের এইসব কান্ড কারখানা শেষ হলো ।

প্রাজ্ঞ তাদের বললেন, তোমারা আমার একটা প্রশ্নের জবাব দিবে, তারাতো রাগে খোবে আগুন, বলে বেচারা বুড়ো এত গালি-গালাজ খেয়েও তোমার শিক্ষা হলো না, এখন আবার প্রশ্ন করবে, আচ্ছা বলো তোমার কি প্রশ্ন ?

প্রাজ্ঞ বললেন, ধর তোমার কিছু সম্পদ আছে, তুমি চাচ্ছো এই সম্পদ তুমি কাউকে দান করবে । কিন্তু যাকে দান করবে সে তোমার সম্পদ নিতে রাজি নয় , তাহলে বল এই সম্পদ কার হবে । তখন ফন্দিবাজ ও তার শারগিদেরা একসাথে বলে উঠলো , বেটা বুড়া এত কিছু বোঝ আর এটা বুঝ না। এই সম্পদতো আমারই থাকবে, যেহেতু কেউ নিতে চাচ্ছে না। প্রাজ্ঞ তখন হেঁসে বললেন এতক্ষন তোমারা আমাকে যা দিলে তা আমি কিছুই গ্রহণ করিনি, তাহলে আমাকে তোমারা যা দিলে এইগুলো কাদের হবে??????

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.