নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Nothing special... very simple man with a positive approach... self-confident ... love beautiful life.

ফরহাদ কাদির

ফরহাদ কাদির › বিস্তারিত পোস্টঃ

গ্রামের প্রতি ব্যকুলতা

২৩ শে মার্চ, ২০১৬ রাত ১২:২৪



আবার ফিরছি প্রিয় জন্ম স্থানে‬, যতই দূরে থাকি মনটা সব সময় পড়ে থাকে গ্রামের খোলা আকাশের নিচে সবুজ কার্পেটের গালিচা বিছানো কাঁদা মাটির রাস্তায় । আমি V.I.P ব্যক্তি নই , তাই বলে কি আমাকে আমার গ্রাম সম্মান দেখাবে না। আমি আমার সম্মান খুঁজে পাই, সবুজ কার্পেট বিছানো সেই গালিচাতে, যে তাঁর শিশির ভেজা মখমলের গালিচা দিয়ে আমাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং আমাকে বলে তুই তোর মার নিকট ফিরে এসেছিস, মন খুলে নিঃশ্বাস নেয়, সজীবতার ছোঁয়া নিয়ে নিজেকে আরো পরিশুদ্ধ কর, তোর কাছে আমি আরো অনেক বেশী প্রত্যাশা করি, তোকে দেওয়ার মত আমার খুব বেশী কিছু নাই কিন্তু বুকভরা ভালবাসা আছে ।

আমার তখন মনে হয় আমদের শহরের মানুশগুলো কত দুর্ভাগা , এইখানে লাভ ছাড়া কেউ কাউকে ভালবাসে না। কিন্তু আমার গ্রামের মানুষ গুলো কত বিশাল হৃদয়ের অধিকারি , তারা সকলকে তাদের হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে অভ্যর্থনা জানায় । আমার গ্রাম তথা মায়ের অনুভূতিগুলো আমকে অনুপ্রানিত করে, বারবার অনুপ্রানিত করে।

তাদের ভালোবাসার প্রতি আমার প্রবল আকর্ষণ , তাইতো বারবার ফিরে আমি আমার ভালোবাসা খুঁজি, আমার গ্রামের প্রকৃতির কাছে, সহজ সরল মানুষের কাছে। তাদের ভালোবাসার কারনে হয়তো আজকে আমি আমার সামান্য অবলম্বনটুকু খুঁজে পেয়েছি ।

ভালোবাসি, ভালোবাসি জন্মস্থানকে, ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.