![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকে তাদের জীবনের অপ্রাপ্তির কথা বলে, এমন ভাবে বলে যেন সৃষ্টিকর্তা তাদেরকে জোর পূর্বক অপ্রাপ্তির পথে পরিচালিত করেছেন। আসল সত্য হল মানুষ কিন্তু নিজ কর্ম গুনেই তার অপ্রাপ্তির পথে ক্রমান্বয়ে অগ্রসর হয়। আসলে মানুষ তখন একটি চক্রের মধ্যে ঘুরতে থাকে, তখন তার নিকট ওই চক্রকেই জীবনের নিয়তি মনে হয়। যারা এই চক্র ভাংতে পেরেছে ,নিজের ভুলগুলোকে আত্নশক্তিতে রুপান্তরিত করেছে তারাই পেয়েছে প্রাপ্তির পথ।
আমাকে আমার শিক্ষক বলতেন, " খন্ডিত বা বিচ্ছিন্ন কোন প্রাপ্তিই সাফল্য নয়, বরং সাফল্য হচ্ছে বিশ্বাস ও যোগ্যতার সমন্বয়ে ঘটিত মনের এক শক্তিশালী অবস্থা যা যুক্তি সংগত যে কোন চাওয়াকেই পাওয়ায় পরিনত করতে পারে।"
©somewhere in net ltd.