![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরা নিজেদের সর্বসময়ে আমাদের পরিচিত জনদের চেয়ে একটু ভাল অবস্থানে থাকতে পছন্দ করি। আমরা ভাল থাকতে চাই এটা কখনো খারাপ কামনা হতে পারে না। কিন্তু জট পাকিয়ে পেলি তখন, যখন আমরা নিজেদের শ্রেষ্ঠ প্রমান করার চেষ্টা করি।
ঈর্ষা নামক বস্তুটি আমাদের মধ্যে আমদানি হওয়ার অনেকগুলো কারন রয়েছে, তার মধ্যে তুলনা হল অন্যতম একটি কারন। আমরা সাধারণত তুলনা করে একে অন্যকে হেয় প্রতিপন্ন করি।
এই সমস্যা এখন আমাদের জাতীয় সমস্যা বলে আমি মনে করি, শিক্ষার্থীদের তাদের অবিভাবক তুলনা করেন ভাল ছাত্রদের সাথে, আমাদের সম্মানিত গুরুজীরাও এইকাজটি খুব মনোযোগের সাথে করেন। আমার ভাবতে খুব অবাক লাগে গুরুজীরা কিভাবে তাদের শিষ্যদের হরেক রকম প্রানীদের সাথে তুলনা করেন।
মানুষ সর্ব প্রথম পরাজিত হয় নিজের কাছে, আপনি নিজের ব্যাপারে নেতিবাচক চিন্তা করে খুব বেশি লাভবান হচ্ছেন এমন ধারনা পোষণ করার কোন কারন নেই। কারন নেতিবাচক মানুষ কখনো সফল হয় না।
নেতিবাচকতার কিছু সুফল-
আপনি নিজের মধ্যে লালন করবেন ঈর্ষা ক্ষোভ রাগ অভিমান ।
©somewhere in net ltd.
১|
২৩ শে মার্চ, ২০১৬ রাত ১১:০৩
এম.এ.জি তালুকদার বলেছেন: ভালোলাগলো।