![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবাই তনু হত্যা নিয়ে ফেইসবুকে ফাটিয়ে ফেলছে , আমার দেখে হাঁসি লাগে, কেন যানেন? কারন ইতিপূর্বে আমারা বিচার বহির্ভূত অনেক হত্যাকাণ্ড , ধর্ষণ , লুট দেখেছি কত উদাহরন দেব। উদাহরন সব সময় উদাহরন ই থেকে যায়, বাঙ্গালী জাতির সবচেয়ে দুর্বল দিক হল ইতিহাস থেকে আমারা শিক্ষা গ্রহণ করি না।
আমার মতে ইতিহাসের সবচেয়ে চরম শিক্ষা হচ্ছে, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ না করা। আমারা তাই !
ফেলানী হত্যা , কয়দিন আমারা মণে রেখেছিলাম, ঢাকায় চলন্ত মাইক্র বাসে উপজাতি ধর্ষণ ও হত্যা , কয়দিন মণে রেখেছিলাম আমারা , সাগর-রুনির হত্যা কয়দিন কয়দিন মনে রেখেছিলাম । আমারা যে কত বড় নির্লজ্জ জাতি তা আমরা নিজেরাও বুঝি না।
কিছু দিন পরপর নতুন ঘঠনা ঘঠবে , আর আমাদের মিডিয়াগুলো সে ঘঠনাগুলোকে পুঁজি করে তাদের জনপ্রিয়তা বাড়াবে । সপ্তাহ দুয়েক পর সব শেষ। মনেহয় আমারা সব ভুলে যাই। আমাদের কি হল যে আমারা আমাদের বোনদের সম্ভ্রম রক্ষা করতে পারি না । আমাদের কি হল যে আমারা অন্যায়ের প্রতিবাদ করতে ভুলে গেছি । আমাদের এমন কি হল যে যত নির্মম ধর্ষণ ও হত্যাযজ্ঞই হক না কেন দুই সপ্তাহ পরে আমরা সব ভুলে যাই।
লজ্জা! বাঙ্গালী, তোমার জন্য লজ্জা। তোমারা না ছিলে বীরের জাতি । তোমারা না ছিলে অন্যায়ের বিরুদ্ধে আপোষহীন । তোমারা না ছিলে মাথা নত না করার জাতি। তোমাদের পূর্ব পরুষেরা ছিলেন সিরাজ -উদ-দোলা, হাজী শরিয়ত উল্ল্যা, হাজী মহসীন, স্যার সলিমুল্লাহ, ফজলুল হক, মাওলানা ভাসানি, কাজী নজ্রুল, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী শেখ মুজিবুর রহমান। তোমারা কি তাদের শিক্ষা ভুলে গেছো, এইদেশে কি আর কখনো জন্মাবে না তাদের মত বীর। কে তোমাকে গোলাম বানিয়েছে, কিসে তোমাকে বানিয়েছে স্বার্থপর ।
আমার হাঁসি আসে কষ্টের হাঁসি, মানুষের মন যখন ব্যথা পেতে পেতে কঠোর হয়ে যায়, তখন সে কাঁদতে ভুলে যায় , শত কষ্টের মধ্যেও সে হাঁসে।অট্ট হাঁসিতে সে আত্মহারা হয়ে যায়। হা! হা! হা! আমি হাঁসবো , আমি হাঁসবো। আমাকে কেউ থামাতে এসো না । ২ সপ্তাহ পরে আমারা সবই ভুলে যাব। এই ফাঁকে কিছু সংগঠন নিজেদের নাম কামাচ্ছে ।
©somewhere in net ltd.