![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর কিছু বিখ্যাত উক্তি
ও সেই সাথে বর্তমান প্রেক্ষাপট
উক্তি-১ঃ
"একটা জাতি যখন ভিক্ষুক হয়, মানুষের কাছে হাত পাতে, আমারে খাবার দাও, আমারে টাকা দাও, সেই জাতির ইজ্জত থাকতে পারে না। আমি ভিক্ষুক জাতির নেতা হতে চাই না।"
"ভিক্ষুক জাতির ইজ্জত থাকেনা। বিদেশ থেকে ভিক্ষা করে এনে দেশকে গড়া যাবে না।"
বর্তমান অবস্থাঃ আমারা যারা বঙ্গবন্ধুর আদর্শে উজ্জীবিত, কতটুকু চেষ্টা করেছি তার এই ছোট্ট স্বপ্নটিকে বাস্তবায়ন করতে। আজ আমি যে দিকে তাকাই , শুধু দেখি ভিক্ষুকের দল কাঙ্গালের মত চেয়ে থাকে নিজের ভুড়ি-ভোজ করার জন্য।
তিনি ভিক্ষুক বলতে কি বুঝিয়েছেন, যাতে আমারা দেশের উন্নয়নের জন্য বিদেশিদের নিকট হাত না পাতি। আমারা কি পেরাছি বঙ্গবন্ধুর মান রাখতে?
কিছু দিন আগে একটা টিভি নিউজে দেখলাম, ঢাকায় নাকি ভিক্ষুকদের সিন্ডিকেট আছে, ভিক্ষাবৃত্তি একটা সিন্ডিকেটের মাধ্যমে পরিচালিত হয়। অভাবের তাড়নায় এখন আর কেউ ভিক্ষা করে না। এটি এখন ডিজিটাল পেশা হিসেবে আবির্ভূত হয়েছে। কেন আমারা পারছি না? কেন পারছি না ভিক্ষাবৃত্তির মূলত পাটন করে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে ?
আজ চাকরির জন্য চাকরিদাতাদের ঘুষ দিতে হয়, যারা চাকরি খুঁজছেন , তারা বিষয়টি ভালভাবে অনুধাবন করছেন। আপনি যতই মেধাবীহোন ঘুষ ছাড়া চাকরি পাওয়ার সম্ভাবনা ক্ষীন। এরা কি ভিক্ষুক না? এদেরকে আপনি কি বলবেন?
আপনি যদি সচেতন দৃষ্টিতে লক্ষ্য করেন দেখবেন বর্তমানে দেশের সর্বত্রে কাঙ্গালরা আপনার দিকে শকুনের দৃষ্টিতে তাকিয়ে আছেন? কখন আপনার উপর থাবা বসাবে সেই সুজগের অপেক্ষায় তারা দিনপাত করছে।
উক্তি-২ঃ
"বাংলার মাটি থেকে দুর্নীতি উৎখাত করতে হবে। দুর্নীতি আমার বাংলার কৃষক করে না। দুর্নীতি আমর বাংলার শ্রমিক করে না। দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ।"
বর্তমান অবস্থাঃ
ওহে শিক্ষিত সমাজ, আমারা কি ভুলে গেছি আমাদের পিতার কথা, যিনি আমাদেরকে স্বাধীনভাবে বেঁচে থাকার সুযোগ করে দিয়েছেন। যিনি দিয়েছেন আমাদের অর্থনৈতিক সংস্কৃতিক সামাজিক মুক্তি। আমারা কি ভুলে গেছি উনার কথা। এত স্বার্থপর আমারা।
বঙ্গবন্ধু দেশের প্রেসিডেন্ট হয়েও এই কথা কত অসহায় ভাবে বলেছেন?
আমারা বড়ই অকৃতজ্ঞ জাতি। আমাদের ভাবতে হবে ?
ডিগ্রি থাকলেই কাউকে শিক্ষিত বলা যায় না। আসল শিক্ষা হল মূল্যবোধের শিক্ষা। এই ডিগ্রিটা সর্ব প্রথম আমাদের অর্জন করতে হবে।
হলমার্ক, ডেস্টিনি, সোনালী ব্যাংক, বিসমিল্লা গ্রুপ , বেসিক ব্যাংক, শেয়ার বাজার,সর্বশেষ বাংলাদেশ ব্যাংক এই সকল দুর্নীতি করা করেছেন?
বঙ্গবন্ধু কত নিশ্চিত ভাবে ৩৫ বছর আগে বলেছেন "দুর্নীতি আমার বাংলার কৃষক করে না। দুর্নীতি আমর বাংলার শ্রমিক করে না। দুর্নীতি করে আমাদের শিক্ষিত সমাজ।"
হে মহান নেতা, জাতি তোমার কথার মর্যাদা রক্ষা করতে পারে নাই।
এই জাতি আসলেই বড়ই অকৃতজ্ঞ। আমাদের তুমি মাপ করে দিও।
উক্তি-৩ঃ
"আমি যে সুখী ও শোষণমুক্ত বাংলাদেশের স্বপ্ন দেখেছি, সংগ্রাম করেছি এবং দুঃখ-নির্যাতন বরন করেছি, সেই বাংলাদেশ এখনো আমার স্বপ্ন রয়ে গেছে। গরীব কৃষক ও শ্রমিকের মুখে যতদিন হাসি না ফুটবে ততদিন আমার মনে শান্তি নাই।"
বর্তমান অবস্থাঃ
বঙ্গবন্ধু উনার জীবদ্দশায়তো স্বপ্নের বাংলাদেশ দেখে যেতে পারেন নাই। কিন্তু আজ এত বছর পরেও কি তার স্বপ্নের পরিপূর্ণতা পেয়েছে? বাংলার মানুষের সুখ দিন দিন কমছে এই কথা আমি অকপটে বলতে পারি। শোষণ শব্দটি তো আজ আমদের অভ্যাসে পরিনত হয়েছে। যে যাকে পাই, যে ভাবে পাই সুযোগ পেলেই শোষণ, যেন শিকারী পাখি শিকার করছে ।
©somewhere in net ltd.