![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাস্তবতার নির্মম পরিহাস মানুষকে আজ শৃংখলিত করেছে দাসত্বে। মানুষের বিবেক রূপান্তরিত হচ্ছে পশুর মগজে। যে দিকে তাকাই শুধু দেখি স্বারথন্বেষী মহল। অন্যকে ঠকিয়ে কিভাবে নিজের আখের গোছানো যায় সে লালসায় আজ অধিকাংশ মানুষ মত্ত্ব।
পশুর কথায় আসা যাক, পশুরা সাধারণত হয় আত্ম-কেন্দ্রিক, নিজের ছাড়া অন্য কিছু সে চিন্তা করতে পারে না। পশুদের এমন হওয়া স্বাভাবিক কারন তাদের মৃত্যুর পরেতো সবই শেষ, তাদের কৃতকর্ম স্মৃতি চিহ্ন হিসেবে বিরাজমান থাকবে না।
কিন্তু মানুষ, আমারা কি দফারফা হওয়ার জন্য এই পৃথিবীতে এসেছি। আমাদের জীবনের কি সুস্পষ্ট কোন লক্ষ্য নেই? এই জীবনের ব্যাপ্তিকাল আর কত সময়বা ধরে থাকবে? এর পর কি হবে? আমারা কি চাই না, খ্যাতিমান হতে, বিত্তবান হতে ।
আমারা কি বিশ্বাস করিনা , পৃথিবীতে আমারা এসেছি মহাজাগতিক সফরের একটি ক্ষুদ্র পরিভ্রমনের জন্য। এই সফরের পূর্বে আমারা বহু কাল ছিলাম, পরেও থাকতে হবে অনন্ত কাল ধরে।
আমাদের এই ক্ষুদ্র সফরের পূর্বেকার অবস্থায়তো আমরা ভালই ছিলাম। কিন্তু এই সফরের উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যত । এই ক্ষুদ্র সফর শেষে আমাদের পরিচয় কি হবে, আমরা কি তা ভাবি না ?
সবকিছু ভুলে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনায় মত্ত্ব হতে হবে, সৃষ্টির কল্যানে নিবেদিত করতে হবে নিজেদের। আমারা নিজেদের উপর যে জুলুম করেছি, তা থেকে পরিত্রানের উপায় আমাদের বের করতে হবে ।
©somewhere in net ltd.