নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

আচ্ছা! আমার পরে এখন... যে তোমার অনেক আপন- আমার লেখা একটি প্রিয় গান

০৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫১


আচ্ছা... আমার পরে এখন
আচ্ছা ....
আমার পরে এখন
যে তোমার অনেক আপন
তার সাথে তোমার কি ঝগড়া হয়?
আচ্ছা...
আমার পরে এবার,
যে প্রিয় মানুষ তোমার
তার ও কি গাল টা টেনে দিতে রোজ ইচ্ছে হয়?
তাকে ও কি প্রথম ছুঁয়েছো পুরনো সেই কৌশলে,
ঠোঁটের কাছেই লাগা অদৃশ্য ময়লা মোছার ছলে,
মোলায়েম!
তাকে ও কি বলেছিলে, সে তোমার প্রথম প্রেম?
আহা প্রথম প্রেম,
তুমি হয়ে রি-মেইক
আমার কাছেই শুধু আসলেনা বার-তিনেক !

ভীষণ বই পড়ুয়া, ভীষণ আবেগে ধোয়া
সেও কি ভীষণ আনমনা,
আমার পরে এখন যে তোমার যাদু সোনা ?
ভীষণ বৃষ্টি প্রিয়, চরিত্রে অদ্বিতীয়
সইছেকি জীবনের গঞ্জনা,
আমার পরে এখন যে তোমার যাদু সোনা ?
তার গালেওকি ঠোঁট ছুঁইয়েছো নিরলে-
হোঁচট খেয়ে অনিচ্ছায় গায়ে ঢলে পড়বার ছলে আহা হা ?
তাকেওকি বলেছিলে, সে তোমার প্রথম ভালোবাসা ?
আহা ভালোবাসা
তুমি হয়ে রি-মেইক
আমার কাছেই শুধু আসলেনা বার-তিনেক !


আমার এ গান লেখার ইতিহাসটা বেশ মজার ছিলো। কোনো এক বিশেষ কারনে এবং একের পর এক বন্ধুদের ব্রেক আপ। আমি তখন নিজের মত নিজে। বেশ কিছু নির্ঘুম রাত একা একা কাটিয়ে ফেলেছি। একা একাই হাঁটি। বুকের মাঝে প্রায়ই দলা পাকানো শূন্যতাবোধ। এমনি একদিন চলার পথে পাশ দিয়ে হেঁটে যাওয়া এক পথচারীকে বলতে শুনলাম, "হুম তোমাদের প্রথম প্রেম তো বার বার ফিরে আসে।" বুকের মাঝে মুচড়ে উঠলো, অমনি মাথায় আসলো- আহা প্রথম প্রেম, তুমি হয়ে রিমেইক, আমার কাছেই শুধু আসলেনা বার তিনেক। ব্যাস বাড়ি ফিরে আর একটি রাত জাগা ফসল। একে একে সুর দেওয়া। বন্ধুর গলায় তুলে দেওয়া।

মন্তব্য ২১ টি রেটিং +৬/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:০৯

শাহরিয়ার কবীর বলেছেন: গানটা দারুন হয়েছে।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১১

ফরহাদ মেঘনাদ বলেছেন: গানটা শোনার জন্য কৃতজ্ঞতা শাহরিয়ার কবিরভাই।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩২

কানিজ রিনা বলেছেন: যারা অনেক প্রেমের যাদুকর তারা সবাইকে একই
কথায় ভুলায়। তারা আসলে নষ্ঠ ভ্রস্টা।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: নারী মাত্রেই মমতাময়ী, স্নেহময়ী, প্রেমময়ী।

আমার কাছে নারীর মূল্য অনেক।


মন্তব্যের জন্য ধন্যবাদ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৩

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর লেখনি।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:৩৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা বিলিয়ারভাই।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৪৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: অসম্ভব ভালো হয়েছে। শুভকামনা রইলো।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ময়ূরাক্ষী আপনাকে!

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৪৪

গেম চেঞ্জার বলেছেন: এইটা কি আপনার গাওয়া!! বেশ ভালই লাগলো!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১:৫৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমার কথা ও সুর, গেয়েছেন মুকুল জামিল! মন্তব্যের জন্য কৃতজ্ঞতা গেম চেঞ্জার!

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৪২

প্রামানিক বলেছেন: ভালো লাগল।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ!

৭| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৪

শায়মা বলেছেন: আরে ভাইয়া!!!!!!!! তুমি তো পুরাই জিনিয়াস!!!!!!!!

আমি এক্কেবারে মুগ্ধ এবং মুগ্ধ!!!!!!


১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমিও মুগ্ধ আপনার মুগ্ধতায় ! শুভেচ্ছা নিরন্তর !

৮| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: রিয়েলী ব্রিলিয়ানট !! কিপ ইট আপ ব্রো !!

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১২

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা গিয়াস উদ্দিন লিটন ভাই!

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:২০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: আপনি অনেকের মনের কথা তুলে ধরেছেন , সুরও হয়েছে চমৎকার !!
ডাউন লোড করে নিলাম ।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৪৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ !

১০| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:৩৯

ডঃ এম এ আলী বলেছেন: বেশ চমৎকার গানের কথা
গানটি শুনতে পারলে
গানটিতেও রয়েছে
এক রাশ মুগ্ধতা

শুভেচ্ছা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:০০

ফরহাদ মেঘনাদ বলেছেন: ইউটিউব লিংক দেয়া আছে ভাইয়া, শুনতে পারেন ! নীল কালার লাইনটাতে লিংক লুকানো আছে, ক্লিক করলেই শুনতে পারবেন!

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , গানটি আমি ইউটিউব লিংক থেকে সে সময়্ই শুনেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.