নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

তিনি

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৩৪

রজনীগন্ধা মরছে ডায়বেটিসে ?
আগাপাস্তলা তিনিই ইনসুলিন !
সফেদ পায়রা খোপ ছেড়ে পলাতক ?
তিনি বাজাবেন আ-ছই-ছই বীণ !

যেখানে যা-কিছু ঘটছে ভালোর জন্য
সেখানেই তিনি প্রথম সারিতে বাঙ্ময়
সকলের ঘরে মুরগি-সালুন ভাত-টাত
রবেতো? এ-ভেবে তাঁর ঘন ঘন ভয় হয় !

অশান্তি তাঁকে নিত্য খাওয়ায় ভিরমি
তাঁর রণতরী ভর্তি ফ্লাইং-কিস
‘ছোট্ট ছেলে’ ও ‘মোটা লোকটা’র বাপজান
ভুলে বসে আছে উনিশ পঁয়তাল্লিশ !

এটুকু লিখেই থেমে গেছিলাম তরশু
আজ একজন পড়ে বললেন ‘ধুত্তোর-
তিনি নয় আগে ‘চ’ দিয়েই গাল পাড়তেন,
এখন তো তিনি ভালো লোক, বুলি মুক্তোর !

তাই ছেড়েদিন খামোকাই পরচর্চা ’
বললাম, বেশ ! তবে ভুলটাই বুঝছেন !
‘চোর চুরি কর, গৃহস্থ হোন সাবধান’
বলে তিনি আজো ‘চ’ দিয়েই ফেলে কুদছেন !

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৮

ধ্রুবক আলো বলেছেন: লেখা ভাল হইছে এবং খুব কঠিন।

১০ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ধ্রুবক আলো!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৩

আমি ময়ূরাক্ষী বলেছেন: ভালোই মজার কবিতা লিখছেন কিন্তু ছবি নীচে কি করছে ফরহাদভাই?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০২

ফরহাদ মেঘনাদ বলেছেন: এটমিক আজ্রাইলের ছবি উপরে দেবো!!!

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৪

আমি ময়ূরাক্ষী বলেছেন: হা হা দিতে সমস্যা কি? পোস্ট পড়ার পর কি আজরাইলের ছবি কারো ধড়ে প্রান রাখবে?

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১২

ফরহাদ মেঘনাদ বলেছেন: নিচেই থাক ! যে যেখানে মানানসই !

৪| ১১ ই জুলাই, ২০১৭ সকাল ৮:৩৫

খায়রুল আহসান বলেছেন: ‘ছোট্ট ছেলে’ ও ‘মোটা লোকটা’র কথা, 'উনিশ পঁয়তাল্লিশ' এবং ছবি দুটো না থাকলে হয়তো বুঝাই যেত না এ 'তিনি'টা কে!
মন্তব্যের খরা দেখে মনে হচ্ছে, এ কবিতাটা অনেকেরই মাথার ওপর দিয়ে চলে গেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.