নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

আমি, নিজেই যখন শখের গীতিকার, সুরকার এবং গায়ক

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:১৯


তুমি মন ভালো হবার গান আমার!
তুমি মন ভালো হবার গান আমার!
তুমি রাত শেষে ভোরের
আলো আমার!
দৃষ্টি ফেরাও আমার দিকে তাই,
দৃষ্টি ফেরাও আমি অন্তপ্রাণ!
আমি হতে চাই তোমার চুলের
ক্লিপের মত ভাগ্যবান,
হতে চাই তোমার হাতের চুড়ি'র মত
ভাগ্যবান!
ওরা তোমার সঙ্গে থেকে, তোমার
গন্ধ মেখে, ঘুরে আসে অদূর পাথার...
আমারও ইচ্ছে যাবার!
আমারও ইচ্ছে যাবার ,
আমারও ইচ্ছে যাবার,
তোমার চুলের ক্লিপ, হাতের
চুড়ি হয়ে ,আমারও ইচ্ছে যাবার!
তুমি মন ভালো হবার গান আমার!
তুমি রাত শেষে ভোরের
আলো আমার!
নাও আমায় সঙ্গে তোমার।

তুমি অট্ট-হাসির উৎস আমার, হুহু কাঁদার কারণ !
রাত করে ঘরে ফেরার দায়ে তুমি বকুনির প্রাক আয়োজন !
তুমি অনুভূতি-ভাষার অভিধান !
প্রতিদিন মন ভাঙ্গা মৃত্যু শেষে, তুমি আমার পূণরুত্থান!!



লেখালিখি - কবে কখন এ শখের শুরু মনে করতে পারিনা। তবে বন্ধু মহলে গান লিখে বেশ সমাদৃত হয়েছি। এইভাবে ডিভোর্স লেখার পর গাইলো পিটার। আর সেই গানের সুত্র ধরেই একদিন পিপলস রেডিওতে যাওয়া। আরজে গানটা শুনে বললেন, এটা তো মন খারাপ করা একটা গান, মন ভালো হবার কোনো গান নেই আপনার?" সেখান থেকেই মাথায় ঢুকলো, মন ভালো হবার গান, মন ভালো হবার গান আর লিখলাম তুমি মন ভালো হবার গান আমার!
তুমি রাত শেষে ভোরের
আলো আমার!

মন্তব্য ২৩ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৪৭

আমি ময়ূরাক্ষী বলেছেন: এ লেখা, গান আর গায়কী সবই অসাধারণ। তবে ডিভোর্সটা আরও দারুন। ওটা নিয়েও পোস্ট দেন।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আমি ময়ূরাক্ষী!

২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৫৯

আমি ময়ূরাক্ষী বলেছেন: আপনার পোস্ট দেখেই শুধুমাত্র লগ করেছি ফরহাদভাই। আরও লিখেন সবাই আপনার গান শুনুক।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:১০

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমার পোস্ট দেখেই? কৃতজ্ঞতা কৃতজ্ঞতা !!

৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৩৩

আরিয়ান রাইটিং বলেছেন: সুন্দর

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫২

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ আরিয়ান রাইটিং !

৪| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৪০

খায়রুল আহসান বলেছেন: তুমি মন ভালো হবার গান আমার! - খুবই মিষ্টি একটা কথা। আশাকরি ভারাক্রান্ত মনের মানুষেরা এ গান শুনে কিছুটা হলেও হাল্কা হবে।

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:৫৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর খায়রুল আহসান ভাই !

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:১৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: প্রিয়তমা আজ বৃষ্টি হতে পারে
আমার লেখা আরেকটি গান

৫| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৩

গেম চেঞ্জার বলেছেন: আমার কন্ঠের মাধুর্য আছে!! খুব ভাল লাগলো!! এগিয়ে যান!!! :)

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: ধন্যবাদ নিরন্তর গেম চেঞ্জার। শখের বসেই শুরু এখন নেশাতে পরিনত হচ্ছে।

৬| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৮

বিলিয়ার রহমান বলেছেন: সুন্দর++

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪২

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ বিলিয়ার রহমান ভাই!

৭| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৪৮

বিলিয়ার রহমান বলেছেন:

৮| ১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১৯

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল। ধন্যবাদ

১১ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩২

ফরহাদ মেঘনাদ বলেছেন: কৃতজ্ঞতা ভাই প্রামানিক !

৯| ১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৭

জেন রসি বলেছেন: বেশ রোমান্টিক। ভালো লেগেছে।

১২ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২১

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জেন রসি !

১০| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:৩৬

অঞ্জন ঝনঝন বলেছেন: গানের কথা, গান সবই বেশ ভাল্লাগছে। চালিয়ে যান

১৫ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

১১| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:২৩

ডঃ এম এ আলী বলেছেন: রূমান্টিক কবিতায় মুগ্ধ

শুভেচ্ছা রইল

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: এটা আমার কথা-সুর-কণ্ঠে গান! লিংকে ক্লিক করে শুনে দেখতে পারেন ভাইয়া!

১২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ, গানটি আমি সেসময়ই শুনেছি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.