নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

হারামজাদী

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৬



হঠাৎ তোমার মন কেঁদেছে কিসের জন্য ?
শিউলি ফুলের ? সে-জন্য নয় আমি শিওর !
হঠাৎ তুমি চুল ছেড়েছো কিসের জন্য ?
পত্র পেলে কার বলোতো, কোন সে প্রিয়’র ?

কিসের জন্য হঠাৎ গেছে ওড়না সরে ?
কেনইবা আজ হঠাৎ তোমার গা-গুললো ?
বমিও বোধয় হয়েছিলো, বলছোনা তা !
দেখলে, কেমন বুদ্ধি আমার ঝলমলালো !

যদিও শরীর আমারো গুলায় তোমার মতন
কিন্তু আমি পুরুষ, আমার অন্য রিজন !
মা’র গুলালে ? হারামজাদী, অসভ্য তুই, সানিলিওন !

মন্তব্য ৪১ টি রেটিং +৭/-০

মন্তব্য (৪১) মন্তব্য লিখুন

১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৯

অপ্‌সরা বলেছেন: হা হা হা
অনেক মজার হয়েছে ভাইয়া।

একজন মেল সানিলিওনের নাম বলোতো আমিও একটা কবিতা লিখি! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: যে পুরুষ একজনের সম্পর্কেকে না-জেনেই তাকে সানিলিওন ভাবে, সে'ই পুরুষ সানিলিওন ! মন্তব্যের জন্য কৃতজ্ঞতা !

২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৪৫

বিলিয়ার রহমান বলেছেন: যদিও শরীর আমারো গুলায় তোমার মতন
কিন্তু আমি পুরুষ, আমার অন্য রিজন !
মা’র গুলালে ? হারামজাদী, অসভ্য তুই, সানিলিওন ! :) :D =p~

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা বিলিয়ার ভাই!

৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫০

পবন সরকার বলেছেন: হারামজাদী, অসভ্য তুই, সানিলিওন !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ পবন দা !

৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৩

জনৈক অচম ভুত বলেছেন: যদিও শরীর আমারো গুলায় তোমার মতন
কিন্তু আমি পুরুষ, আমার অন্য রিজন !
মা’র গুলালে ? হারামজাদী, অসভ্য তুই, সানিলিওন !


ভাল লিখেছেন।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৫৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: শুভেচ্ছা নিরন্তর জনৈক অচম ভাই!

৫| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০২

অপ্‌সরা বলেছেন: তাইলে এইবার তারে নিয়েই লেখা হবে ! হা হা হা

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: লিখে ফেলুন !

৬| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৫

সত্তা ত্বদীয় বলেছেন: হাহাহা, অনেক সুন্দর

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:০৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সত্তা ত্বদীয় !

৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার।

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা হাসান মাহাবুব ভাই!

৮| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৫

সুমন কর বলেছেন: মজার !

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ সুমন কর !

৯| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০১

চাঁদগাজী বলেছেন:



আমার তেমন ভালো লাগেনি; তবে, এতগুলো চমৎকার দেখে, আমি বলছি, চমৎকার

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১২

ফরহাদ মেঘনাদ বলেছেন: শেষমেশ আপনি 'চমৎকার' ছোঁয়াচে রোগে আক্রান্ত হলেন!

১০| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩০

গেম চেঞ্জার বলেছেন: =p~
মজা পেলাম! :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ গেম চেঞ্জার ভাই!

১১| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩১

বিদ্রোহী ভৃগু বলেছেন: @অপ্সরাপু
অন্যভাবে ট্রিট দিতে পার

বর্ণচোরা খাওনা ধরা,
খিটখিটে মেজাজ কাবার
নিত্য খালি কলসি তোমার
বেভুস ঘুমাও মোষের মতন
তাল বাজেনা ঘরে আমার-
তুই কি তবে "বেটা" লিওন ;) =p~ =p~ =p~

১২| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

অপ্‌সরা বলেছেন: বেটা লিওন পায়না খাওন,
যায়না কাজে, সকাল সাজে
কেবল তাহার ঘুম ভেঙ্গেছে, সাধ জেগেছে
খাবেন আচার। কি জন্য তা ঠিক জানিনা
শেভ করেছেন, স্পাইক চুলে জেল দিয়েছেন
মেইল দিয়েছেন? কাকে যেন....

কিসের জন্য হঠাৎ লিখেন আজ কবিতা
কেনোই বা তার ঘুরলো মাথা!
উঠতে গিয়ে ছয় তলাতে চোরের মতন
পপাৎ পতন, দড়িদড়া, হাতে কড়া
মার গুলালে হারামজাদা চোর আর গাধা! :P

@ বিদ্রোহীভাইয়া আর ফরহাদ ভাইয়া!!!!!!! :)

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: চমৎকার প্রচেষ্টা ! একটু বলি ! সমাজের কিছু পুরুষ আছে একটা মেয়ের সম্পর্কে কিছু না জেনেই তাকে জড়িয়ে আজেবাজে জিনিস ভেবে ফেলে, অনেক সময় বলেও ফেলে! আমার কবিতাটা তাদের বিরুদ্ধেই দাঁড় করিয়েছি ! কবিতায় উল্লেখ্য পুরুষ দেখেছে মেয়েটার গা-গুলাচ্ছে, অমনি সে ভেবে ফেলেছে 'বমিও নিশ্চই করেছে, মানে প্রেগন্যান্ট ! অনেক কারণেই যে গা-গুলাতে পারে সেটা যেন শুধু পুরুষের ক্ষেত্রেই, একটা মেয়ের ক্ষেত্রে সেটা যেন প্রযোজ্য নয়! মেয়েটা তখন প্রশ্ন তুললো, আমার গা-গুলালে আমি প্রেগন্যান্ট, তোমার বুড়ো মায়ের গা-গুলালে কি ? প্রশ্ন তুলতেই মেয়েটা হারামজাদী, অসভ্য, সানিলিওন হয়ে গেলো !


আমার শেষ লাইনটা দিয়ে আপনিও শেষ করেছেন দেখে কবিতা ব্যাখ্যা করলাম !

১৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৫৯

অপ্‌সরা বলেছেন: ওহ তাইলে মার গুলালের জায়গায়
পড়লি ধরা লিখতে হবে!
স্যরি ভাইয়া! :P

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৩৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: স্যরি হবার কিছু নেই! শুভেচ্ছা নিরন্তর !

১৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:২৪

আরণ্যক রাখাল বলেছেন: দারুন

১৬ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:৪০

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা আরণ্যক রাখাল ভাই!

১৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:২৬

রায়হানুল এফ রাজ বলেছেন: অসম্ভব সুন্দর।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা রায়হানুল ভাই !

১৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:৪০

মো:সাব্বির হোসাইন বলেছেন: বাহ! দারুণ

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৭:০৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: অসংখ্য ধন্যবাদ !

১৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২১

দিশেহারা রাজপুত্র বলেছেন:
মজার।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩০

ফরহাদ মেঘনাদ বলেছেন: কৃতজ্ঞতা রাজপুত্র !

১৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:১৮

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: দারুন তো !!!

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ১২:৩৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: ধন্যবাদ লিটন ভাই!

১৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩০

আহমেদ জী এস বলেছেন: ফরহাদ মেঘনাদ ,




বাহ্‌... বেশ ঝলমলানো বুদ্ধি তো আপনার !!!!!
ভালো হয়েছে ।

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

২০| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

রূপক বিধৌত সাধু বলেছেন: ক্যায়া বাত! ভালো হইছে...

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা সহ শুভেচ্ছা !

২১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:০৯

দ্যা ফয়েজ ভাই বলেছেন: রিজন টা একটু খোলাসা করলে ভালো হইত। ;) ;)
সুন্দর লাগলো। :)

১৭ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:১০

ফরহাদ মেঘনাদ বলেছেন: ১২ নং মন্তব্যের উত্তরে খোলাসা করেছি ! কৃতজ্ঞতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.