নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

ছিলো বোকা লোক নীল আর্মস্ট্রং [ লিরিক ]

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:২৫



ছিলো বোকা লোক নীল আমস্ট্রং
চাঁদ ছুতে ওড়া উড়ি কত্ত ঢং
দেখলোনা তোকে রমণী চাঁদ ,
তোর মুখে জোছনা মানেনা বাঁধ !
তোর প্রেমে কাবু, তাই থাকবো কাবুই,
আমস্ট্রং কে বলবো এটুকুই,
আমস্ট্রং আপনার চাঁদে গর্ত
আমার চাঁদের প্রেমে ভুলি মর্ত
আপনার চাঁদ উঠে ফের ডুবে যায়,
আমার চাঁদ আমাকে জড়িয়ে ঘুমায় !

কত বোকা সেই লোক চিন্তা করো,
চাঁদ ছুঁতে হাঁকে এ্যাপোলো এগারো?
অথচ রমণী চাঁদ পাশে হেঁটে যাস,
ফিরে চায়'না সে কত বড়ো বদমাশ !
তোর প্রেমে কাবু তাই থাকবো কাবুই-
আমস্ট্রং কে বলবো এটুকুই,
আমস্ট্রং আপনার চাঁদে গর্ত,
আমার চাঁদের প্রেমে ভুলি মর্ত
আপনার চাঁদ কবি কুলের ও প্রিয়া
আমার চাঁদ জানেনা পরকীয়া !

মন্তব্য ১৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩

শায়মা বলেছেন: বাহ ভাইয়া!!!

আবারও অনেক গুলা বাহ!!!:)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৫৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ! শুভ সন্ধ্যা !

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০২

শায়মা বলেছেন: ভাইয়া তোমার গান দাও!!!!

তোমার প্রিয় গান!!!!:)

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: আরেকটা গান দেয়া আছে, 'মন ভালো হবার গান' কয়েকদিন আগে দিয়েছিলাম! শুনে দেখতে পারেন!

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:০৪

সুমন কর বলেছেন: মজার !!

১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:১৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: ধন্যবাদ সুমন ভাই !

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:২৫

জেন রসি বলেছেন: এ দেখি বিজ্ঞানের সাথে দর্শনের দ্বন্দ্ব।

বেশ মজার।




১৮ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৩৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: অনেক ধন্যবাদ ! শুভেচ্ছা !

৫| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১০:০৬

হাসান মাহবুব বলেছেন: উপভোগ্য।

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৩২

ফরহাদ মেঘনাদ বলেছেন: শুভেচ্ছা হাসান মাহবুব ভাই!

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৬

ডঃ এম এ আলী বলেছেন: ছিলো বোকা লোক নীল আমস্ট্রং
চাঁদ ছুতে ওড়া উড়ি কত্ত ঢং
দেখলোনা তোকে রমণী চাঁদ ,
তোর মুখে জোছনা মানেনা বাঁধ !


কবিতাটির শুরুতেই মুগ্ধতা
প্রতিটি চরনেই তাই ।

শুভেচ্ছা রইল

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমি মন্তব্যমুগ্ধ ! শুভেচ্ছা !

৭| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:০৯

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.