নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

ট্রাক চাপায় নিহত ঘুমগুলো

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৪৯



দানা বাঁধতে থাকা ঘুম গুলো ট্রাক-চাপায় নিহত !
না মানে...ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !
ঘুম বাঁচে কি’করে ছাই, বেমক্কা এমন দৃশ্যে !

অথচ ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !
ঘুমের ভেতর ক্ষুধায় কুঁই কুঁই করেছি বলে তো মনে পড়েনা,
চাপাতি হাতে কাটাকুটি খেলতে দেখেছি মাংস-দোকানীকেই !
ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !

গত-পরশু’র ঘুম তো আরো এক-কাঠি ওপরে !
গত-পরশু’র ঘুমে আমি দুশো-একুশ বি বেকার-স্ট্রীট এর বাসিন্দা ছিলাম !
কিন্তু খুব বোরিং কেটেছে সময়টা,
কোনো কেস ছিলোনা হাতে !
শুধু ডেস্কের গ্লোবটাকে বার কয় ঘোরাবার চেষ্টা নিতেই
চড়িয়ে সিধে করেছি মরিয়ার্টীকে !
ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !

আজকের ঘুমটা এলে আমি নিশ্চিত ’উদয়ন’ হতে পারতাম !
পঞ্জিকা থেকে হীরকাব্দ গুলো মুছে ফেলতাম সহজেই !
কিন্তু হায় ঘুম
দানা বাঁধতে থাকা ঘুম গুলো হলো ট্রাক-চাপায় নিহত !
না মানে, ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !

একদিন তার ‘ভালবাসি’ বলা শুনেও, আমার ঘুমটা মাঝ-বরাবর ভেঙে গিয়েছিলো !

মন্তব্য ১১ টি রেটিং +৪/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:২৮

জেন রসি বলেছেন: বাহ! চমৎকার লিখেছেন।





১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা জেন রসি!

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৩

গেম চেঞ্জার বলেছেন: :( দুঃখের কাব্য!!!

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:৩৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: হুম! মন্তব্যের জন্য ধন্যবাদ!

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪১

গোফরান চ.বি বলেছেন: ভালো লাগল । :)

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

৪| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩০

হাসান মাহবুব বলেছেন: ভালো লাগলো।

২০ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:০৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা হাসান মাহবুব ভাই!

৫| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ৭:০৩

ডঃ এম এ আলী বলেছেন: আজকের ঘুমটা এলে আমি নিশ্চিত ’উদয়ন’ হতে পারতাম !
পঞ্জিকা থেকে হীরকাব্দ গুলো মুছে ফেলতাম সহজেই !
কিন্তু হায় ঘুম
দানা বাঁধতে থাকা ঘুম গুলো হলো ট্রাক-চাপায় নিহত !
না মানে, ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !


খুব সুন্দর সহজিয়া ছন্দময় কবিতা
ভাল লেগেছে ।
শুভেচ্ছা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৪৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: মন দিয়ে আমার এতগুলো লেখা পড়েছেন, যার কৃতজ্ঞতা প্রকাশযোগ্য নয় ! আর আমি গুছিয়ে মুগ্ধতাও প্রকাশ করতে পারিনা ! মার্জনা করবেন! আপনার জন্য শুভেচ্ছা !

৬| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১১

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ , আপনি খুব সুন্দর করে অল্প কথায় গুছিয়ে বলতে পারেন । এটা একটা অসাধারণ গুন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.