নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা? আমি জুতো ছাড়াই পথে নামতাম... বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে খানিকটা সঙ্গ দিতাম........

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:০১


যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা?
যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা?
আমি জুতো ছাড়াই পথে নামতাম...
বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে
খানিকটা সঙ্গ দিতাম........!
তার একলা রাত-জাগা
আমাকে জ্বালায়,
তার চেহারাটা ফেলে আসা কার সাথে যেনো মিলে যায়.........!

তাকে দেখলেই পাতা-ঝরা দিন
মনে পড়ে,
সেই সব দিন ভর-
ছিলো বেদনারা মন্থর,
ছিলো প্রণয়ের সমাদর,
আর টং-দোকানেতে-
কিনতে দাঁড়িয়ে থাকা,
দু’টাকায় চারটে পাপড় ...........!

তাকে দেখলেই বহু গাওয়া গান
মনে পড়ে,
সেই সে গান টা -
সেই হেঁড়ে গলায় গাওয়া গান,
সেই তাল-গোল পাকা গান....!
তবু গাইবই বলে, সুর কামড়ে
পড়ে থাকা সারাদিন মান...!


কথা ও সুর- ফরহাদ মেঘনাদ
গায়ক- মুকুল জামিল

মন্তব্য ১৭ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৭) মন্তব্য লিখুন

১| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১৯

শাহরিয়ার কবীর বলেছেন: দারুণ গান

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা শাহরিয়ার কবীর ভাই!

২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩২

সাহসী সন্তান বলেছেন: গানটা এখনো শুনিনি। তবে কথা গুলো মনে গেঁথে রাখার মত!

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা! শুনে ফেলুন !

৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৫

সুমন কর বলেছেন: লিরিক ভালো হয়েছে।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: শুভেচ্ছা সুমন ভাই !

৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

কবি হাফেজ আহমেদ বলেছেন: ভালো লেগেছে কবি। এগিয়ে যান, শুভাশিস রইল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা হাফেজ আহমেদ ভাই!

৫| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩২

প্রামানিক বলেছেন: খুব ভালো লাগল।

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৪

ফরহাদ মেঘনাদ বলেছেন: কৃতজ্ঞতা ভাই প্রামানিক!

৬| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৫

অঞ্জন ঝনঝন বলেছেন: ভাল্লাগছ। শেয়ার দিলাম :)

২৩ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা অঞ্জন ভাই!

৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:১৫

হাসান মাহবুব বলেছেন: চমৎকার গান। কিছুটা পশ্চিমবঙ্গীয় ছাপ পেলাম। আপনি কি ওখানকার?

২৫ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ৯:১৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমি এখানকার'ই, গান'টা কথাপ্রধান তাই অমন লেগেছে!

৮| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:৩২

ডঃ এম এ আলী বলেছেন: যদি আসবিনা ঘুম, কেন আগে বললিনা?
আমি জুতো ছাড়াই পথে নামতাম...
বিলবোর্ডে হেসে থাকা একলা মেয়েটাকে
খানিকটা সঙ্গ দিতাম........!


অসাধারণ এক শক্তিমান কবির রচনা
এক রাশ মুগ্ধতা রেখে গেলাম ।

শুভেচ্ছা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: আমি আপ্লুত! অশেষ কৃতজ্ঞতা !

৯| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:১৪

ডঃ এম এ আলী বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.