নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

আমি শাশ্বত ইতিহাস

১৬ ই ডিসেম্বর, ২০১৬ সকাল ১০:২৮



ওরা নিশ্চিত, আমায় দেখতে পাচ্ছে !
দেখছোনা যদি বলি, ওরা হয়ে বাঙ্ময়
বলে দেয় তুমি সাড়ে-পাঁচফিট, শ্যামলা !
বোঝেনা, আমার জন্য এ-দেখা যথেষ্ট নয় !

বোঝেনা, আমার শিরা-উপশিরা দাবড়ে
ছুটছে পদ্মা, মেঘনা, যমুনা, আত্রাই
বোঝেনা, ধানের শীষে টলোমলো যে-শিশির
তার ভেতরেই আগাপাস্তলা এঁটে যাই !

বোঝেনা, আমার লাল ও সবুজ মূল রং
বস্তুত যেটা দেখা যায়, সেটা কৃত্রিম
আমি তিরতির দূর্বা, আমিই কলমি
কৃষ্ণচূড়ার রাঙা ডাল, আমি বট, নিম !

আমি ফুলবতী শিউলির কালো তল’টা
রাত গড়ালেই সাদা-কমলার হইচই
আমি গৃহপোষা রাজহাঁস, হই ঘরমুখ
সান্ধ্য-বধুর ডাকে ‘আয় আয় ছই ছই’ !

বোঝেনা, আমিই আযান-উলু’র মৌ-সুর
আধোআধো বোল’এ শিশুতোষ ‘অ’ ‘আ’ শেখা
সূচরাজা, চাঁদবিনোদ, আমিই নদ্যা ঠাকুর
আমিই মহুয়া, মলুয়া, কাজল রেখা !

বোঝেনা, আমিই তিরিশ-লক্ষ মৃত-প্রাণ
আমি বাহান্ন, আমিই একাত্তর
আমিই মুক্তিযোদ্ধার খালি মা’র কোল
আমি স্বাধীনতা, প্রাণ দিয়ে কেনা এক ভোর !

ওরা নিশ্চিত, আমায় দেখতে পাচ্ছে !
বলে দেয়, তুমি সাড়ে-পাঁচফিট, শ্যামলা !
বোঝেনা, আমার জন্য এ-দেখা যথেষ্ট নয়
আমি শাশ্বত ইতিহাস, আমি বাংলা !

মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১২:২১

জেন রসি বলেছেন: অস্তিত্বে মিশে আছে বাংলা—চমৎকার কবিতা। বিজয়ের শুভেচ্ছা। :)

১৬ ই ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৪৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: শুভেচ্ছা !

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৫:২২

ডঃ এম এ আলী বলেছেন: বোঝেনা, আমিই তিরিশ-লক্ষ মৃত-প্রাণ
আমি বাহান্ন, আমিই একাত্তর
আমিই মুক্তিযোদ্ধার খালি মা’র কোল
আমি স্বাধীনতা, প্রাণ দিয়ে কেনা এক ভোর

অসাধারণ কবিতা
রেখে গেলাম একরাস মুগ্ধতা
শুভেচ্ছা রইল ।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ সকাল ১১:৩১

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ! শুভেচ্ছা সতত !

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ২:২২

শাহরিয়ার কবীর বলেছেন:
সুন্দর লিখেছেন।

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

৪| ২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:০৮

আহমেদ জী এস বলেছেন:
ফরহাদ মেঘনাদ ,




বিজয় দিবসে লেখা এই কবিতার এই লাইনক'টিই ইতিহাস ...........

বোঝেনা, আমিই তিরিশ-লক্ষ মৃত-প্রাণ
আমি বাহান্ন, আমিই একাত্তর
আমিই মুক্তিযোদ্ধার খালি মা’র কোল
আমি স্বাধীনতা, প্রাণ দিয়ে কেনা এক ভোর !

২৫ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৮:২৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ও শুভেচ্ছা ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.