নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

হলিডেতে

০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৩৮

তারা হলিডেতে ছোটে আখড়ায়
তারা সেথা চানাচুর-মদ খায়
তারপর ফেরে রাত দশটায়
দশটায় ট্রেন ছোটে ঝিকঝিক

তারা হলিডেতে মিলে সন্ধের-
কিছু পরে, তিনে ভালো মন্দের
কথা বলে মাংসল রন্ধ্রের
তিনটের’ই প্রিয় গালি ‘খানকি’

তারা হলিডেতে ছোটে আখড়ায়
আখড়ায় মদ খায়, গান গায়
গানে বিচ্ছেদী সুর, দশটায়-
জোনাকী ও তারা ফেরে চুপচাপ

আর বাদবাকি দিনে সেই তিন
সুধে চলে মৌখিক সব ঋণ
আর রাতে বসে থাকে ঘুমহীন
চোখ বেয়ে ঝরে চলে ‘খানকি’!

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০২ রা মার্চ, ২০১৭ রাত ৯:৪৯

শোভনের শোভন বলেছেন: আমার অনুভূতি খুবই ভোঁতা :)

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫৩

ফরহাদ মেঘনাদ বলেছেন: থাক !

২| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:০৬

ধ্রুবক আলো বলেছেন: কেন এই লেখা! মনে হয় ভেতরে অনেক ক্ষোভ।

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৫২

ফরহাদ মেঘনাদ বলেছেন: ক্ষোভ নয়, নেগেটিভের মুখোশে পজেটিভ!

৩| ০২ রা মার্চ, ২০১৭ রাত ১০:৪৯

কানিজ রিনা বলেছেন: হাহাহাহা

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: হাসির জন্য ধন্যবাদ !

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ দুপুর ২:১২

শাহরিয়ার কবীর বলেছেন:
এটা কি গানের লিরিক ?

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৩:৪৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: শাহরিয়ার ভাই, এটা কবিতা !

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

শায়মা বলেছেন: হায় হায় !!!!!!!!!

কারা !!!!!!!!!


ভাইয়া!!!!!!!!! B:-)

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:০০

ফরহাদ মেঘনাদ বলেছেন: প্রাক্তন প্রেমিকরা! কবিতার মূল কিন্তু শেষ লাইন!

৬| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১০:২২

হাসান মাহবুব বলেছেন: খানকি শব্দটার তাৎপর্য বোঝার পর অসাধারণ লাগলো।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: ভালোবাসা নিরন্তর ভাই !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.