নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

এ সবুজ করুণ ডাঙায়

০৪ ঠা মার্চ, ২০১৭ বিকাল ৫:৫০



শিশিরের কথকতা-বাদুড়ের ডানা পতপত-
একলা পুকুরঘাট আর আমি, মিলে এই চার
জীবন-আনন্দীয় কবিতার ছবি থেকে উঠে
ঝালিয়ে নিচ্ছি কিছু গালিগালাজের ব্যবহার !

হারামির ছানাপোনা, কারেন্ট’টা এইবেলা দে
ঘেমে প্রাণ যায় তোর উন্নয়নের গরমে !

বা-থেকে তখনি ধীরে প্রবেশ এক ছায়ামূর্তির
মূর্তি কষালো চড়, চড়া সুর ‘গালি কেন দিলি’
মূর্তি চেনালো জাত, গালি খাওয়া সে-দলের নেতা
মূর্তি বেরিয়ে গেল, তার সাথে এক মেয়ে-শিশু ঝিলিমিলি !

খানিক সময় পরে ডুবে গেলে পঞ্চমীর চাঁদ
মরিবার হলো তার সাধ ( মানে শিশুটির )
চিৎকার আসছিলো, যেইদিকে নেতা গিয়েছিলো
গিয়ে দেখি নেতা নেই, মেয়ে একা উদোম শরীর !

কথাটা চাউর হবে, ভলুকের ঘাড়ে যাবে দায়
কিশোরীর রক্তে ভেজা এ-সবুজ করুণ ডাঙায় !

মন্তব্য ১৯ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৩৮

চাঁদগাজী বলেছেন:


অভিনন্দন, আপনার বই বের হয়েছিলো!
অনুভুতি কেমন?

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: এটা তেমন বড় কোনো ব্যপার নয়! আর বইটিগতবছর প্রকাশ হয়েছিলো!

২| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৫

শায়মা বলেছেন: যদিও কষ্টের কিন্তু অনেক সুন্দর হয়েছে।

এটা কি গান?

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: কবিতা ! মন্তব্যের জন্য ধন্যবাদ আপু!

৩| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৭

পুলহ বলেছেন: অনেকেই জীবননান্দ থেকে শব্দ/ ছবি/ উপমা/ ঘটনা ধার করে কবিতা লিখেন হয়তো, কিন্তু কখনো এতো অভিনব কবিতা পড়েছি বলে মনে পড়ে না।
খুবই ভালো লাগলো। ধার করা জীবনানন্দীয় মুক্তো দিয়ে আপনি মালা গাথতে পেরেছেন- পাঠক হিসেবে এমনই আমার ব্যক্তিগত মূল্যায়ন।
ভালো থাকুন !

০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৫২

ফরহাদ মেঘনাদ বলেছেন: আপ্লুত হলাম আপনার মন্তব্যে! শুভেচ্ছা, ভালোবাসা!

৪| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৬:৪৮

শায়মা বলেছেন: পুলহভাইয়ার কমেন্টে প্লাস দিলাম! :)

৫| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

দ্বীপ ১৭৯২ বলেছেন: ভা‌লো লাগ‌লো ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৭

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ ধন্যবাদ!

৬| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২১

চাঁদগাজী বলেছেন:



আপনার বই'এর নামটা আমার কাছে বিদঘুটে ঠেকেছে; আপনি কি নামে নাটকীয়তা আনতে চেয়েছিলেন?

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: গাজী ভাই, কবিতার নাম, বইয়ের নাম টাম আমার মাথায় আসেনা ! ২০১৬ বইমেলার ১৫ দিন আগে প্রকাশক আমার কাছে পাণ্ডুলিপি চান ! ১ দিনে পাণ্ডুলিপি গুছিয়ে পাঠিয়েছি, কিন্তু বইয়ের নাম দিতে পারিনি ! প্রকাশক নামের জন্য ফোন দিলে বল্লাম, মাথায় কিছু নেই, আপনিই দিয়ে দিন একটা ! তার মাথায়ও কিছু নেই ! সেদিনই আমি একটা কবিতা লিখি ‘ট্রাক চাপায় নিহত ঘুমগুলো’ শিরোনামে ! প্রকাশক ফেইসবুকে সেটা দেখে কবিতার নামটি বইয়ের নাম হিসেবে পছন্দ করেন ! সেই কবিতাও অন্তর্ভুক্ত হয় বইয়ে ! আপনার জন্য কবিতাটি নিচে দিলাম !


ট্রাকচাপায় নিহত ঘুমগুলো
--------------------------------------
দানা বাঁধতে থাকা ঘুম গুলো ট্রাক চাপায় নিহত !
না মানে...ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !
ঘুম বাঁচে কি’করে ছাই, বেমক্কা এমন দৃশ্যে ?

অথচ ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !
ঘুমের ভেতর ক্ষুধায় কুঁই কুঁই করেছি বলে তো মনে পড়েনা,
চাপাতি হাতে কাটাকুটি খেলতে দেখেছি মাংস-দোকানীকেই !
ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !

গত-পরশু’র ঘুম তো আরো এক-কাঠি ওপরে !
গত-পরশু’র ঘুমে আমি দুশো-একুশ বি বেকার-স্ট্রীট এর বাসিন্দা ছিলাম !
কিন্তু খুব বোরিং কেটেছে সময়টা,
কোনো কেস ছিলোনা হাতে !
শুধু ডেস্কের গ্লোবটাকে বার কয় ঘোরাবার চেষ্টা নিতেই
চড়িয়ে সিধে করেছি মরিয়ার্টীকে !
ঘুমটা’র প্রয়োজন ছিলো খুব !

আজকের ঘুমটা এলে আমি নিশ্চিত ’উদয়ন’ হতে পারতাম !
পঞ্জিকা থেকে হীরকাব্দ গুলো মুছে ফেলতাম সহজেই !
কিন্তু হায় ঘুম
দানা বাঁধতে থাকা ঘুম গুলো হলো ট্রাক চাপায় নিহত !
না মানে, ঘুমটা যখন দানা বাঁধছিলো,
অদূরেই একজন ট্রাকে চাপা পড়লো তখনি !

একদিন তার ‘ভালবাসি’ বলা শুনে, আমার ঘুমটা মাঝ-বরাবর ভেঙে গিয়েছিলো !

৭| ০৪ ঠা মার্চ, ২০১৭ সন্ধ্যা ৭:২৬

আরণ্যক রাখাল বলেছেন: কবিতাটা পড়লাম কয়েকবার। এটা কমই করি।
অনেক ভাল। পুলহ এর সাথে একমত। জীবনানন্দকে ধারন করে ভিন্ন টাইপের কবিতা পাওয়াই যায় না। আপনি পেরেছেন

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:২৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা ভাই !

৮| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪১

ধ্রুবক আলো বলেছেন: কবিতা বেশ চমৎকার, আপনার বইয়ের খবর জেনেছি, অভিনন্দন।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

৯| ০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪২

চাঁদগাজী বলেছেন:



ভালো, এখন নামটাকে সহজ মনে হচ্ছে, ধন্যবাদ।

০৪ ঠা মার্চ, ২০১৭ রাত ৮:৪৫

ফরহাদ মেঘনাদ বলেছেন: শুভেচ্ছা !

১০| ০৬ ই মার্চ, ২০১৭ সকাল ১১:০২

হাসান মাহবুব বলেছেন: এমন কবিতা পড়তে ভালো লাগে।

০৬ ই মার্চ, ২০১৭ রাত ৯:০৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.