নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

সলোমন দ্বীপপুঞ্জের পাখি

২৫ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:৩০


সলোমন দ্বীপপুঞ্জের কয়েকটা পাখি
উড়ে এসেছিলো এথায়
ধরা পড়লো আমি-সুলেমানের চোখে
দাদি বললেন— কি দেখস রে ছলেমান,
পক্ষী দেখে কি কাম, আয় শোনাই
সোলায়মান নবীর কাহিনী

তারপর আমরা দিলাম উড়াল
পাড়ি দিলাম
সকালে এক-মাসের পথ, বিকেলে এক-মাসের
আমাদের শিমুলফুল বাবা-মা
আছে, তবু ঝরে গেছে ধরে নিলাম

সলোমন দ্বীপপুঞ্জের কয়েকটা পাখি
উড়ে এসেছিলো এথায়
তারা না-থেমেই উড়ে গিয়েছিলো
ডাকাতিয়া নদীর দিকে
সেখানে শুকনো মাটিতে ডিমা-শাক দিন
দিনভর তারা থামলে থেমেছে না-থামলে নেই
দাদি বলেছেন— পক্ষী দেখে কি-কাম
সেইমত
আমি নর্দমা নামের এক শুকনো জায়গায়
সোনালু ফুলগাছ থেকে ঝরে পড়ে থাকি!

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩১

রাজীব নুর বলেছেন: সলোমন পাখি আমি দেখেছি। অনেকটা আমাদের দেশের গাংচিল এর মতো দেখতে।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

ফরহাদ মেঘনাদ বলেছেন: পরিযায়ী পাখিরা গাংচিল-হাঁস প্রকৃতিরই হয়।

২| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৪

মাহমুদুর রহমান বলেছেন: খুব সুন্দর কবিতা।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০০

ফরহাদ মেঘনাদ বলেছেন: ভালোবাসা।

৩| ২৫ শে ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮

নজসু বলেছেন:



দারুণ লিখেছেন।
দারুণ লাগলো।

২৫ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:০১

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.