নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

লোনলি ডে\'র উপর বসা তামাটে পাখিটা

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১১

তামাটে পাখিটা বসে আছে
সিস্টেম অফ এ ডাউনের লোনলি ডে’র উপর
সে চুপচাপ এক উসকানিমূলক পাখি
কারণ, এখন আমি বলবোই— হুশ
এবং স্তব্ধতাকে দেখলে আমাদের এমন করতেই হয়

পাখিটা উড়ে চলে গেছে
হয়তো বসেছে গিয়ে
আমাদের নাগালের বাইরে কোথাও
বসুক না-বসুক
আমরা আছি আমাদের নাগালেই
দরজা খুললেই আনমনা পদক্ষেপের নিচে টম্যাটো ঠেকে

ফস্ করে দিগ্বিদিক ছড়িয়ে পড়ি আনা ফ্রাংক-সকাল।

১১-১-১৯

মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৪

জুনায়েদ বি রাহমান বলেছেন: সেটাই। আমরা নিরবতা খুব একটা পছন্দ করি না।
উস্কানিতে দিতে ত সবাই ওস্তাদ।

দুর্দান্ত কবিতা।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: ভালোবাসা।

২| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৪৯

মনিরা সুলতানা বলেছেন: চমৎকার থিম ! শিরোনামে ও দারুণ।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: অশেষ কৃতজ্ঞতা।

৩| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫২

ইসিয়াক বলেছেন: সুন্দর

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: ধন্যবাদ।

৪| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ৯:৩৮

সুমন কর বলেছেন: ভালো লাগল।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:০৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: ধন্যবাদ।

৫| ১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১০:৫৭

রাজীব নুর বলেছেন: কবিতায় সমস্যা আছে।
কি সমস্যা তা আমি বলব না।

১১ ই জানুয়ারি, ২০১৯ রাত ১১:৩৯

ফরহাদ মেঘনাদ বলেছেন: না বললে জানবো কীভাবে?

৬| ১২ ই জানুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৬

কালীদাস বলেছেন: কবিতাটা ভালই, শেষের দুইটা লাইন যদিও মাথার উপর দিয়ে গেছে। আসলে সেকেন্ড লাইনটার পর থেকে মাথায় লোনলি ডে বাজা শুরু করেছে, যে কারণে কবিতাটা পড়ার সময় অনেকটাই সেটার আমেজেই ছিলাম।

লোনলি ডে-এর লিংকটা যোগ করলে পোস্টটা আরও চমৎকার লাগত।

৭| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০০

এম.এ.জি তালুকদার বলেছেন: দির্ঘদিন পর ব্লগে এসে আপনার লেখাটি পড়লাম। ভালোলাগার চিহ্ন রেখে গেলাম।

৮| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:০২

সৈয়দ তাজুল ইসলাম বলেছেন:
বাহ বাহ, চমৎকার কবিতা তো!


অসম্ভব ভাল লাগার মতই।

৯| ১২ ই জানুয়ারি, ২০১৯ রাত ৮:১৯

এম.এ.জি তালুকদার বলেছেন: দির্ঘদিন পর ব্লগে এসে আপনার লেখাটি পড়লাম। ভালোলাগার চিহ্ন রেখে গেলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.