নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোহাম্মদ বাংলাদেশ হোসেন, এখন কেমন আছেন?

ফরহাদ মেঘনাদ

জয়তু মানুষ মানে— তোর পাখি হবার মুরোদ নাই

ফরহাদ মেঘনাদ › বিস্তারিত পোস্টঃ

ফ্লাইওভার

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:০৮

দীর্ঘশ্বাস-ফ্লাইওভার দিয়া তুমি যাইতাছোগা
আমি দাঁড়াই আছি গোড়ায়, গাছের মত
গাছেরা দৌড় দেয় জানো?
তাগো দৌড়ানোর পথ শিকড়-বাকড়
কিন্তু শিকড়ের দিক দিয়া সবচে
আগাই আছে মানুষ
হাঁটি আসা সব পথ তার শিকড়
তারা একেকটা দীর্ঘ গাছ-
উদ্ভিদবীদগো ভুলের মাঝখান দিয়া গজানো !

যাউকগা,
এইসব শুনলেইতো তোমার চোখ লাল হই যাইতো
আসমানী ওহীর মত মাঝেমাঝে
কিন্তু কী করি কওতো—
শুকনাপাতার স্বরের ভিতর আমার সোয়েটারটা
আমি যে শুকাইতে দিয়া আসছি,
আনন লাগবো না সেটা?
আমার বারমাস শীত করে
গায়ে দিমু কী?

দীর্ঘশ্বাস-ফ্লাইওভার দিয়া যাইতাছোগা তুমি
যাইতে যাইতে তোমারে দেয়া
দুইকামরার বাদামটা খাইয়ো
কামরা দুইটা অসমান, খেয়াল করছো?

আমি দাঁড়াই আছি
ফ্লাইওভারের গোড়ায়, গাছের মত
তুমি পৌঁছাই গেলেই
আমার হাতঘড়িত বেলাভূমিটা বাজবে
ফ্লাইওভার একটা যাতায়াত-সুবিধার ডিম !

১২-২-১৯

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৬

মানুষ বলেছেন: সব মানুষই আসলে গাছ, অভ্যাসের শিকড়ে ভর করে দাঁড়িয়ে থাকে।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ২:১৮

ফরহাদ মেঘনাদ বলেছেন: হুম।

২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:৫২

রাজীব নুর বলেছেন: চমৎকার কবিতা।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১:৪৬

ফরহাদ মেঘনাদ বলেছেন: ভালোবাসা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.