|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফারহানা শারমিন
ফারহানা শারমিন
	অতি সাধারন পরিবারের সাধারন একটি মেয়ে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগ এর উপর মাস্টার্স করেছি। একটি এনজিও তে ছোট চাকরী করছি। রিসার্চ এসিস্টেন্ট পদে।
সন্তানহারা মাকে সান্ত্বনা দিতে গিয়ে বিপাকে পড়েছেন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ। এ ঘটনায় ইরানের ধর্মীয় নেতাদের তোপের মুখে পড়েছেন তিনি।
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট বিপ্লবী হুগো চাভেজ সম্প্রতি মারা যান। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কারাকাসে যান আহমাদিনেজাদ। এ সময় চাভেজের মা এলেনা ফ্রিয়াসকে আলিঙ্গন করে সান্ত্বনা দেন ইরানি প্রেসিডেন্ট। পরে এই দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত হয়। ইরানের ধর্মীয় নেতারা এ দৃশ্য দেখে বেজায় চটেছেন।
ইরানে কঠোর ধর্মীয় রীতি অনুসরণ করা হয় এবং কোনো পুরুষের পক্ষে অন্য নারীকে আলিঙ্গন করা পাপ হিসেবে বিবেচনা করা হয়। ধর্মীয় নেতাদের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার ইরানের সংবাদমাধ্যমগুলোতে ওই ঘটনাকে ‘নিষিদ্ধ’, ‘অশোভনীয়’ ও ‘অমার্জিত’ আচরণ বলে উল্লেখ করা হয়।
এ ছাড়া চাভেজের মৃত্যুতে আহমাদিনেজাদের পাঠানো শোকবার্তায় তাঁকে ‘শহীদ’ হিসেবে উল্লেখ করারও সমালোচনা করেন ধর্মীয় নেতারা।
ধর্মীয়নেতা আয়াতুল্লা মো. ইয়াজদি বলেন, ‘চাভেজের মাকে আহমাদিনেজাদের আলিঙ্গন প্রমাণকরল, তিনি দেশের এবং তাঁর অবস্থানের মর্যাদা রক্ষায় ব্যর্থ হয়েছেন।
ইরানের ভাইস প্রেসিডেন্ট মো. রেজা মিরতাজেদিনি কারাকাস সফরের সময় আহমাদিনেজাদের সঙ্গে ছিলেন। প্রেসিডেন্ট যখন এলেনা ফ্রিয়াসকে আলিঙ্গন করছিলেন, তখন তিনি পাশেদাঁড়ানো ছিলেন। ছবি প্রকাশের পর রেজা এটিকে ভুয়া বলে দাবি করেছিলেন।
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:০৬
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:০৬
ফারহানা শারমিন বলেছেন: ঠিক বলেছেন।
২|  ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২২
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২২
ক্যাপ্টেন ম্যাকক্লাস্কি বলেছেন: মার বয়সী একজনকে নিয়ে .... কি জঘন্যতম মোল্লাতন্ত্র!!
৩|  ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২৩
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২৩
এক্সপেরিয়া বলেছেন: যে যাই বলুক , চাভেজ সমাজের অবহেলিতদের নিয়ে ভাবতেন ।
  ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:০৭
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:০৭
ফারহানা শারমিন বলেছেন: চাবেজ কে সমালোচনা করা কঠিন। দরিদ্র বিমুচনে তার অবদান ঈর্ষার দাবি রাখে।
৪|  ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২৪
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২৪
সাদা মনের মানুষ বলেছেন: সংবাদিকা বলেছেন: সৌজন্যতার খাতিরে আরবে-পারস্য পুরুষে-পুরুষে পরস্পরের চিবুকে কিংবা হাতে যে চুম্মা দেয় ঐটা আমাদের দেশের সংস্কৃতিতে খুবই বাজে একটা জিনিস - সো ইরানের মোল্লাদের বোঝা উচিত এখানে সমালোচনার কিছুই নাই!! এটা কালচারাল গ্যাপ!!
  ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:০৮
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৯:০৮
ফারহানা শারমিন বলেছেন: যথাস্তু
৫|  ১৩ ই মার্চ, ২০১৩  রাত ১০:৫৯
১৩ ই মার্চ, ২০১৩  রাত ১০:৫৯
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: গ্যাপ তো দেখা যায় আমরা ভালই বুঝি। তো এটা বললে কেমন হয় যে, আমরা ইসলামি রীতিনীতি বুঝি না, এটা আমাদের জ্ঞানের ভাণ্ডারের গ্যাপ এর জন্যই।
৬|  ১৩ ই মার্চ, ২০১৩  রাত ১০:৫৯
১৩ ই মার্চ, ২০১৩  রাত ১০:৫৯
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: গ্যাপ তো দেখা যায় আমরা ভালই বুঝি। তো এটা বললে কেমন হয় যে, আমরা ইসলামি রীতিনীতি বুঝি না, এটা আমাদের জ্ঞানের ভাণ্ডারের গ্যাপ এর জন্যই।
৭|  ১৩ ই মার্চ, ২০১৩  রাত ১১:০৫
১৩ ই মার্চ, ২০১৩  রাত ১১:০৫
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ওহ ! আরেকটা কথা, যে কোন ক্ষেত্রে উন্নতি বলতে ঐ পন্থাই বাছাই করা হয় যা ইসলাম বিরোধী। যেমন, নারীদের পর্দা মানবতা বিরোধী কারন তা ইসলামে আছে, কুরবানি মানবতা বিরোধি কারন তা ইসলামে আছে , ১৪ শ্রেণীর মহিলা ছাড়া অন্যদের থেকে দূরে থাকতে হবে, এইটাও আজ মোল্লাতন্ত্র হল, কারন তা ইসলামে আছে। আর কিছু বোঝার বাকি আছে ????
৮|  ১৩ ই মার্চ, ২০১৩  রাত ১১:০৫
১৩ ই মার্চ, ২০১৩  রাত ১১:০৫
সৌর কলঙ্কে পর্যবসিত বলেছেন: ওহ ! আরেকটা কথা, যে কোন ক্ষেত্রে উন্নতি বলতে ঐ পন্থাই বাছাই করা হয় যা ইসলাম বিরোধী। যেমন, নারীদের পর্দা মানবতা বিরোধী কারন তা ইসলামে আছে, কুরবানি মানবতা বিরোধি কারন তা ইসলামে আছে , ১৪ শ্রেণীর মহিলা ছাড়া অন্যদের থেকে দূরে থাকতে হবে, এইটাও আজ মোল্লাতন্ত্র হল, কারন তা ইসলামে আছে। আর কিছু বোঝার বাকি আছে ????
৯|  ১৮ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:২৪
১৮ ই মার্চ, ২০১৩  বিকাল ৫:২৪
ওবায়দুল হক মাহমুদ বলেছেন: এদের কারনেই মানুষ বলার সাহস পায় "কোন ক্ষেত্রে উন্নতি বলতে ঐ পন্থাই বাছাই করা হয় যা ইসলাম বিরোধী।" এটা ইসলাম এর চোখে পাপ সত্য কিন্তু মানুষের পাপ পূণ্যের বিচারক তো আল্লাহ। মূলত: ইসলাম বোঝা কঠিন কিন্তু মানা সহজ। আর ধম' নি্যে বাড়াবাড়ি করা মানে ধমে'র ক্ষতি করা।
©somewhere in net ltd.
১| ১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২১
১৩ ই মার্চ, ২০১৩  সকাল ৮:২১
সংবাদিকা বলেছেন: সৌজন্যতার খাতিরে আরবে-পারস্য পুরুষে-পুরুষে পরস্পরের চিবুকে কিংবা হাতে যে চুম্মা দেয় ঐটা আমাদের দেশের সংস্কৃতিতে খুবই বাজে একটা জিনিস - সো ইরানের মোল্লাদের বোঝা উচিত এখানে সমালোচনার কিছুই নাই!! এটা কালচারাল গ্যাপ!!