|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ফারহানা শারমিন
ফারহানা শারমিন
	অতি সাধারন পরিবারের সাধারন একটি মেয়ে। জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয় থেকে সরকার ও রাজনীতি বিভাগ এর উপর মাস্টার্স করেছি। একটি এনজিও তে ছোট চাকরী করছি। রিসার্চ এসিস্টেন্ট পদে।
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের সমাবেশ ছিল গতকাল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের পরপরই মঞ্চে বক্তৃতা দিতে দাঁড়ান দলের উপদেষ্টামণ্ডলীর সদস্য, সাবেক রেলমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত। তার নাম ঘোষণার পরপরই মঞ্চের অন্যান্য বক্তার ঠোঁটে হাসির রেখা ফুটে ওঠে। জনসমাবেশেও ব্যাপক গুঞ্জন শুরু হয়। একে অপরের দিকে চাওয়া-চাওয়ি শুরু করেন। 
সমাবেশের পশ্চিমদিকে বসা এক কর্মী অন্যদের দৃষ্টি আকর্ষণ করে বলে ওঠেন— ‘এই চোর দাদা বক্তব্য দিচ্ছে রে’। 
তার এ মন্তব্য শেষ হতে না হতেই অপর একজন বলে ওঠেন, ‘আরে না না। তিনি রেলের কালো বিড়াল ধরতে গিয়ে নিজেই বিড়াল হয়ে গেছেন।’ 
তৃতীয় আরেকজন বলে ওঠেন, ‘দাদা ডিজিটাল যুগের এনালগ চোর। তা না হলে কেউ কি এই আধুনিক যুগেও মধ্যরাতে বস্তায় করে বাসায় টাকা নেয়? আর যাই বলেন ভাই, দাদার জন্য আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে। মহল্লায় আমাদের মুখ দেখাতেই কষ্ট হয়। কিন্তু দাদা কিভাবে যে মুখ দেখান সেটা আমার বুঝে আসছে না। দাদা চুপ থাকলেই ভালো হতো। দাদাকে দিয়ে বক্তব্য দেয়াটাও ঠিক হয়নি। দাদার ইমেজ তো এখন ভালো না। দলের ক্ষতি হয়ে গেলো।'
একটা গল্প শুনাই আপনাদেরকে। 
ছেলে তার বাবাকে জিজ্ঞেস করতেছে, "বাবা! আকাশে বর্ষার সময় গুরু গুর করে শব্দ হয় কেন?"
বাবা বলল, "কেউ যখন মিথ্যা কথা বলে তখন এইরকম শব্দ হয়?"
ঠিক এই সময় আকাশে টানা বিদ্যুৎ চমকাইতে শুরু করল। গুর গুর গুর গুর থামার নাম নেই।
ছেলে বাবাকে বলতেছে, বাবা! এত লম্বা সময় ধরে শব্দ হয় কেন?
বাবা বলল, রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত যখন সংবাদ সন্মেলন করেন তখন এইরকম লম্বা সময় ধরে শব্দ হয়। 
 ২৭ টি
    	২৭ টি    	 +৮/-০
    	+৮/-০  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৪
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৪
ফারহানা শারমিন বলেছেন: যথাযথ
২|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৪
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৪
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: এই দলের সবগুলো মানুষ বেলাহাজ । সরম বরম নাই এদের মধ্যে । এরা চিবিয়ে চিবিয়ে কথা বলে, কথা শুনলে গায়ের লুম দাড়াইয়া যায় ।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৬
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৬
ফারহানা শারমিন বলেছেন: ভাই! আপনি যোগ দিয়ে দিন। মিষ্টিমুখ করে কথা বলে তাদের কে একটু শিক্ষা দিন।
মতিয়া, নাসিম চিবিয়ে চিবিএ কথা বলেন। আপনার মনে হয় এদের সাথে বেক্তিগত শত্রুতা আছে। 
৩|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৬
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৬
রোদের ক্রোধ বলেছেন: দাদা র কি একটু ও লজ্জা নাই , যে নজিরবিহীন ভাবে , কোন কাম না করেও দপ্তর বিহীন থেকে ও মন্ত্রী র সব সুবিধা নিতাসেন । ছি দাদা ছি ।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৭
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৭
ফারহানা শারমিন বলেছেন: লজ্জা হল নারির ভূষণ। দাদা ত আর নারী না।
৪|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৭
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৭
বুড়ো বলেছেন: একজন বুড়ো রাজনীতিবিদকে আর কতো লজ্জা পেতে দেখবো আমরা ?
প্রধানমন্ত্রীর উচিত সুরঞ্জিত সেন গুপ্তের ইমেজ গঠনে কর্মসূচি হাতে নেয়া। একজন প্রবীণ নেতার এ অপমান দিনের পর দিন মেনে নেয়া চেতনাধারীদের জন্য কষ্টকর !
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩৭
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩৭
ফারহানা শারমিন বলেছেন: একটা গল্প শুনাই আপনাকে। 
ছেলে তার বাবাকে জিজ্ঞেস করতেছে, "বাবা! আকাশে বর্ষার সময় গুরু গুর করে শব্দ হয় কেন?"
বাবা বলল, "কেউ যখন মিথ্যা কথা বলে তখন এইরকম শব্দ হয়?"
ঠিক এই সময় আকাশে টানা বিদ্যুৎ চমকাইতে শুরু করল। গুর গুর গুর গুর থামার নাম নেই।
ছেলে বাবাকে বলতেছে, বাবা! এত লম্বা সময় ধরে শব্দ হয় কেন?
বাবা বলল, রেল মন্ত্রী সুরঞ্জিত সেন গুপ্ত যখন সংবাদ সন্মেলন করেন তখন এইরকম লম্বা সময় ধরে শব্দ হয়। 
৫|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩০
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩০
নিমচাঁদ বলেছেন: বাংলাদেশের রাজনীতি করতে হলে শরম , ভরম কে আজিম্পুর গোরস্থানে কবর দিয়ে আসতে হবে । এটা বেসিক নিয়ম আরো অনেক নিয়ম আছে । ভালো গণিত বিদ হতে হবে , কারণ স্বল্প সময়ে আপনাকে অনেক টাকা ইঙ্কাম করতে হবে ।
রাজনীতি প্রফেশনের মজাই মজা ।   
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৪২
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৪২
ফারহানা শারমিন বলেছেন: রাজনিটি এক কঠিন পেশা। শরম ছাড়া ত হতেই হবে। তবে এরা বাই ডিফল্ট চুর। একটা চুটকি শুনুন তাহলে।
সংসদের গেটের সামনে ভাঙাচোরা একটা সাইকেলে তালা মেরে রেখে যাচ্ছিল এক লোক। তা দেখে হুট হাট করে ছুটে আসে সংসদের দারোয়ান। সরকারি কর্মচারী বলে কথা। সেই একটা ভাব নিয়ে ধমকের সুরে লোকটিকে বলল, ‘ওই ব্যাটা, এখানে সাইকেল রাখছিস কী বুঝে? জানিস না, এ পথ দিয়ে মন্ত্রী-মিনিস্টাররা যান??’
লোকটা একগাল হেসে জবাব দিল, ‘কোনো সমস্যা নাই ভাইজান, সাইকেলে তালা মাইরা দিছি।’
৬|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩০
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩০
ছাত্তির ইন্জিনিয়ার বলেছেন: আমার সাথে তাদের কোন যোগাযোগ নাই । আমি আপনার কাছে মাফ ও চাই , দোয়া ও চাই, এদেরর কাছে আমাকে ছেড়ে দিবেন না । তাহলে ওরা আমাকে কামড়ে খাবে ।  ফারহানা শারমিন ।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৪৫
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৪৫
ফারহানা শারমিন বলেছেন: ক্লু পাওয়া গেছে। কোন ভাবেই ছাড়া যাবে না। এট লিস্ট থানা পর্যন্ত ত নিতেই হবে। মুচলেকা বাবদ কিছু টাকা পুলিশ ও পেল আর আমিও একটু ভাগ নিলাম। কি বলেন?
৭|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩৯
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:৩৯
স্পেলবাইন্ডার বলেছেন:   
   
   
 
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:১৬
১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:১৬
ফারহানা শারমিন বলেছেন:  
  
 
৮|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:০৫
১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:০৫
বাংলার হাসান বলেছেন: বুড়ো বলেছেন: প্রধানমন্ত্রীর উচিত সুরঞ্জিত সেন গুপ্তের ইমেজ গঠনে কর্মসূচি হাতে নেয়া।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:১৪
১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:১৪
ফারহানা শারমিন বলেছেন: ঠিক। শেখ হাসিনা চাইলে উনাকে রিহেব সেন্টারে পাঠিয়ে ছয় মাসের জন্য একটা ব্রেইন ট্রিটমেন্ট এর বেবস্থা করতে পারেন।
৯|  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:০৮
১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:০৮
তানজিদ_রূপক বলেছেন: দাদা তো আজকের রাজনিতিবিদ না, উনি হলেন এক হাতে চীনা বিড়ি অন্য হাতে রাসিয়ান ভদকার গ্লাস ধরা আমলের নেতা।উনার নির্বাচনী আসনে গেলে দেখা যাবে উনি কি পরিমান উন্নয়ন!! করেছেন।
  ১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:১৫
১৯ শে মার্চ, ২০১৩  রাত ২:১৫
ফারহানা শারমিন বলেছেন: এক হাতে চীনা বিড়ি অন্য হাতে রাসিয়ান ভদকা!! হাহ হাহ হাহাহহা
১০|  ১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:০১
১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:০১
রোহান খান বলেছেন: হুমমমম
১১|  ১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:০৯
১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:০৯
বিডি আইডল বলেছেন: উনি খাসি আকিকা দিয়ে নাম পরিবর্তন করে এখন চোরন্জিত রেখেছেন, এই নামে না ডাকলে উনি মানহানির মামলা করবেন বলে হুমকি দিয়েছেন
  ১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২১
১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২১
ফারহানা শারমিন বলেছেন:   
 
১২|  ১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:১৬
১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:১৬
প্যাপিলন বলেছেন: 
  ১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২৩
১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২৩
ফারহানা শারমিন বলেছেন: তিনি কবে কোথায় গ্রেনেড হামলার শিকার হলেন বুজলাম না। চোর কাহিকা।
১৩|  ১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২৮
১৯ শে মার্চ, ২০১৩  সকাল ১১:২৮
জাহাজ ব্যাপারী বলেছেন: লজ্জাহীনতার সমার্থক সুরঞ্জিত।
১৪|  ১৯ শে মার্চ, ২০১৩  দুপুর ২:২৭
১৯ শে মার্চ, ২০১৩  দুপুর ২:২৭
২০১৩ বলেছেন: দাদা যে ভাবে কাদা খেয়েছেন তার আর পরিষ্কার হবার চান্স নাই।
১৫|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৪
২০ শে মার্চ, ২০১৩  রাত ১২:৪৪
 আমিনুর রহমান বলেছেন: ব্যফুক মজা পাইলাম   
   
   
 
১৬|  ২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:০৫
২০ শে মার্চ, ২০১৩  রাত ১০:০৫
ওবায়দুল হক মাহমুদ বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৩
১৯ শে মার্চ, ২০১৩  রাত ১:২৩
মাজহারুল হুসাইন বলেছেন:
তৃতীয় আরেকজন বলে ওঠেন, ‘দাদা ডিজিটাল যুগের এনালগ চোর। তা না হলে কেউ কি এই আধুনিক যুগেও মধ্যরাতে বস্তায় করে বাসায় টাকা নেয়? আর যাই বলেন ভাই, দাদার জন্য আমাদের দলের অনেক ক্ষতি হয়েছে। মহল্লায় আমাদের মুখ দেখাতেই কষ্ট হয়। কিন্তু দাদা কিভাবে যে মুখ দেখান সেটা আমার বুঝে আসছে না। দাদা চুপ থাকলেই ভালো হতো। দাদাকে দিয়ে বক্তব্য দেয়াটাও ঠিক হয়নি। দাদার ইমেজ তো এখন ভালো না। দলের ক্ষতি হয়ে গেলো।’