![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সস্তা কত চায়ের দোকান উড়িয়ে ধোঁয়া শহর সোপান এই চোখ খুঁজেছে তোমায় এই চোখ খুঁজেছে তোমায়
আজও একটা স্বপ্ন দেখি-
পলাশীর প্রান্তরে পরাজিত সূর্যের
স্বপ্ন নয়,
কোন বিধ্বস্ত নগরীর শিশুর চোখেরও নয়,
কিংবা নয় কোন দস্যি কিশোরীর বনে-বাদারে ঘুরে বেড়ানোর স্বপ্ন।
স্বপ্নে শুধু তুমি আছো,
যেখানে সহস্রবার একটি হৃদয়
কষ্টে লাল হতে গাঢ় লাল হয়।
২| ২৩ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪০
চন্দ্রাহত বালক বলেছেন:
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৩ রাত ২:৩৩
বটবৃক্ষ~ বলেছেন: স্বপ্নে শুধু তুমি আছো,

যেখানে সহস্রবার একটি হৃদয়
কষ্টে লাল হতে গাঢ় লাল হয়।
এরপর সেই লাল টকটকে আহত হৃদয়খানি আগলে
আমি বসে রই পথের প্রান্তে.....
তুমি আসবে বলে....
আমার চন্দ্রাহত হৃদয়খানি তোমায় দেবো বলে.....
কোন এক মায়াবী চন্দ্রপহরে.....
আপনিতো সুন্দর লিখেন!!
+++++++