নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ফারহান ইসলাম সজীব

মোঃ ফারহান ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

রামপাল বিদ্যুত কেন্দ্র নিয়ে আমাদের কিছু প্রশ্ন

৩১ শে জুলাই, ২০১৬ ভোর ৬:০৪

প্রশ্নঃ এই রামপাল বিদ্যুত কেন্দ্র হলে কার লাভ?
দেশের ক্ষতি, সুন্দর বনের ক্ষতি। বাংলাদেশ ৮৫ ভাগ টাকা দিবে। ঋন দিবে। মালিকানার সময় ভারত ৫০ ভাগ কেন?
কেন লাভের চেয়ে ক্ষতি বেশি নিয়ে করা হচ্ছে? কার লাভ? কারা সুবিধা পাবে?
যারা এসব সিদ্ধান্ত নিচ্ছে এবং এক্সিকিউট করছে এদের চিন্নিত করুন। এরা দেশের শত্রু।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৩৪

রুহুলআমিন চৌধুরি বলেছেন: রামপাল বিদ্যুত কেন্দ্র হলে দেশের লাভ কতো ? কেবল ক্ষতির হিসেব কেন ? যদি লাভের পরিমান ক্ষতির পরিমানের কয়েক শত গুণ বেশি হয় ? - তবে ক্ষতি মেনে নিতে সমস্যা কি ?

২| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ৯:৫৮

নীলাকাশ ২০১৬ বলেছেন: দাদাদের আশীর্বাদ মাথার উপর থাকলে 'স্বাধীনতার পক্ষের শক্তি' কে কেয়ামতের আগে কেউ ক্ষমতা থেকে নামাতে পারবেনা - এটাই কপালপোড়া বাংলাদেশের সবচেয়ে বড় লাভ।

আর সরকার কি করল না করল, তার খবর আপনার রাখার দরকার কি? আপনি দেখবেন কয়টা রাস্তা চার লেইন হল, মাথার উপর কয়টা ফ্লাইওভার ঝুলাইয়া দিল - এইসব।

৩| ৩১ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৫

ভ্রান্ত বিলাস বলেছেন: কিরে ভাই! নিজের প্রশ্ন আমাদের কইয়া চালায়া দিলা নাকি? কি অল্পতেই মাথা গরম হওয়ার রোগ আছে? যদি বয়োস হয় মাথা গরম থাকার তাইলে এইহানেই আমার কমেন্ট শেষ। নিচের প্যারা পরার কোনোই কারন নাই। কারন অল্প বয়সেই যদি মাথা গরমের গুন রপ্ত কইরা ফালাও তাইলে বাকি জীবন পইরা আছে। কেমনে কি করবা!?

প্রশ্নঃ এই রামপাল বিদ্যুত কেন্দ্র হলে কার লাভ?
উত্তর: আমাগো লাভ। আরামে বল্গিং করতে পারবা। লোডশেডিং হইবো না। এহন যদি না করে, যেইহারে জনসংখা বাড়তাছে অদূর ভবিষ্যতে তোমারে একখান সোলার সেল লইয়া বহাইয়া দিতে হইবে আরো বেবাকতের লগে।

প্রশ্নঃ দেশের ক্ষতি কেমনে? কু্য়ার ব্যাং হইয়া দেশের ক্ষতি লইয়া চিন্তা করলে হইবো?! এই পর্যন্ত যেই কয়ডা তাপ বিদ্যুৎ কেন্দ্র হইছে তাতে তোমার কোনো ক্ষতি হইছে?
প্রশ্নঃ সুন্দর বনের ক্ষতিডা তর্কের বিষয়। পড়ালেহা কইরা যা বুঝলাম তা হইলো যেই টেকনোলজি ব্যাবহার করার কথা হইতাছে তা যদি করে তাইলে ক্ষতিডা আমরা ডেইলি বেসিস এ যা করি তার তে বেশি হইবো না। অনেক কম ক্ষতি হওয়ার সম্ভবনাই বেশি।

প্রশ্নঃ বাংলাদেশ ৮৫ ভাগ টাকা দিবে? এই খবর আমার কাছেও নতুন! তা তুমি জানলা কইথেইকা? লিংকু মিনকু দেও। গ্ঙান বাড়াই। যাউগ্গা আপাততো এইডা জানো যে ৭০-৮০% ঋন লইয়া এইটা হইবো। যদি ঋন পাওয়া যায়। আর এই ঋন ভারতের ব্যাংকের দেওয়ার ওপর নির্ভর করে। ত্য় বিদ্যুৎ বেচার টেকা ৫০% মানে ৫০% মালিকানা বাংলাদেশের। গ্রামীন ফোন এর উদাহরন টাও দেখবার পারো। নিজের টাকা নাই দেইখাই আরেক জনের টাকায় করতাছে। এই বিনিয়োগ আর কি। যদি কোনোদিন বি.বি.এ এম.বি.এ পরো তাইলে আরো ভালো বুজবা। আমার টাকা হইলে আমিও লাভের লাইগাই দিতাম। বাংকে টাকা রাইখা সুদ খাওয়ার মতো। বাংক আমার টাকাই বিনিয়োগ করে। লাভ কইরা আমারে দেয়।

প্রশ্নঃ কেন লাভের চেয়ে ক্ষতি বেশি নিয়ে করা হচ্ছে? কার লাভ? কারা সুবিধা পাবে?

মনেহ্য় উত্তর পাইছো। না পাইলে ফাল দিয়া যে পোস্টাইলা তার পেছনের কারন দেও। দেশের প্রেম যদি আশেপাশের ব্যানার ফেস্টুন দেইখা মনে জাগে তাইলে মনে সমস্যা আছে। সবাই মিছিল করতাছে তাই আমিও করি এরকম হইলে আসলে মাথায় সোলার সেল লইয়া বই্য়া পরাই ভালো।

এহন বুঝার পরও যদি মাথা ঠান্ডা না হয় তাইলে বুজতে হইবো চুলকানির গোড়া আসলে টেকাডা ইন্ডিয়ারতো তাই। আর যদি তাই হ্য় তাইলে ঝান্ডু বাম ছাড়া তোমার তো খবর আছে।

৪| ৩১ শে জুলাই, ২০১৬ দুপুর ১:৪১

মোঃ ফারহান ইসলাম সজীব বলেছেন: রামপাল বিদ্যুৎকেন্দ্রের কারনে সুন্দরবনের পরিবেশগত ক্ষতির হিসেবে নিউজফিড সয়লাব। আমি একটু আর্থিক ক্ষতির হিসেব দিচ্ছি....

রামপাল বিদ্যুৎকেন্দ্রে নির্মানে মোট ব্যয়ের 70% বিদেশী ব্যাংক থেকে ঋন আনা হবে। আনয়নকৃত ঋনের সমস্ত সুদ বহন করবে বাংলাদেশ। বাকি 30% ব্যয়ের 15% বহন করবে বাংলাদেশের রাষ্ট্রায়াত্ত বৈদ্যুতিক প্রতিষ্ঠান পিডিবি
এবং 15% ভারতীয় রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান এনটিপিসি প্রকল্পের লাভ ভাগ হবে ঠিক সমান হারে! 50% বাংলাদেশ, বাকি 50% ভারতীয় এনটিপিসি! প্রকল্প কোন রকম আর্থিক ঝুকির মুখোমুখি হলে সমস্ত ক্ষয়ক্ষতি বহন করবে বাংলাদেশ!! আপনার জন্য একটা ছোট্ট কুইজ, 70% ঋন আমাদের কোনদেশ দিবে??

হিসেবটা খুব সহজ, 85% ব্যয় ও সমস্ত আর্থিক ঝুঁকি
বহন করে বাংলাদেশের লাভের পরিমাণ(যদি
আদৌ হয়) 50%, আর 15% ব্যয় ও কোনরূপ আর্থিক
ঝুঁকির ভাগিদার না হয়েই ভারতীয় এনটিপিসির
লাভের পরিমাণ 50%!!!
সবাই বলুন মারহাবা...

আর হ্যা আপনি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছেন।আমরা পার্শ্ববর্তী বন্ধুদেশ থেকেই ঋন নিচ্ছি

হিসেব এখনো শেষ হয়নি। বাংলাদেশী প্রতিষ্ঠান ওরিয়ন গ্রুপ দেশে তিনটি পাওয়ার প্ল্যান্ট স্থাপন করছে। তার মধ্যে মুন্সিগঞ্জের মাওয়া পাওয়ার প্ল্যান্ট থেকে সরকার বিদ্যুৎ কিনবে 4 টাকা প্রতি ইউনিট ও খুলনার লবনচড়া এবং চট্টগ্রামের আনোয়ারা প্ল্যান্ট থেকে 3.80 টাকা দরে প্রতি ইউনিট বিদ্যুৎ কেনা হবে।অথচ রামপাল থেকে একই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমরা কিনবো 8.85 টাকা দরে!!!! দ্বিগুনেরও মাত্র বেশী কিছু টাকা।
আবারো বলুন মারহাবা...

মেরা দোস্ত, পিকচার আবি ভি বাকি হ্যায়! রামপালে প্রয়োজনীয় সমস্ত কয়লা আমদানী করা হবে বন্ধুদেশ থেকে। টেনশন নিবেন না, চুক্তিও কমপ্লিট। টন প্রতি দাম পড়বে মাত্র 145 ডলার! প্রতিদিন লাগবে মাত্র 13000+ টন কয়লা। বিশ্ববাজারে কয়লার টনপ্রতি দামটা জানতে
চান?? কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ 50- 80 ডলারের
কাছাকাছি।
এবং আবারো বলুন মারহাবা...

বিশেষজ্ঞদের মতে প্রতিদিন বিদ্যুৎকেন্দ্রটি যদি 20 ঘন্টা করে 30 বছর চালু থাকে এবং ইউনিট প্রতি 4.85 টাকা আর্থিক ক্ষতি ধরা হয় কেবল তাহলেই অঙ্কটা দাড়াবে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা!!! পরিবেশগত ও অন্যান্য দীর্ঘমেয়াদী ক্ষতির কথা বাদই দিলাম। এরপরেও আপনি রামপাল প্রকল্পের পক্ষে নাকি বিপক্ষে থাকবেন এটা কেবল আপনারই ইচ্ছে।

৫| ০১ লা আগস্ট, ২০১৬ ভোর ৬:৪৬

ভ্রান্ত বিলাস বলেছেন: কমেন্ট তো করলা। নিজে লেখছো না কারো ডা শেয়ার করছো। কইলা নাজে।

এইখানে সেইখানে "মেরা দোস্ত, পিকচার আবি ভি বাকি হ্যায়!, আবারো বলুন মারহাবা, হ্যা আপনি কুইজের সঠিক উত্তর দিতে পেরেছেন।, ঋন আমাদের কোনদেশ দিবে??" কইয়া প্রমান দিলা যে বয়সটা আসলেই কম সেইসাথে পাল্লা দিয়া মাথা গরম। তয় এই কয়ডা লাইন তোমার লেখা। পুরাটাই মারা না। এই তাইলে তোমার নিউজফিড। না: ভালো!

তোমার চুলকানি কি টেকাডা ভারতীয়, এর লাইগা? টেকাডা কি আরব দেশ তে আইলে ভালো লাগতো, নাকি ইউরোপ, আমেরিকা, রাশিয়া থেইকা আসলে তোমার আরাম লাগতো। নিজের চুলকানি নিজের, মনে রাইখো। আবারো কই আমাগো নাই দেইখাই বাইরের তে আনা লাগে টাকা। যদি কোনোদিন ব্যাবসা করো তাইলে বুঝবা, আর আগে বুঝতে চাইলে ৮০% ঋনের বোঝা লইয়া যে ব্যাবসা করে তার লগে কথা কইতে পারো। বাংক লোন লইয়া বাড়ি কইরা ব্যাংকের অনুমতি ছাড়া যে চাইলে বাড়ির একটা ফ্লোর বেচতে পারবা না জানো?
ধরো বাড়িও কমপ্লিট করতে পারলা না কারন লোনের টাকা ওন্নো কাজে খরচ কইরা ফালাইছো! তখন দেইখো তো ব্যাংকের ঝুকি ব্যাবস্থাপনা তোমারে কি কয়?

"অথচ রামপাল থেকে একই কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র থেকে আমরা কিনবো 8.85 টাকা দরে!!!! দ্বিগুনেরও মাত্র বেশী কিছু টাকা।
আবারো বলুন মারহাবা...

মেরা দোস্ত, পিকচার আবি ভি বাকি হ্যায়! রামপালে প্রয়োজনীয় সমস্ত কয়লা আমদানী করা হবে বন্ধুদেশ থেকে। টেনশন নিবেন না, চুক্তিও কমপ্লিট। টন প্রতি দাম পড়বে মাত্র 145 ডলার! প্রতিদিন লাগবে মাত্র 13000+ টন কয়লা। বিশ্ববাজারে কয়লার টনপ্রতি দামটা জানতে
চান?? কোয়ালিটি অনুযায়ী সর্বোচ্চ 50- 80 ডলারের
কাছাকাছি।
এবং আবারো বলুন মারহাবা...

বিশেষজ্ঞদের মতে প্রতিদিন বিদ্যুৎকেন্দ্রটি যদি 20 ঘন্টা করে 30 বছর চালু থাকে এবং ইউনিট প্রতি 4.85 টাকা আর্থিক ক্ষতি ধরা হয় কেবল তাহলেই অঙ্কটা দাড়াবে এক লাখ চল্লিশ হাজার কোটি টাকা!!! "
এইসব মাথা গরমকরা খবর কই পাও কও তো আমিও করি। ভিত্তি কি? সরকার এমন কিছু কইছে? কোথায় কইলো?? লিংকু দিও প্লিজ।

তয় বিদ্যুৎ না থাকলে যে ব্লগিং না কইরা রাস্তায় নামবা সরকার নামানোর লাইগা এইডা বুঝতে সমস্যা হ্য় না। সরকার এইডা বুঝে। সুন্দরবনের কোনো ক্ষতি হইবো না। সুন্দরবন আমাগো বাংলাদেশের প্রতিনিধিত্ব করে। আমাগো সরকার রামপাল বিদ্যুৎ কেন্দ্র থেইকা এইডা আরো ভালো বুঝে। তুমিও বুঝলে ভালো।

৬| ০১ লা আগস্ট, ২০১৬ রাত ১০:৫৯

মোঃ ফারহান ইসলাম সজীব বলেছেন: আমি জানি না আপনি কে .....?
সবশেষ আমার কথা হলো সুন্দরবন ধংস করলে কী আমরা আর একটা সুন্দরবন ৈতরি করতে পারবো।

৭| ০২ রা আগস্ট, ২০১৬ ভোর ৪:১৭

ভ্রান্ত বিলাস বলেছেন: সুন্দরবন ধ্বংস হইলে হইবো পাকৃতিক দূ্র্যোগ আর না হইলে জনসংখা বোষ্ফোরনের জন্যে। আর দোষ দিবা বাইরে শক্তির। যদি ৭০/৮০ বৎসর বাঁচো, তাইলে অনেক সুন্দর প্রাকৃতিক এলাকা দেখবা মানুষই ন্যাড়া কইরা ফালাইছে। আগে গ্রামে গেলে গুইসাপ, ফিন্ঙে, দোয়েল, নানা জাতের সাপ দেখতাম। এহন আর দেহি না। এমন ঘন জঙ্গল আছিলো দিনের বেলা মানুষ যাইতো না, জ্বীনে ভূতে ধরব কইয়া। আর এহন ঐসব জায়গায় জঙ্গলতো দুরের কথা, ঝোপও নাই। পারলে জনসংখা বোষ্ফোরন লইয়া অান্দোলন করো। তোমার কামে দিবো আর তোমার পোলাপাইনেরও।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.