নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ফারহান ইসলাম সজীব

মোঃ ফারহান ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

পজিটিভ ভাবে ভাবতে শেখো

০৬ ই আগস্ট, ২০১৬ রাত ২:০৯

এক অন্ধ বালক একটি বড় ব্যাংকের
সামনে বসে ছিলো।তার সামনে
ছিলো একটি থালা আর হাতে
ছিলো একটি কাগজ,যাতে লেখাঃ
‘আমি অন্ধ,অনুগ্রহ করে সাহায্য করুন’।
সারাটা সকাল তার থালায় মাত্র
কয়েকটি পয়সাই জমেছিলো।
ব্যাংকের এক চাকুরিজীবী ব্যাংকে
ঢোকার সময় অন্ধটিকে দেখলো। সে
তার মানিব্যাগ বের করে তাকে কিছু
পয়সা দিলো, তার হাতের কাগজটি
নিল এবং এর পেছনে কিছু লিখলো।
এরপর ছেলেটির হাতে তা ধরিয়ে
দিল যাতে সবাই নতুন লেখাটি
দেখতে পায়।
এরপর আশ্চর্যজনক ভাবে সবার
সাহায্যের পরিমান বেড়ে গেল।
অনেক বেশি লোক ছেলেটিকে
সাহায্য করতে থাকলো,তার থালাও
ভরে উঠলো।বিকেলে সেই ব্যাংকার
তার অফিস থেকে বেড়িয়ে
ছেলেটিকে দেখতে এলো। তার গলা
চিনতে পেরে ছেলেটি তাকে
জিজ্ঞেস করলো,‘তুমিই কি সেই লোক
যে আমার কাগজের লেখাটি বদলে
দিয়েছিলে? কি লিখেছিলে তুমি?’
লোকটি বললো,‘আমিও সত্যটাই
লিখেছিলাম তবে একটি ভিন্ন
ভাবে।লিখেছিলাম,‘‘আজ খুব সুন্দর
একটি দিন কিন্তু আমার দুর্ভাগ্য আমি
দেখতে পাই না।’’
দুটো লেখাই মানুষকে বলে যে
ছেলেটি অন্ধ।কিন্তু প্রথমটি শুধু বলে
যে সে অন্ধ।কিন্তু দ্বিতীয় লেখাটি
মানুষকে বলে তারা অনেক ভাগ্যবান
যে তারা অন্ধ নয়।
তোমার যা আছে তারজন্য আল্লাহর
কাছে কৃতজ্ঞ থাকো। নতুন ভাবে
চিন্তা করতে শিখো, সবার চেয়ে একটু
ভিন্নভাবে কিন্তু পজিটিভ ভাবে
ভাবতে শেখো। জীবন যখন তোমাকে
কষ্ট পাওয়ার একশটা কারন
দেয়,জীবনকে দেখিয়ে দাও যে
তোমারও সুখী হওয়ার হাজারটা কারন
আছে।

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.