| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আইনস্টাইন যিনি এত সুন্দর
ব্যাখ্যা দিতে পারেন, তিনি কিন্তু অনেক সময়
জীবনের সহজ ব্যাপারগুলো বুঝতে পারতেন না।
একবার তিনি বাড়ি বানালেন। আইনস্টাইন
একদিন বাড়িটা কেমন হল তা দেখতে গেলেন।
ঘুরে ঘুরে সব দেখে তিনি জানতে চাইলেন, তাঁর
ছোট্ট বিড়ালছানাটি ঘরে ঢুকবে কি করে?
তার জন্য তো কোন আলাদা ছোট
দরজা বানানো হয় নি।
আসলে যাঁরা অনেক বড় মানুষ, তাঁরা সব সময় বড়
বড় চিন্তায় মগ্ন থাকেন তো, তাই ছোট ছোট
ব্যাপারগুলো তাঁরা অনেক সময় বুঝতে পারেন
না।
বিজ্ঞানী আইনস্টাইনও এই ছোট্ট
ব্যাপারটা কিছুতেই বুঝতে পারলেন না।
অবশেষে তাঁকে খুশি করার জন্য বড় দরজার
পাশে আরেকটি ছোট
দরজা তৈরি করে দেওয়া হল, যেন তাঁর আদরের
বেড়ালছানাটি নির্বিঘ্নে যাতায়াত
করতে পারে।
অবশ্য শেষ পর্যন্ত বেড়ালছানাটি কোন
দরজা ব্যবহার করত তা আইনস্টাইনই ভাল
বলতে পারবেন।
২|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:২৭
মোঃ ফারহান ইসলাম সজীব বলেছেন: হ্যা ভাই ।
৩|
২১ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩১
শেয়াল বলেছেন: সুন্দর ঘটনা অসুন্দর বর্ণনা ।
৪|
২২ শে আগস্ট, ২০১৬ রাত ১২:৩৪
মোঃ ফারহান ইসলাম সজীব বলেছেন: অসুন্দর বর্ণনা কি ভাবে হলো ভাই । ![]()
©somewhere in net ltd.
১|
২০ শে আগস্ট, ২০১৬ রাত ১:৫৪
মহা সমন্বয় বলেছেন: আসলে যাঁরা অনেক বড় মানুষ, তাঁরা সব সময় বড়
বড় চিন্তায় মগ্ন থাকেন তো, তাই ছোট ছোট
ব্যাপারগুলো তাঁরা অনেক সময় বুঝতে পারেন
না।