নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মোঃ ফারহান ইসলাম সজীব

মোঃ ফারহান ইসলাম সজীব › বিস্তারিত পোস্টঃ

হায়রে মানবতা ....আপনারা ও কিছু বলেন ...।

১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:১৪

জনাবা শেখ হাসিনা, মুসলিম বিশ্বের একজন মুসলিম নেত্রী হিসেবে রোহিঙ্গা মুসলিমদের উপর গনহত্যা চালানোর অপরাধে বার্মার দুতাবাসকে ডেকে সাবধান করে দিন, সীমান্ত খুলে দিন ।

৫ লক্ষ অবৈধ ভারতীয়দের অত্যাচার সহ্য করতে পারি, প্রায় ৩ লক্ষ বৌদ্ধদের সহ্য করতে পারি কিন্তু মাত্র ২ থেকে আড়াই লক্ষ মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের জায়গা দিতে পারছিনা !

জনাবা শেখ হাসিনা, আপনি নিজেকে গণতন্ত্রের মানসকন্যা ভাবেন, একজন মুসলিম নেত্রী ভাবেন , মধ্যরাতে উঠে তাহাজ্জুদ আদায় করেন , মাঝে মাঝে ওমরাহ পালন করেন, দেশ বিদেশে গিয়ে নিজেকে মুসলিম নেত্রী দাবী করেন অথচ আজ বার্মার এই সামান্য সংখ্যক মুসলমানদের পাশে দাড়াতে পারছেন না !!

ভারত থেকে বন্যায় ভেসে আসা সেই হাতির প্রতি আপনার আবেগ ভালোবাসা ও মায়া দেখে যে কোন মানুষেরই ঈর্ষা হবে। পশুর প্রতি প্রেমের এক রোল মডেল হয়ে রইলেন আপনি । একটি হাতিকে বাঁচানোর জন্যে আপনি কতো কিই না করলেন অথচ মানবের জন্যে আপনার ভালোবাসা একদমেই শুন্যের কোটায় ।

পাকিস্তানের কোন কর্মকর্তা বাংলাদেশের ব্যাপারে নাক গলালে তাদের দুতাবাসের কর্মকর্তাকে ডেকে জবাব দীহি করতে বলেন অথচ লক্ষ লক্ষ মুসলমানের উপর নির্যাতন করা বার্মার দুতাবাসকে জবাবদিহির জন্যে ডাকতে পারছেন না !!

জনাবা শেখ হাসিনা, একবার ভাবুন স্বাধীনতার যুদ্ধে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আপনার দলের নেতা কর্মীরা ও হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে ভারত যদি সীমান্ত খুলে দিয়ে আশ্রয় না দিত তবে সেদিন আপনার দলের নেতা কর্মীদের কি অবস্থা হতো ? অন্তত সেই কথা চিন্তা করে আজ বার্মার মুসলমানদের জন্যে বাংলাদেশ ও বার্মার সীমান্ত খুলে দিন । সবাই তো আর সীমান্ত দিয়ে এ দেশে আসতে পারবেনা , তবে যারা পারে অন্তত তাদের জীবন তো রক্ষা হয় ।

১৬ কোটি মানুষ আজ রোহিঙ্গা মুসলিমদের পাশে দাড়াতে চায়, ১৬ কোটি মানুষের মাঝে ২ থেকে আড়াই লক্ষ রোহিঙ্গা মুসলিম খুব বেশী কিছুনা , দয়া করে এদের গ্রহন করুন । একজন মুসলিম হিসেবে মুসলমানদের পাশে দাঁড়ান । একজন মানুষ হিসেবে মানবতার সেবায় এগিয়ে আসুন ।

জনাবা শেখ হাসিনা, দয়া করে বার্মার সাথে বাংলাদেশের সীমান্ত খুলে দিন , এতে করে হাজার হাজার মুসলমান তাদের জীবনটা রক্ষা করতে পারবে । বিশ্বাস করুন জীবনে যা পাপ করেছেন আল্লাহ হয়তো এই ভালো কাজটির জন্যে আপনাকে ক্ষমা করে দিতে পারেন ।

আমরা যদি প্রায় দুই কোটি নন মুসলিমকে জায়গা দিতে পারি এই মুসলিম দেশে তবে আমরা ২ থেকে আড়াই লক্ষ রোহিঙ্গা মুসলিমদেরকেও জায়গা দিতে পারব আমাদের এই দেশে । প্লিজ দয়া করে সীমান্ত খুলে দিন, এদেরকে বাঁচতে দিন ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে নভেম্বর, ২০১৬ রাত ১:৩০

ভ্রমরের ডানা বলেছেন:

আপনার বাসায় দুচার জনের খানাপিনা যাবতীয় কিছুর ব্যবস্থা করে রাষ্ট্রের নিকট আবেদন করুন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.