![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।
যে পদ্য লেখে, তার হাত ধোরো না -
হয় শেকল হয়ে যাবে,
নয় তো তোমার আঙুল গলে
জলের মতন বেরিয়ে যাবে।
যে পদ্য লেখে, তার চোখ ছুঁয়ো না -
হয় ঝলসে আলোয় যাবে,
নয় তো দুচোখ অন্ধকারের
কয়েদখানায় আটকে দেবে।
যে পদ্য লেখে - সে খামখেয়ালী,
হয় আপন করে পাবে,
নয় তো তোমায় ছোঁবেও না সে,
একলা করে পালিয়ে যাবে।
যে পদ্য লেখে, তার সঙ্গ ছাড়ো -
হয় মুগ্ধ বিবশ হবে,
পরের ক্ষণেই টলবে মুখোশ
মায়ার নগর গুঁড়িয়ে যাবে।
উৎসর্গঃ সুহৃদ ব্লগার এবং বন্ধু মায়াবতী নীলকন্ঠি (মীম নিপুণ)
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১
টেস্টিং সল্ট বলেছেন:
২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩
টেস্টিং সল্ট বলেছেন:
৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩২
সেজুতি_শিপু বলেছেন: ...যে পদ্য লেখে, তার হাত ধোরো না -
.....সত্যি কথাই বলেছেন ....
....লিখেছেনও..চমৎকার ।
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১২
কান্ডারি অথর্ব বলেছেন:
+++++
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪
টেস্টিং সল্ট বলেছেন:
৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০
স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯
স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++++
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০
টেস্টিং সল্ট বলেছেন:
৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০
হাসান মাহবুব বলেছেন: চমৎকার!
৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ হামা ভাই।
৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৩
নাজিম-উদ-দৌলা বলেছেন: নিপুণরে উৎসর্গ করলি!!! আমি বাদ গেলাম কেন?
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
টেস্টিং সল্ট বলেছেন: এটা ফেসবুকেই ওকে উৎসর্গ করেছিলাম। তোর জন্য আরো দারুন কিছু অপেক্ষা করছে
৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৪
মাক্স বলেছেন: ভালো লাগলো!
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯
টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ
১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৪
সপ্নাতুর আহসান বলেছেন: ফেবুতে পড়েছিলাম, আগে। ভাল লেগেছিল।
০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৬
টেস্টিং সল্ট বলেছেন: আপনি ফলোয়ার জানতাম না। লজ্জা পেলাম :#> :#>
©somewhere in net ltd.
১|
৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৪
কালোপরী বলেছেন: +++++++