নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লু'জ ব্লগ

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো

টেস্টিং সল্ট

এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।

টেস্টিং সল্ট › বিস্তারিত পোস্টঃ

নীল পদ্য সাতঃ যে পদ্য লেখে, তার হাত ধোরো না

৩০ শে জুন, ২০১৩ রাত ৩:৪৮





যে পদ্য লেখে, তার হাত ধোরো না -

হয় শেকল হয়ে যাবে,

নয় তো তোমার আঙুল গলে

জলের মতন বেরিয়ে যাবে।



যে পদ্য লেখে, তার চোখ ছুঁয়ো না -

হয় ঝলসে আলোয় যাবে,

নয় তো দুচোখ অন্ধকারের

কয়েদখানায় আটকে দেবে।



যে পদ্য লেখে - সে খামখেয়ালী,

হয় আপন করে পাবে,

নয় তো তোমায় ছোঁবেও না সে,

একলা করে পালিয়ে যাবে।



যে পদ্য লেখে, তার সঙ্গ ছাড়ো -

হয় মুগ্ধ বিবশ হবে,

পরের ক্ষণেই টলবে মুখোশ

মায়ার নগর গুঁড়িয়ে যাবে।









উৎসর্গঃ সুহৃদ ব্লগার এবং বন্ধু মায়াবতী নীলকন্ঠি (মীম নিপুণ)

মন্তব্য ২০ টি রেটিং +৬/-০

মন্তব্য (২০) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ সকাল ৮:৪৪

কালোপরী বলেছেন: +++++++

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১১

টেস্টিং সল্ট বলেছেন: :-B

২| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১০:৩৯

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩

টেস্টিং সল্ট বলেছেন: :)

৩| ৩০ শে জুন, ২০১৩ সকাল ১১:৩২

সেজুতি_শিপু বলেছেন: ...যে পদ্য লেখে, তার হাত ধোরো না -
.....সত্যি কথাই বলেছেন ....
....লিখেছেনও..চমৎকার ।

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৩

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ

৪| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ১:১২

কান্ডারি অথর্ব বলেছেন:

+++++

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৪

টেস্টিং সল্ট বলেছেন: :-B

৫| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩০

স্বপ্নবাজ অভি বলেছেন: দুর্দান্ত !

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:১৯

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ

৬| ৩০ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৯

স্নিগ্ধ শোভন বলেছেন: ++++++++

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৩:২০

টেস্টিং সল্ট বলেছেন: :#) :#)

৭| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০০

হাসান মাহবুব বলেছেন: চমৎকার!

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৫

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ হামা ভাই। B-))

৮| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৩

নাজিম-উদ-দৌলা বলেছেন: নিপুণরে উৎসর্গ করলি!!! আমি বাদ গেলাম কেন? :((

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

টেস্টিং সল্ট বলেছেন: এটা ফেসবুকেই ওকে উৎসর্গ করেছিলাম। তোর জন্য আরো দারুন কিছু অপেক্ষা করছে :)

৯| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:২৪

মাক্স বলেছেন: ভালো লাগলো!

৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৯

টেস্টিং সল্ট বলেছেন: ধন্যবাদ

১০| ০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৪

সপ্নাতুর আহসান বলেছেন: ফেবুতে পড়েছিলাম, আগে। ভাল লেগেছিল।

০২ রা জুলাই, ২০১৩ রাত ১২:০৬

টেস্টিং সল্ট বলেছেন: আপনি ফলোয়ার জানতাম না। লজ্জা পেলাম :#> :#>

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.