নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ব্লু'জ ব্লগ

আমি নীল, আমি কালো, আমি মন্দ হয়েও ভালো

টেস্টিং সল্ট

এতো ঠুনকো খোলস তুমি পড়েছো পাগল, এতো পলকা দেয়ালে তুমি ঘিরেছো নিজেকে, চাইলেই সেই দেয়াল ভেঙে দেয় কোন আদুরে নরোম হাত।

টেস্টিং সল্ট › বিস্তারিত পোস্টঃ

নীল পদ্য পনেরোঃ বিরহ

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ১:২৮







পাতের মাখা ভাতটুকু খেয়ে উঠে

রোজ রাতে

চপ্পলে পা গলিয়ে আমি

গলির মুখে জ্বলতে থাকা

মলিন হলুদ বাতিটার সাথে নিজের দুরত্ব ঘোচাই।



ধার ক্ষয়ে যাওয়া ধাতব কয়েন

বাড়িয়ে দিয়ে

কিনে নিই একটা মুখবন্ধ খিলি পান।



ল্যাম্প পোস্টে পিঠ ঠেকিয়ে

পানের আনকোড়া আঁচল খুলে

সুগন্ধী মসলা আর রূপালী তবক

মোড়ানো আছে কিনা

পরখ করতে গিয়ে দেখি -



আঙুলে চুন হয়ে

তোমার বিরহ লেগে আছে ।

মন্তব্য ৬ টি রেটিং +৪/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

স্বপ্নবাজ অভি বলেছেন: বাহ বেশ লাগলো পড়তে !

১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯

টেস্টিং সল্ট বলেছেন: পান খাইতে মন চায় ।

২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:০১

এরিস বলেছেন: সুগন্ধী মসলা আর রূপালী তবক
মোড়ানো আছে কিনা
পরখ করতে গিয়ে দেখি -

আঙুলে চুন হয়ে
তোমার বিরহ লেগে আছে ।


খুব সুন্দর লিখেছেন তো!! আমার নিজের হাতে গড়া আভিজাত্যেও তোমার বিরহ ভুলাতে পারলো না!!

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

টেস্টিং সল্ট বলেছেন: অ্যারিস আপনি খুব সুন্দর মন্তব্য করেন :)

৩| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৮

নাজিম-উদ-দৌলা বলেছেন: আঙুলে চুন হয়ে
তোমার বিরহ লেগে আছে ।


:/ চুন কেন?

১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৩২

টেস্টিং সল্ট বলেছেন: সেদিন নানুর বাটা থেকে শখ করে পান খেতে গিয়ে এই কবিতা লিখেছি। তাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.