![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানবজাতি সৃষ্টির শুরু থেকেই আসলে ৩ ভাগে বিভক্ত। একদল - ক্যাঙ্গারু ক্যাটাগরি (যারা উৎসুক , আবিস্কার প্রিয়, ওপেন মাইন্ডেড) , ২য় দল কচ্ছপ ক্যাটাগরি ( গতানুগতিক বাধাধরা নিয়মের বাইরে যারা ভাবতে পারে না, একপাক্ষীক চিন্তাধারার অধিকারী, গোড়ামীপূর্ণ ) আর ৩য় দল হল - নিরামীষ ক্যাটাগরি (সব পক্ষেই আছে আবার কোন পক্ষেই নাই, যেকোন ক্যাটাগরির সাথেই মানায়ে নিতে পারে)
সৃষ্টির শুরু থেকেই যদি দেখি ইসলামিক দৃষ্টিতে নবী রাসুলদের আগমণ, আল্লাহর অস্ত্বিত্ব নিয়ে একপক্ষ পক্ষে ছিল, একপক্ষ বিরোধীতা করেছিল। খ্রিষ্ট ধর্মেও তাই। হিন্দু ধর্মেও তাই। যেকোন আবিস্কারের দিকে দেখলে দেখা যায় যে প্রতিটা আবিস্কারের বিপক্ষেই কিছু মানুষের শক্ত অবস্থান ছিল, আমার কেন জানি মনে হয় যেদিন মানুষ প্রথম আগুণ আবিস্কার করল সেদিন ও একপক্ষ নিশ্চয় এর বিপক্ষে কথা বলেছিল।
ঠিক তেমনি ভাবে আমাদের সমাজ চলে আসছে। প্রতিটা ক্ষেত্রে লক্ষ্য করলেই দেখবেন, রাজনীতি টু ধর্ম, লাইফস্টাইল সব ক্ষেত্রেই দুই পক্ষের ই অবস্থান প্রকট। দুই পক্ষই একে অন্যের মতবাদ অস্বীকার করে নিজের টা চাপিয়ে দিতে চায়।
আপনি যতই চেষ্টা করুন না কেন, ওড়না না পরলে একটা মেয়ে খারাপ না বা ধর্ষণের জন্য মেয়ের পোষাক দায়ী নয় এই ধারণা গুলা এই কচ্ছপ ক্যাটাগরির মানুষের মাথায় ঢোকাতে পারবেন না । কারণ তারা এই কচ্ছপ ক্যাটাগরির জিন বহন করে আসছে।
আপনি যতই চেষ্টা করুন, যতই বড় বড় পোস্ট দিন সমাজ বদলানোর, দিন শেষে আপনার ফিলটারড মেসেজ চেক করলেই কিছু কচ্ছপ ক্যাটাগরির মানুষ আপনি পাবেন ।
সমাজ কে আসলে আপনার মত করে বদলানো কখনো স্বম্ভব না, সমাজ নিজেই এই বদল হতে দেবে না । একশ মানুষের মধ্যে ৯৮ জন আপনার পক্ষে হলেও বাকি ২ জন ঠিক ই উলটা পথে চলবে। এটাই সমাজের নিয়ম। এভাবেই শুরু থেকে চলে এসেছে।
তাই যখন কেউ বলে- সমাজ বদলে দেব, খুব হাসি পায় শুনে।
ঈশ্বর নিজেই আসলে মানুষের মাঝেই হিরোপক্ষ আর ভিলেনপক্ষ ক্রিয়েট করে রেখেছেন মানুষের মধ্যে আর এক পক্ষ হল সাইড একটর। সেখানে এই বিরাট রঙ্গমঞ্চে নিজ জায়গায় থেকে অভিনয় করে যাওয়া ছাড়া আমাদের আসলে আর কোন কাজ নেই।
দিন শেষে, নিজ্বস্ব কোন ট্র্যাক না থাকলেও এই নিরামীষ ক্যাটাগরির মানুষগুলাই আসলে মানসিক শান্তিতে থাকে।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৩০
ফারিয়া রিসতা বলেছেন: ধন্যবাদ , লক্ষ্য করি নাই ।
২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:৪৫
নূর-ই-হাফসা বলেছেন: ভালো লাগল কথা গুলো । ভালো বলেছেন
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ৩:০০
ফারিয়া রিসতা বলেছেন: ধন্যবাদ
৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৫:২৭
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: ভাবনাগুলো সুন্দর।
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
ফারিয়া রিসতা বলেছেন: ধন্যবাদ
৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ ভোর ৬:২৮
চাঁদগাজী বলেছেন:
খই ভাজার মতো
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৪
ফারিয়া রিসতা বলেছেন: কিরকম ???
৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৮:১৫
মলাসইলমুইনা বলেছেন: ফারিয়া রিসতা : এটাইতো ডায়ালেক্টিক্যাল ম্যাটেরিয়ালিজম (Dialectical materialism) বা দ্বান্দ্বিক বস্তুবাদ তাই না ? তর্ক বিতর্কের মধ্যে দিয়ে বা আলোচনার মধ্য দিয়ে ঠিক সিদ্ধান্তটা খুঁজে নেওয়া | এই দ্বন্দ্বের থেকেইতো শুদ্ধতা শেখা আমাদের | তবে আপনি যে ঝামেলাগুলোর কথা বলেছেন সেগুলো সবই সত্যি কিন্তু তবুও এভাবেই আমরা শুধু এগিয়ে যেতে পারি | এটা নিয়ে মনে হয় খুব মন খারাপ করার কিছু নেই |
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৭
ফারিয়া রিসতা বলেছেন: ঠিক মন খারাপ না, আসলে বাপার টা ভাবলে কেমন জানি লাগে! অনেকটা এমন যে সবউত্তর জেনেও কখনো পরীক্ষায় ফুলমার্কস পাওয়া হবে না !
৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ৯:৫৭
খায়রুল আহসান বলেছেন: নিরামিষ প্রকৃতির মানুষগুলোর মানসিক শান্তি কি আসলেই শান্তি? অশান্তি থেকেই তাদের মাঝে নিস্পৃহতার জন্ম হতে পারে।
সমাজ বদল না হলে তো সমাজ স্থবির হয়ে যেত। কিন্তু আমরা প্রত্যেকেই তো আমাদের ইহজীবনেই সমাজ বদলের সাক্ষী হয়ে রয়েছি। সমাজ বদলের প্রক্রিয়া নীরবে চলমান।
৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৩১
আহমেদ জী এস বলেছেন: ফারিয়া রিসতা ,
মধ্যরাতে যে তিন কিসিমের মানবসন্তানকে নিয়ে আপনার ভাবনার কথা লিখলেন তা হয়তো তর্কের খাতিরে ঠিক । এই তিন কিসিম এবং হয়তো আরও অনেক কিসিমের মানুষ নিয়েই এক একটা সমাজ গঠিত । কোনও সমাজই পূর্নাঙ্গ নয় । আর পারিবারিক ও সামাজিক অনুঘটকগুলি ব্যক্তিতে ব্যক্তিতে মিল খায়না বলেই সমাজ বদলায় বটে কিন্তু "কাঙ্খিত" সমাজ বদলটা হয়ে ওঠেনা, যেমনটা আপনি বলেছেন ।
তাই সব কিসিমের মানুষই "শান্তি" তে নয় বরং "অশান্তি"টাকে যথাসম্ভব কমিয়ে এনে " সুখে আছে যারা , সুখে থাক তারা..." এমন একটা ভাব নিয়ে থাকতেই পারে !
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২৯
ফারিয়া রিসতা বলেছেন: " সুখে আছে যারা , সুখে থাক তারা..." এমন একটা ভাব নিয়ে থাকতেই পারে !
কথাটা ভালো লাগলো !
৮| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সকাল ১০:৪১
রাজীব নুর বলেছেন: কিছু বুঝলাম না।
৯| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:৪৯
গরল বলেছেন: প্রকৃতিতেও তাই যেমন ধনাত্মক, ঋণাত্মক ও নিউট্রাল, সমাজে ডান, বাম ও মডারেট এবং উত্তম, অধম ও মধ্যম, গতিতে ফরোয়ার্ড, ব্যাকওয়ার্ড ও স্থীর, মাপঝোকে বেশী, কম ও সমান সমান, পৃথিবীতে আকাশ, পাতাল ও ভূমি ইত্যাদি ইত্যাদি। এমনকি মহাশূন্যে নক্ষত্র, আলোক গহব্বর ও গ্রহ-উপগ্রহ।
১০| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৫
ঋতো আহমেদ বলেছেন: সুন্দর পোস্ট। আপনার পড়াশুনার বিষয় কি ছিল? দর্শন?
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৬:১৮
ফারিয়া রিসতা বলেছেন: সংগীত ।
১১| ০৫ ই ডিসেম্বর, ২০১৭ বিকাল ৪:৪২
তামান্না তাবাসসুম বলেছেন: সুন্দর ভাবনা
১২| ১৪ ই ডিসেম্বর, ২০১৭ রাত ১:২০
ইমরান নিলয় বলেছেন: তবু দিনশেষে যারা বদলে দিতে চায় তাদের জন্যই বদল আসে। বাকীরা আঙ্গুল চুষতে চুষতে সেটা দেখে।
©somewhere in net ltd.
১|
০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ২:২৫
সচেতনহ্যাপী বলেছেন: দুবার করে এসেছে!!