নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

তুফান

০১ লা এপ্রিল, ২০২২ রাত ৮:৫৭



অবোধ বালিকা চায় তারায় তারায়
সাজানো আকাশ নীল।মন বুঝে তার
সজ্জন জীবন সঙ্গী। রোমাঞ্চ সঞ্চার
থাকবে জীবন জুড়ে আন্তরিকতায়।
উড়তি যুবক চায় বসন্তের বায়
ফুলের মতন বউ। মায়াবী অপার
সুকন্ঠী চিত্তাকর্ষক গুণের সম্ভার
স্বপ্নীল রহস্যময়ী মানবিকতায়।

খোঁজ করে তারা দুই কোথা আছে সেই
মনের মতন কেউ। যদি পায় মিল
তবে দেখে সে তো আর নিজ মাঝে নেই
ঝলমলে পরিবেশ করে ঝিলমিল।
কখনো তুফান আসে ছিন্ন করে হাত
চার চোখ থেকে ঝরে জলের প্রপাত।

# কবিতা প্রকৃতি: অন্তমিল সনেট
# অন্তমিল: কখখক কখখক ঘঙঘঙচচ

মন্তব্য ১৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:০৬

গেঁয়ো ভূত বলেছেন:

বনের তুফান দূষিত বাতাস উড়িয়ে নিয়ে যায়,
মনের তুফান কিছু দেয়? নাকি শুধুই নিয়ে যায়?

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:১৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: মনের তুফান সম্পর্ক ছিন্ন-ভিন্ন করে।

২| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ৯:৩৮

ইসিয়াক বলেছেন: সকলের চাওয়া কি পুরণ হয়? হয় না।তবে কারও কারও চাওয়া পুরণ হয় তারা ই সৌভাগ্যবান। তবুও তুফান বয় মনের মাঝে ভিন্ন চাওয়ায়।এ রকম ই বয়ে যায় আদি অন্তে।

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:১৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকের জন্য বিষয়টা অনেক কষ্টকর। কবিতাটি বাস্তব ঘটনা নিয়ে লেখা।

৩| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:২৮

সোনাগাজী বলেছেন:



বাংলার মেয়েরা চিরদু:খী; কারণ, বাংলার ছেলেদের ব্যক্তিত্ব কম।

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: ১০০% সঠিক বলেছেন।

৪| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৩৬

রাজীব নুর বলেছেন: সুন্দর লিখেছেন।

০১ লা এপ্রিল, ২০২২ রাত ১০:৪১

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ।

৫| ০১ লা এপ্রিল, ২০২২ রাত ১১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর প্রকাশ। ভালো লাগলো

০২ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:১৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক ধন্যবাদ

৬| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৩৩

গরল বলেছেন: সবকিছু মনের মত হয় না, মানিয়ে নিতে হয়। তবে মানুষের চাওটা আপনার কবিতার মতই।

০২ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:১৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ।

৭| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১:০৩

নূর মোহাম্মদ নূরু বলেছেন:
অনেক ভালো লাগা।

খান সাবকে নিয়া একটা
সনেট হবে নাকি? তিনি
গোসসা করে আছেন।

০২ রা এপ্রিল, ২০২২ ভোর ৬:২২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বলেছেন: তাকে নিয়ে সনেট লিখলে তার বিরোধীরা গোসসা করবে। তার চেয়ে অবোধ লতা, পাতা, খাল বিল নিয়ে লিখি। কবিতা খারাপ হলেও ওরা সে বিষয়ে কিছু বলতে পারবে না।

৮| ০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ১:৩১

রাজীব নুর বলেছেন: রমজান মুবারক।

০২ রা এপ্রিল, ২০২২ দুপুর ২:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: মসকরা করেন নাকি?

৯| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:১৬

জটিল ভাই বলেছেন:
তুলনা বিহীন......

০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.