নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তার মা তাকে বরই তলায় শুইয়ে রাখত। আমি বলতাম, অনুপমা ও নিরুপমা! পাখির রাসার মত দু’টি চোখ তোমার, ঠিক যেন নাটরের বনলতা সেন। তারপর তার মা একদিন আমার মাকে হামলা করে। আমার মা চলে আসেন ঢাকায়। কিছু দিন পর তার মা চলে আসেন নারায়নগঞ্জ। তারপর যখন আমি কামিল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি তখন সে এইচ এস সি পরীক্ষা দিয়ে বাড়ী আসে। তার মায়ের সাথে তার বাবার ছাড়াছাড়ি হওয়ায় তার মা তার সাথে আসেনি। তার সাথে আসে তার বাবা। আমি যে স্থানে বসে পড়তাম সে তার থেকে দু’হাত দুরে চেয়ারে বসে কবুতরের বাসা দেখতো। মা বিষয়টা দেখলেন এবং বললেন, এখানে বসে আর পড়া-লেখা চলবে না। অবস্থান চেঞ্জ করতে হবে। অন্য ঘরের টিউবয়েলের পাশের রুমে পড়ার ঘর বানালাম। সে সেখানে প্রায় আসতে থাকে জগ ভরে পানি নিতে। মা বললেন, এখানেও পড়া চলবে না। চেঞ্জ করতে হবে। গেলাম অন্যঘরে। পাশেই ছিল ভাবীর বাসা। তখন সে প্রায় ভাবীর বাসাতেই পড়ে থাকে।
যখন প্রথম তাকে নিয়ে গান ধরে ছিলাম তখন সে তা’ বুঝেনি। কারণ তখন তার বয়স হয়ত এক বছরের কম ছিল। এখন তার বয়স আঠার। এখন সে গান বুঝে। সে অন্যদের সাথে পিকনিক করছিল। তাদের পেয়ারা গাছে উঠে তাকে গান শুনালাম, মাধবী ফুটেছে ঐ তারারা উঠেছে ঐ আমি কি তোমার নই? সে চুপ করে গান শুনছিল। এক ভাবীকে বললাম আপনার এখানে ওর সাথে বিকেলে কিছুটা সময় কাটতে চাই। তিনি বললেন, ঠিক আছে। ওকে বিষয়টা জানালাম। এটাই ছিল ওর সাথে প্রথম কথা। তারপর বিকেলে দু’জন ভাবীর বাসায় যেতাম। উঠনে বসে সবুজ ধান ক্ষেত দেখতাম। পাশাপশি দু’জন। ফুরফুরে বাতাস। সন্ধার আগে ঘরে ফিরে আসতাম।
বাল্যবন্ধু ফুফাতো ভাই প্রায় প্রায় আমাদের বাড়ী চলে আসতো। আমার সাথে থাকতো। দাবা খেলতো। আমি ওর কথা তাকে বলতাম। সে মনযোগ দিয়ে শুনতো। একদিন সে দুঃখ করে বলল, আমি ওকে আই লাভ ইউ বলে একটা চড় খেয়ে ছিলাম। তখন বুঝলাম সে নানা বাড়ী এমন ঘন ঘন কেন আসে।
বিষয়টা জানাজানি হলে উভয় পরিবার চার হাত এক করতে সম্মত হলো। কিন্তু লোকে বলল, ওর মা ওর বাবাকে ছেড়ে গেছে মায়ের স্বভাব ও যদি পায় তাহলে সেও আপনার ছেলেকে ছেড়ে যাবে।এমন আগুনে রূপ মেয়ে এমন ছেলের কাছে কেন থাকবে? মোক্ষম যুক্তি। মা বেঁকে গেলেন। পরিবারের ইচ্ছার বিরুদ্ধে আমার তখন কিছু করার মত অবস্থা ছিল না। সুতরাং চার হাত এক করার সিদ্ধান্ত বাতিল হয়ে গেল।
ফুফাতভাই তার ভাবীকে বলল, ভাইয়াকে বলেন এখনি মামার নিকট যেন আমার প্রস্তাব দেয়। এবার সে সফল। তারা সুখে আছে। আমিও সুখে আছি। নিরুপমার সাথে মাঝে মাঝে দেখা হলে পাশাপাশি হাটি কিছুটা সময়। অথবা দূর থেকে তাকে দেখি। আমি এখন দুই জামাইয়ের শ্বশুর। নিরুপমাও হয়ত ক’দিন পরে শাশুড়ি হবে। এক বছরের কম নিরুপমাকে নিয়ে যে গুনগুনিয়ে গান গেতাম সেটা মনে হয় তাকে বলা হয়নি। কখনো বলা হবে কিনা তাও জানি না। আমরা যোগাযোগ রাখি না। হয়ত তা’ দু’পরিবারের জন্য। এটাই হয়ত সঠিক কাজ।
# ১০০% বাস্তব।
০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঠিক আছে খেয়াল রাখব।
২| ০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০১
সোবুজ বলেছেন: আপনি তা হলে মাদ্রাসায় পড়া হুজুর।
০২ রা এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: দু’দিকেই পড়া-শুনা আছে।
৩| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৩১
সোনাগাজী বলেছেন:
অন্যেদের ভুলের জন্য আপনার জীবনের একটা বড় স্বপ্ন হারিক্সয়ে গেলো
০২ রা এপ্রিল, ২০২২ রাত ৯:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: সব স্বপ্নতো আর পূরণ হয় না।
৪| ০২ রা এপ্রিল, ২০২২ রাত ১১:০৩
সোনাগাজী বলেছেন:
সঠিক, সব স্বপ্ন পুরণ হয় না; কিন্তু অন্যদের ভুল সিদ্ধান্তে যদি তা ঘটে, মন বেশী খারাপ হওয়ার কথা।
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেকেই অন্যের মনের খবর রাখেন না।
৫| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:১৯
গরল বলেছেন: মুরুব্বিদের মতামতে বিয়ে করতে গেলে কখনই পছন্দমত বিয়ে করা যায় না, বিশেষ করে মা বাবার মত নিয়ে। এটা কঠিন বাস্তবতা, বউ টা মা বাবার সঙ্গী না, নিজের জীবন সঙ্গী। তাই আমি আমার পছন্দ মতই বিয়ে করেছি, বাসায় বলেছি শুধু আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে।
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: অবশেষে সেপথ আমাকেও বেছেনিতে হয়েছে।
৬| ০৩ রা এপ্রিল, ২০২২ রাত ১২:৫২
রাজীব নুর বলেছেন: ছবিটা সুন্দর দিয়েছেন।
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তার সাথে মিলে। সে অনেক সুন্দরী।
৭| ০৩ রা এপ্রিল, ২০২২ ভোর ৫:৫৪
অধীতি বলেছেন: একটা গান মনে পড়ে গেল,
ধরো যদি হঠাৎ সন্ধ্যে....
ধানক্ষেত দেখার মুহূর্ত চোখে ভেসে উঠল। জীবন কতটা দীর্ঘশ্বাসে ভরা। সমাজ যতটা উপকারী তার থেকেও দমবন্ধ করে বাঁচিয়ে রাখতে বেশি পারদর্শী।
০৩ রা এপ্রিল, ২০২২ সকাল ৮:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: দমবন্ধ করে বাঁচিয়ে রাখার ঘটনাও সচরাচর ঘটে। মানব জীবন অনেক বিচিত্র।
৮| ০৩ রা এপ্রিল, ২০২২ দুপুর ১২:০৭
সৈয়দ মশিউর রহমান বলেছেন: জীবন থেকে নেয়া গল্প।
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: একদম।
৯| ০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১:০০
জটিল ভাই বলেছেন:
আহা....এ জীবন কত গল্পের যোগফল!
০৪ ঠা এপ্রিল, ২০২২ রাত ১১:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবনের বাঁকে বাঁকে কত গল্প পড়ে থাকে।
©somewhere in net ltd.
১| ০২ রা এপ্রিল, ২০২২ বিকাল ৫:০৪
Anwar shah বলেছেন: উপস্থাপনে মনযোগী হতে হবে। খেয়াল রাখতে হবে গোটানো গোছানোর বেলাতেও।