নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
তুমি আসতে চাঁপার তলায়। আমি দেখতাম দু’চোখ ভরে।আমার জন্যই আসতে কি? আমি পাইনি কোন দিন, সেই প্রশ্নের উত্তর।
ফুলের চেয়েও তুমি সুন্দরী ছিলে।মনে মনে গাইতাম- আল্লাহ এ ফুল তোমারি দান।
তুমি চুলে গুঁজে দিতে চাঁপার ফুল।তোমার সৌন্দর্য আরো বেড়ে যেত। তুমি কারণে অকারণে কাছে কাছে থাকতে চেষ্টা করতে, বিষয়টা উপভোগ করতাম।
তুমিও কিছু বলনি আমিও কিছু বলিনি। খুব আফসোস হয় কেন বলিনি সেজন্য।
তারপর দু’জন দু’দিকে হারিয়ে গেলাম। এখন তুমি কোথায় কেমন আছ, কিচ্ছু জানি না। তথাপি অনেক মনে পড়ে সেই চাঁপা তলার কথা। কারণ শুধুই তুমি হে চাঁপার রানী।
তোমার স্মৃতি আমাকে বার বার তাড়িয়ে নিয়ে যায় সেই চাঁপার তলায়। তুমিহীন চাঁপার তলা জমিদারী হারানো কোন ভিখারী যেন। নেই যেন তার সেই আগের জৌলুস। সেথা নেই তোমার নুপুরের ধ্বনি। পাশের পুকুরে এখনো সাদা হাঁসেরা ভাসে। আমর চোখ তাতে আকৃষ্ট হয় না।
পুকুরের ঘাটলায় বসে তোমার অপেক্ষায় থাকি। এক ঝাঁক বান্ধবী নিয়ে তোমার আগমন ঘটবে বলে। মাঝ বয়সী নারী দল। কি আলাপ হবে কে জানে? হয়ত বলবে তোমার ছেলে-পুলেরা কে এখন কি করে? বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে। তুমি চলে যাবে। আমি দেখব তোমার চলে যাওয়া। প্রতিক্ষার অবসান হয়। তুমি আসো না। তথাপি আমি বার বার ফিরে আসি স্মৃতি তাড়িত হয়ে। চাঁপার রাণী শুধু তোমার জন্য।
# কিছুটা বাস্তব, কিছুটা কল্পণা।
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবনের বাঁকে বাঁকে এমন অনেক ঘটনাই ঘটে, অবশেষে স্মৃতি হয়ে থাকে।
২| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: সত্যি চমৎকার!
(কয়েকটা বানান ঠিক করতে হবে। আর তোমার সুন্দর< সৌন্দর্য হলে উত্তম হবে। )
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: দু’টা ঠিক করেছি। শোধরে দেওয়ার জন্য ধন্যবাদ।
৩| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:২৬
সোনাগাজী বলেছেন:
তখন বয়স কত হয়েছিলো?
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তখন কিশোরী ছিল। আমার বয়সও খুব বেশী ছিল না। কিছু বলা দরকার বুঝতে পারিনি। এখন মনে হয় বলতে পারলে ভালো হতো।
৪| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৩৫
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনার এই কবিতা আমার খুব ভালো লেগেছে।
নিজস্ব স্টাইলে নিজের আবেগ এবং ভাব প্রাকশ হয়েছে।
১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৪৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: এটা যে কবিতা তাহলে আপনি তা’ বুঝতে পেরেছেন। হয়ত অনেকে বুঝবে না। সনেটের বদলে এটা কেমন হয় ট্রাই করছি।
৫| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৫:৫৭
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: আপনি পাকাপোক্ত কবি।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: জানিনা, জনগণ অখাদ্য বলতে বলতে কবিতা থেকে আমার মন অনেকটা উঠে গেছে।
৬| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:০৬
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: দয়া করে সনেটের মাথায় বাড়ি মারুন, সনেট আপনাকে বিপাকে ফেলেছে। আপনার সনেটের কারণ আমিও আপনার সাথে দূরত্ব বজায় রাখি।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: ‘সনেট কাব্যে আল আসমাউল হুসনা’ এ কাব্য গ্রন্থটি করার ইচ্ছা আছে। কারণ স্বপ্নে দেখেছি এ কাব্যের কবিতা আরশে আজিমে বিশাল পর্দায় প্রদর্শিত হচ্ছে। স্বপ্নটার কথা মনে পড়লে এখনো গায়ে কাঁটা দিয়ে উঠে। স্বপ্নটা আমার অসাধারণ মনে হয়েছে। আমি মাউস নাড়িয়ে কবিতাগুলো উঠা-নামা করতে ছেষ্টা করছিলাম। কিন্তু কবিতা গুলো নিজে থেকেই উঠা-নামা করছিল। মনে হচ্ছিল সেগুলো অন্য কারো ইচ্ছায় উঠা-নামা করছে। জেগে উঠার পর আমার মেয়ে বলেছে আমি মাউস নাড়ানোর মত করে হাত নাড়াচ্ছিলাম। সুতরাং আমি এ বইটা করা উচিৎ মনে করি।
৭| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:১২
সোনাগাজী বলেছেন:
@মোহাম্মাদ আব্দুলহাক,
আপনি বলেছেন, " দয়া করে সনেটের মাথায় বাড়ি মারুন, সনেট আপনাকে বিপাকে ফেলেছে। আপনার সনেটের কারণ আমিও আপনার সাথে দূরত্ব বজায় রাখি। "
-সনেট কবির সনেটে আপনি কি সমস্যা দেখছেন?
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাঁর মতে আমার সনেট মান সম্পন্ন হয়।
৮| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:২২
মোহাম্মাদ আব্দুলহাক বলেছেন: তাহলে আপনাকে কঠোর সাধনা করতে হবে। যা করেছেন তা যথেষ্ট নয়। কবিতা পড়ে পাঠক প্রাণবন্ত হতে চায়।
দোয়া করি সাধনা যেন আপনার জন্য সহজসাধ্য হয়। আমার জন্যও দোয়া করবেন।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: আল্লাহ আপনার মাকসুদ পূর্ণ করুন। মূল্যবান পরামর্শের জন্য ধন্যবাদ।
৯| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৬:৪৫
শূন্য সারমর্ম বলেছেন:
বানানে সমস্যা মনে হচ্ছে।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: বলে দিলে ভাল হয়।
১০| ১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:০৬
সোবুজ বলেছেন: সাহসের অভাব ছিল।এটা অনেকের আছে।প্রেম করে কিন্তু বলতে পারে না।সারা জীবন তাই নিয়ে প্যান প্যান করে।চোখে চোখ রেখে বলতে হবে আই লাভ ইউ।সে অন্তত জানলো,তাকে কেউ ভালবেসে ছিল।
১০ ই এপ্রিল, ২০২২ সন্ধ্যা ৭:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক সময় মানুষ অনেক কথা বুঝে সময় চলে যাওয়ার পর। সেজন্য সময়মত দরকারী কথা বলতে পারে না।
১১| ১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:২৫
শূন্য সারমর্ম বলেছেন:
সুন্দর্য,আফসুস,সন্ধা, আস এর স্থলে (সৌন্দর্য, আফসোস,সন্ধ্যা, আসো হবে
১০ ই এপ্রিল, ২০২২ রাত ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: বানানগুলো ঠিক করে দিয়েছি।
১২| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: আপনি তো দারুন রোমান্টিক মানুষ।
১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এতেও অনেকের ভিন্ন মত আছে।
১৩| ১১ ই এপ্রিল, ২০২২ রাত ১:৩৩
জটিল ভাই বলেছেন:
প্রেম কি একবারই এসেছিলো নীরবে?
১১ ই এপ্রিল, ২০২২ ভোর ৫:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: জীবনের বাঁকে বাঁকে এমন অনেক ঘটনাই ঘটে।
©somewhere in net ltd.
১| ১০ ই এপ্রিল, ২০২২ বিকাল ৪:৩৪
মরুভূমির জলদস্যু বলেছেন: আহা!
না বলা ভালো লাগার কথা বুঝা গেলেও, পরিনয়টা হয়ে উঠে না।