|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
 
বছর শেষ এবং শুরুর বিষয়ে খেয়াল রাখছিলাম। অতঃপর যা দেখলাম সেটা হলো, শূন্যের পোষ্ট দিয়ে বছরটা শেষ হয়ে গেল। যদিও বছরটি মোটেও চিন্তা শূন্য ছিল না। হঠাৎ করে বিএনপি বলে বসলো সাবেক প্রধানমন্ত্রী দেশ চালাবেন, নগদ প্রধানমন্ত্রী দেশ চালাবেন না। তাতে আতংকিত সরকারী দল পাহারা বসালো। এমন পরিস্থিতির কারণে জাতির মাঝে ক’দিন টান টান উত্তেজনা বিরাজ করছিল। অবশেষে কোন ঘটনা ছাড়াই শূন্য সারমর্মে বছরটা শেষ হলো।
 বছর শেষ হতে না হতেই  গেঁয়ো ভূতের শুভেচ্ছার পোষ্ট দিয়ে নতুন বছর শুরু হলো। আর এটা মহাজাগতিক চিন্তার মহাচিন্তার কারণ হলো। কে জানে কোন ভৌতিক কান্ড এবছর ঘটে? মহাউৎসাহে সরকার বিরোধীরা যুগপৎ আন্দোলন শুরু করেছে। সরকারী দলও সতর্ক  পাহারায় রয়েছে যেন ক্ষমতার লাল ঘোড়াটা কেউ আবার লুট করে না নিয়ে যেতে পারে। পঁচাত্তরে এমন ঘটেছে। আচমকা ক্ষমতার পট পরিবর্তন হয়ে গেল। তারপর আবার সেসময়ের সরকারী দল একুশ বছর পরে ক্ষমতা পেল। এখন তের বছর তাদের ক্ষমতা চলমান রয়েছে। আবার ক্ষমতার পট পরিবর্তন হলে এরা আবার কবে ক্ষমতা ফিরে পায় বলা মুশকিল। সেজন্যই তারা রাজপথ পাহারায় আছে।
এদেশে ক্ষমতার পট পরিবর্তন হলে নতুন ক্ষমতা ধরেরা দেশের সব কিছু পাল্টে ফেলতে চায়। তবে তারা আর যাই হোক জাতির ভাগ্য পরিবর্তন করতে পারে না। সেজন্যই জনগণের কেউ কেউ ক্ষমতার পটটরিবর্তন চায় না। অবশ্য ক্ষমতার পটপরিবর্তনে ক্ষমতাসীনদের ভাগ্যের যথেষ্ট পরিবর্তন হয়। সেজন্য তারা যেকোন মূল্যে ক্ষমতা আঁকড়ে ধরে পড়ে থাকতে চায়। তারা কোনভাবেই ক্ষমতা ছাড়তে চায় না। একদল ক্ষমতা ছাড়তে চায় না, অন্যদল ক্ষমতা কেড়ে নিতে চায়। এ নিয়ে চলে মল্লযুদ্ধ।
আমরা সুবোধ জাতি, অবোধ জনগণ। অভাব আমাদের সবচেয়ে বড় ধন। জাতীয় কবি বলেছেন, নাই নাই নাই। রাজনীতির ক্ষেত্রে আমাদের কোন দলের কোন বিবেক-বোধ নাই। কে কারে মেরে খাবে এ চিন্তা খুব। লুট-পাটে মহাপটু লুটেরাদের সব। সামনে সুদিন হবে নেই তার আশা। সবসুখ কেড়ে নেয় চিন্তা সর্বনাশা।
 ২৭ টি
    	২৭ টি    	 +২/-০
    	+২/-০  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:১৮
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: মানুষের চিন্তাটাই একটু বেশী। সবাই ভাবছে আরেকটা বছর কেমন করে কাটবে? সাধারণ মানুষের না মরে বেঁচে থাকার অবস্থা। যাদের অঢেল সম্পদ আছে তাদের চিন্তা নাই। তারাই বলে হ্যাপি নিউ ইয়ার। আর অনেকে না বুঝেই হ্যাপি নিউ ইয়ার বলে। আর অনেকে এটা অনেকে বলে বিধায় তারাও এটা বলে। মূলত তারা হ্যাপি নয়।
২|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:১৮
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:১৮
সেলিম আনোয়ার বলেছেন: Happy New Year.
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২০
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি যখন বলেছেন তখন আমিও বলি, হ্যাপি নিউ ইয়ার। তবে সবাই যে হারে রিসেশেনের কথা বলেছে তাতে এ ইয়ারকে হ্যাপি না বলে আন হ্যাপি নিউ ইয়ার বলতে হয়।
৩|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:৩৪
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:৩৪
কলাবাগান১ বলেছেন: সুন্দর টাইটেল..শুভ নববর্ষ
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২১
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: শুভ হলেই মঙ্গল। আপনার মুখে ফুল চন্দন পড়ুক।
৪|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:৪৯
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:৪৯
বিটপি বলেছেন: ভূত দিয়ে শুরু আর শূন্য দিয়ে শেষ। বাঙ্গালির কপালে এর চেয়ে ভালো আর কিছু নাই
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২৩
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: হতাশাই আমাদের নিত্য সাথী। সেজন্য আজকাল আশা করতে বড় কষ্ট হয়।
৫|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৫
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৩৫
আহমেদ জী এস বলেছেন: মহাজাগতিক চিন্তা,
তবুও এই অভাবী মানুষগুলো আশায় বুক বাঁধে - একদিন এই শূণ্য থেকেই শুরু হবে জয়যাত্রা যেমন শূণ্য থেকেই শুরু হয়েছিলো মহাবিশ্ব; তেমন করে.......
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৩৫
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৩৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই জয়যাত্রা দেখার সৌভাগ্য আমাদের হবে কি? এত্ত বয়সেও এদেশে একটা সুন্দর গণতন্ত্র দেখা হলো না।
৬|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৪২
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৪২
মনিরা সুলতানা বলেছেন: আশা আমাদের একমাত্র ভেলা !
নতুন বছরের শুভেচ্ছা কবি।
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৩৭
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি শুভেচ্ছা জানালেন, সাদরে গ্রহণ করলাম। কিন্তু নতুন বছরে নতুন চিন্তার ভয়ে আছি।
৭|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৫৩
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১০:৫৩
কামাল১৮ বলেছেন: গনিতে একটা শূন্য আছে কিন্তু পদার্থ বিজ্ঞানে শূন্য বলে কিছু নাই।
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৩৯
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৩৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: ঐ গণিতের শূণ্যটাই আমাদের প্রাপ্তির খাতাটা শূন্য করে দেয়। পদার্থ বিজ্ঞানে শূন্য না থাকায় ভালোই হয়েছে। গণিতের শূণ্যের জ্বালায় বাঁচি না পদার্থেও শূন্য থাকলে কি উপায় হতো?
৮|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১১:১০
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১১:১০
নেওয়াজ আলি বলেছেন: বছরের প্রথন দিনই মানুষ মেট্রো রেল চড়তে পারছে না
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৪১
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৪১
মহাজাগতিক চিন্তা বলেছেন: মেট্রো রেল মনে হয় খুব ভালো একটা কিছু। একবার চড়তে পারলে বুঝতাম বিষয়টা কেমন হলো?
৯|  ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১১:৫৪
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ১১:৫৪
মোঃ মাইদুল সরকার বলেছেন: 
দারুন আইডিয়া বের করেছেন। শুভ কামনা নতুন বছরের সাথে শুভেচ্ছাও।
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৪৪
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবির কাব্যিক সরকারি সুভেচ্ছা সাদরে গৃহিত হলো। আপনার প্রতিও অনুরূপ শুভ কামনা ও শুভেচ্ছা রইলো।
১০|  ০১ লা জানুয়ারি, ২০২৩  দুপুর ১:১৮
০১ লা জানুয়ারি, ২০২৩  দুপুর ১:১৮
রাজীব নুর বলেছেন: নতুন বছরে আপনার পরিকল্পনা কি কি?
  ০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৪৮
০১ লা জানুয়ারি, ২০২৩  বিকাল ৪:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: পরি উড়ে গিয়ে শুধু কল্পনাটুকু অবশিষ্ট আছে। তাতে দেখি বাংলাদেশে একটা সুন্দর গণতন্ত্র। যে বিষয়ে জাতি চির হতাশ। শেখ হাসিনার নিকট আমাদের এ একটা একান্ত ইচ্ছা। যদি এ বছর তিনি আমাদের জন্য এটার একটা ব্যবস্থা করতে পারেন তাহলে আমরা খুব খুশী হব।
১১|  ০১ লা জানুয়ারি, ২০২৩  রাত ৯:০২
০১ লা জানুয়ারি, ২০২৩  রাত ৯:০২
জুল ভার্ন বলেছেন: কয়েকজন বিদায়ী বর্ষের পোস্টে এমন ভাবে মাফটাপ চেয়েছে যেনো দুনিয়া থেকে শেষ বিদায় নিয়ে যাচ্ছে।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:০৮
০২ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:০৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রতি বছর একবার করে নতুন বছর আসে। এটা নিয়ে অতটা উত্তেজিত হওয়ার কিছুই নেই।
১২|  ০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১২:৩৮
০২ রা জানুয়ারি, ২০২৩  রাত ১২:৩৮
রূপক বিধৌত সাধু বলেছেন: আমাকে নিয়ে সনেট লিখে ফেলেন কি না এই ভয়ে আপনার পোস্টে মন্তব্য করতাম না। এখন মনে হয় করতে হবে। ইদানীং আপনার লেখাগুলো চমৎকার হচ্ছে। ভালো লাগা জানিয়ে গেলাম।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:০৭
০২ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:০৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সনেটে যে কোন বিষয় তুলে ধরা যায়, এক সময় আমি সেটা বুঝাতে চাইতাম। সেটা আমার সবাইকে বুঝানো শেষ হয়েছে- এমনটা বুঝতে পারার পর আমি সনেটে খান্ত দিয়েছি। আপনার মন্তব্য থেকে বুঝাগেল আমার সনেটে অনেকের ভীতি রয়েছে। বিষয়টা অতীব গুরুতর।
১৩|  ০২ রা জানুয়ারি, ২০২৩  ভোর ৪:২৪
০২ রা জানুয়ারি, ২০২৩  ভোর ৪:২৪
রোকসানা লেইস বলেছেন: হ্যাপী নিউ ইয়ার। 
আন্তর্জাতিক হিসাবে শূণ্যের পোষ্টে বছর শেষ হয়নি। সর্ব পশ্চিমের দেশে এই সবে শুরু হলো নতুন বছর। এর হিসাবটা মিলাতে পারলে শূন্য হবে না।  
 
শেষ প্যারাটা দারুণ হয়েছে। তবে চিন্তা সর্বনাশা দূর হয়ে যাক। সুস্থতা আসুক চিন্তায় চেতনায়।
  ০২ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:০২
০২ রা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: সামু ব্লগের বছরের শেষ পোষ্ট ছিল শূন্য সারমর্মের পোষ্ট এবং গেঁয়ো ভূতের পোষ্ট ছিল নতুন বছরের প্রথম পোষ্ট; স্ক্রিন সটের মাধ্যমে আমি সেটা উপস্থাপন করেছি। বিষয়টি মনে হয় আপনার দৃষ্টি এড়িয়ে গেছে। আপনার মন্তব্য থেকে সেইটা বুঝাগেল।
১৪|  ০৫ ই জানুয়ারি, ২০২৩  রাত ১:৩৮
০৫ ই জানুয়ারি, ২০২৩  রাত ১:৩৮
রোকসানা লেইস বলেছেন: আপনার বিষয়টি আমি বুঝেই মন্তব্য করেছি। আর্ন্তজাতিক সামুব্লগে শুধু বাংলাদেশের সময়ের হিসাবটা আপনি দিয়েছেন। আমার প্রথম পোষ্টটা দ্বিতীয় দিন দেখালেও আমি তখনও প্রথম দিনে নতুন বছরের সেটা বলেছি ।
©somewhere in net ltd.
১| ০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:১৪
০১ লা জানুয়ারি, ২০২৩  সকাল ৮:১৪
সোনাগাজী বলেছেন:
নববর্ষের শুভেচ্ছা।
মানুষজনের উৎসাহ কেমন?