নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

জীবনের নীতি

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪১



হঠাৎ যখন আমি থাকব না আর
লিখব না পৃথিবীর কোন সমাচার
তখন আমার কথা পড়বে কি মনে
আমিও ছিলাম সব তোমাদের সনে?

কত জন ছেড়ে গেল ছিল যারা হেথা
ক্ষণে ক্ষণে মনে পড়ে সে তাদের কথা
তাদের নতুন কথা শুনব না বলে
ডুবে যাই শোক গাঁথা সাগরের জলে।

এখানে সবাই আছি স্বল্প সময়
শোক-সুখে জীবনটা গল্পেরময়
এক দিন সব কিছু হয়ে যায় ইতি
এ সত্য চিরন্তন জীবনের নীতি।

মন্তব্য ১১ টি রেটিং +৫/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:০১

কামাল১৮ বলেছেন: কার কথা কে মনে রাখে।মনে রাখলেও কি আপনি জানতে পারবেন।

০৫ ই জানুয়ারি, ২০২৩ রাত ১০:৩৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেজন্যই আগাম জিজ্ঞাস করছি। কেউ যদি বলে আপনার কথা আমাদের মনে থাকবে তাহলে এখন অন্তরে শান্তি লাগবে।

২| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১২:০২

শূন্য সারমর্ম বলেছেন:


এমন ভাবনা মাথায় এলো কেন হঠাৎ?

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক প্রিয় ব্লগারের হঠাৎ চলে যাওয়া দেখে এমন ভাবনা মাথায় এলো।

৩| ০৬ ই জানুয়ারি, ২০২৩ রাত ১:৪২

সোনাগাজী বলেছেন:



জীবনে যাদের সাথে বাক্য বিনিময় হয়েছে, সবার কথা মনে আছে।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কথা মনে করতে গেলে একটা ট্রাক্টরের কথা মনে করতে হবে। আপনার চেহারা তো এ জীবনে আর দেখা হলো না।

৪| ০৬ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:২৩

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ জনাব রাজীব নুর।

৫| ০৭ ই জানুয়ারি, ২০২৩ ভোর ৫:২৩

হাসান জামাল গোলাপ বলেছেন: কেউ মনে রাখে না, শুধু মহান কীর্তি রয়ে যায়।

০৭ ই জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: কীর্তি না থাকলে আর মনে থাকে না।

৬| ০৮ ই জানুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

জ্যাক স্মিথ বলেছেন: একদিন সবকিছু হয়ে যায় ইতি
এ সত্য চিরন্তন জীবনের নীতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.