নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
ব্লগ নাজানি কি? সেটা জানার জন্য ব্লগে লোক হুমড়ী খেয়ে পড়েছিল। ব্লগ কি সেটা জানার পর যারা ব্লগের প্রেমে পড়ে গেছে তারা ব্লগে থেকে গেছে। আর যারা ব্লগের প্রেমে পড়েনি, তারা ব্লগ ছেড়ে চলে গেছে। কারণ এখন থাকার মত আরো অনেক যোগাযোগ মাধ্যম আছে। সেসবের সাথে প্রতিযোগিতায় ব্লগ পিছিয়ে পড়ায় অনেক ব্লগ এর মধ্যে বন্ধ হয়ে গেছে। সামু এখনো বন্ধ হয়নি কারণ এটি একটি চমৎকার ব্লগ। সেজন্য এতে ব্লগ টেনেটুনে চলার মত ব্লগার থাকায় এটি কোন রকমে পা টেনে চলছে। এখন এ মরা খালকে প্রমত্তা বানাতে খনন করতে হবে।
ব্লগের খনন কাজের প্রথম কাজ হলো ব্লগের জন্য বিজ্ঞাপন জোগাড় করা। যারা বই প্রকাশ করেছেন তাঁরা তাঁদের বইয়ের বিজ্ঞাপন ব্লগে দিতে পারেন। যারা বিভিন্ন পণ্য বিক্রির প্রতিষ্ঠানের সাথে জড়িত তারা সেসব প্রতিষ্ঠানের বিজ্ঞাপন ব্লগের জন্য জোগাড় করে দিতে পারেন। তাতে ব্লগের আয়-রোজগার ভালো হলে ব্লগটিম ব্লগ আর বন্ধ করবে না।
চমৎকার চমৎকার পোষ্ট দিয়ে ব্লগারগণ ব্লগকে আরো প্রাণবন্ত করে তুলতে পারেন। তাতে লোকজন অন্য যোগাযোগ মাধ্যমে সময় না ব্যয় করে ব্লগে সময় ব্যয় করবেন। আমাদের রবীন্দ্র নাথ ও নজরুলের মত লেখক প্রয়োজন। তাঁদের সাহিত্যের সব শাখায় বিচরণ ছিল। ব্লগারগণ তাঁদের মত সাহিত্যের বিভিন্ন উপাদান পোষ্ট দিলে পাঠক ব্লগারগণের পোষ্ট পড়তে আরো আগ্রহী হবে। যেমন, আলগীর সরকার লিটন শুধু কবিতাই পোষ্ট করেন। যদি তিনি গল্প পোষ্ট করেন তাহলে যে তাঁর কবিতায় আগ্রহ হারিয়েছে সে তাঁর গল্প পড়বেন। তিনি যদি পরে নিবন্ধ পোষ্ট করেন, তাহলে যে তাঁর গল্পতেও আগ্রহ হারিয়েছে সে তাঁর নিবন্ধ পড়বে। শুধু এক আইটেম নিয়ে পড়ে থাকলে পাঠক ধরে রাখা কঠিন হয়ে পড়ে। এভাবে সব ব্লগাররা পাঠক টানতে পারলে ব্লগ আবার সরগরম হয়ে পড়বে।
ব্লগে ধর্মহীন ও ধার্মিকদের সম্পর্ক চমৎকার থাকতে হবে। অনেকে এ সম্পর্ককে তিক্ততার পর্যায়ে নিয়ে যান। ফলে ব্লগের পরিচ্ছন্ন পরিবেশ বিনষ্ট হয়। তাতে অনেকে ব্লগের প্রতি আগ্রহ হারিয়ে ফেলেন। যারা ব্লগের উন্নতি কামনা করেন তারা অবশ্যই ব্লগের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেষ্ট হবেন।
মডু বলেছেন, ব্লগে সামান্য কয়টা গোলাপ আছে। ব্লগে এ গোলাপের সংখ্যা বাড়াতে হবে। ব্লগারগণ নিজেরাই যদি গোলাপ হয়ে উঠেন তা’হলে ব্লগে অনায়াসে গোলাপের সংখ্যা বেড়ে যাবে। উল্টো যদি তাঁরা ধুতরা ফুল হয়ে যান তাহলে তাঁদের নির্জাসে লোকেরা পাগল হয়ে দিকবিদিক ছুটে পালাবে।
ব্লগের পরিবেশ চমৎকার রাখার জন্য অপছন্দের পোষ্ট এভোয়েড করতে হবে। তা’ না করে পোষ্ট দাতাকে আক্রমণ করলে পোষ্ট দাতা ব্লগ ছেড়ে পালাবে। অপছন্দের পোষ্ট এভোয়েড করলে পোষ্ট দাতা আস্তে আস্তে তাঁর পোষ্টের পাঠক প্রিয়তা বাড়াতে পোষ্ট উন্নত করতে চেষ্টা করবেন। প্রকারান্তরে তা’ ব্লগের জন্য মঙ্গল জনক হবে।
ব্লগে পোষ্টের সাথে সাথে চমৎকার মন্তব্য বাড়াতে হবে। তাতেও তা’ ব্লগের প্রতি জনতার আগ্রহের কারণ হবে। আর পরিচিত মহলে ব্লগের প্রচার বাড়াতে হবে যেন ব্লগে উপস্থিতি বাড়ে। এভাবে সবাই মিলে চেষ্টা করলে ব্লগের মরা খাল আবার প্রমত্তা নদীর রূপ লাভ করলেও করতে পারে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্লগে আপনার ভূমিকা খুবই চমৎকার। এভাবে সবাই মিলে ব্লগের পরিবেশ চমৎকার করে তুলতে পারে।
২| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৭
চারাগাছ বলেছেন:
ব্লগ যখন ভরা খাল ছিল। তখন ধর্মহীন আর ধার্মিকদের ক্যাচাল দেখতে দেখতে ভোরে ঘুমাতে গিয়েছি।
এখন তাদের সবাই খুব ব্যস্ত। সংসার , চাকুরী , ব্যবসা রোজগার নিয়ে। বাচ্চা পালতে হয়।
ব্লগের সেই সময়কার নজরুল , রবীঠাকুররাও এখন আর আসেন না। তাদের না আসার ভিন্ন কারণ আছে।
২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারমানে আপনি পুরনো গাছ থেকে চারাগাছে পরিণত হয়েছেন? যাক এখন আমরা যারা আছি তারা নতুন লোকদেরকে ব্লগে আসতে আগ্রহী করে তুলব। কিছু একটা তো করতে হবে। নতুবা আমাদের নিজেদেরই ব্লগ আর ভালো লাগবে না।
৩| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:৫৫
চারাগাছ বলেছেন:
না , ঠিক পুরোনো গাছ বললে ভুল হবে। পুরোনো গাছের চারা বলতে পারেন।
সঠিক কথাটা হচ্ছে পুরোনো গাছ গুলো ভিন্ন ভিন্ন নিকে ফিরে এসেছে বারবার। একেবারেই সাহিত্য অনুরাগী , পাঠক ছাড়া নতুন কেউ আসবে না বলেই আমার মনে হয়।
এখন যারা আছেন তাদেরকেই ব্লগের পরিবেশ ঠিক রাখতে হবে। আমার এযাবৎ অভিজ্ঞতা বলে :
১. লেখা লেখির মাধমে ব্লগ সমাজ পরিবর্তন করতে পারবে না।
২. ধর্মের পক্ষে লিখে নতুন ধার্মিক কিংবা নতুন ধর্ম বিশ্বাসী তৈরী হবে না।
৩. ধর্মের বিপক্ষে লিখে এই ব্লগে নতুন কেউ অবিশ্বাসী হবে এমনটাও নয়।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:০২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার তিনিটি পয়েন্টের কোনটি ঠেলে ফেলে দেওয়ার মত নয়। তথাপি অনেকে আশাবাদী হয় তথাপী অনেকে চেষ্টা করে। আর সাহিত্য অনুরাগীদের জন্য এখানে ভালোমানের সাহিত্য খুবই কম। সেজন্য সেটা বাড়াতে বলেছি। অনেক ব্লগারকে শুধু কবিতা ছাড়া কিছুই লিখতে দেখি না। তারাও সাহিত্যের বিভিন্ন শাখায় ঢুঁ মারতে পারেন। এতে অন্তত একঘেয়েমি দূর হবে।
৪| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:২৯
রাজীব নুর বলেছেন: ব্লগ ঠিকই আছে।
কোথাও কনো সমস্যা নেই।
আপনাদের চোখে সমস্যা।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩২
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি পুরনো ব্লগার। পূর্বে ব্লগে এত কম উপস্থিতি ছিল কি?
৫| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮
শূন্য সারমর্ম বলেছেন:
ব্লগ নিয়ে সবাই চিন্তিত,এই গেলো বলে। যেভাবেই হোক টিকে আছে,থাকুক। ভরা খালে গোলাপ/ধুতরা ভাসলেও কেউ নিতে চায় না।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১২:৪৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: অন্তত ভালো ভালো পোষ্ট দিয়ে সবাই ব্লগটাকে আরো দরকারী করে তুলতে পারে।
৬| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১১
শেরজা তপন বলেছেন: ভাল কোন লিখা এলে এখনো ব্লগে পাঠকের কমতি নেই। শুধু মন্তব্য একটু কম পড়ে
বাইরে থেকে যারা নজর রাখেন তারা একটিভ হলে ঠিক হয়ে যাবে সব।
২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেই ঠিক হওয়াটাই আশা করছি সবার কাছ থেকে। আপানার পোষ্টগুলো অবশ্য চমৎকার।
৭| ২৪ শে জানুয়ারি, ২০২৩ দুপুর ২:১৮
মোঃ মাইদুল সরকার বলেছেন:
সবাই সময় দিলে ব্লগ আরও প্রানবন্ত হবে। ++++
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আর ব্লগ প্রাণবন্ত হলে ব্লগারগণেরই ভালো লাগবে।
৮| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৯
নেওয়াজ আলি বলেছেন: আসলে এমন জমজমাট বগ্ল এখন শ্রীহীন হয়ে পড়ছে তবে সবাই আবার এক্টিভ হলে ভালো হতো
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০১
মহাজাগতিক চিন্তা বলেছেন: বার অংশগ্রহণে ব্লগ সুন্দর হতে পারে।
৯| ২৪ শে জানুয়ারি, ২০২৩ রাত ৯:৪৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি পুরনো ব্লগার। পূর্বে ব্লগে এত কম উপস্থিতি ছিল কি?
মাঝে মাঝে ব্লগার সংখ্যা বাড়ে, তখন প্রচুর পোষ্ট আসে। আবার মাঝে মাঝে ব্লগারদের সংখ্যা কমে, তখন পোষ্ট কম হয়। এটা স্বভাবিক।
যেমন ধরুন সামুতে শুক্রবার, শনিবার পোষ্ট কম আসে। এটা নিয়ে চিন্তার কিছু নেই। স্বভাবিক।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: চিন্তার কারণ হলো অনেক ব্লগ এর মধ্যে বন্ধ হয়ে গেছে। আর ঘাটতি মেনে ব্লগ কর্তৃপক্ষ ব্লগ চালাবেন কিনা সেটাও একটা বিষয়। ব্লগ জমজমাট না থাকলে বিজ্ঞাপনও কম আসতে পারে।
১০| ২৫ শে জানুয়ারি, ২০২৩ ভোর ৪:৩৮
সোনাগাজী বলেছেন:
পোষ্টে নতুন ভাবনা ও সঠিক ধারণা থাকতে হবে, সময়োপযোগী হতে হবে, এবং লেখা যেন বোরিং না'হয়।
২৫ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১০:০৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটাই আমি একটা পোষ্টে বলেছিলাম যে পোষ্টে কোন না কোন ম্যাসেজ থাকতে হবে। আর যারা কবিতা লেখেন তাঁদের কবিতার সাথে অন্য পোষ্টও দেওয়া উচিৎ। কারণ কবিতার ক্ষেত্রে পাঠক কম পরিলক্ষিত হচ্ছে।
©somewhere in net ltd.
১| ২৪ শে জানুয়ারি, ২০২৩ সকাল ১১:২৪
মরুভূমির জলদস্যু বলেছেন:
- সময়ের সাথে অনেক কিছুই বদলায়। বলা ভালো সব কিছুই বদলায়। আমরাও বদলাই।