নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন চমৎকার সময় কাটান

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:০১



০১। আপনার সাথী আপনার সথে নেই, তাহলে সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন; আপনার সাথী আপনার সথে না থাকার যন্ত্রণা কেটে যাবে।আমার স্ত্রী দরকারী কাজে আমার থেকে দূরে আছেন, কিন্তু সামহোয়্যার ইন ব্লগ আমার সাথে আছে। বেশতো আমার সময় চমৎকার কাটছে। আর স্ত্রী এবং সামহোয়্যার ইন ব্লগ একসাথে আমার সাথে থাকলে আমার সময় আরো চমৎকার কাটে। তিনি রেসিপি দেখেন আর আমি দেখি ব্লগ। সুতরাং সামহোয়্যার ইন ব্লগ হোক আমাদের অবসর সাথী।

০২। স্ত্রী রাগ করে বাপের বাড়ী গেছে কোন সমস্যা নেই, আপনি সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন! স্ত্রীর অভাব অনেকটাই কেটে যাবে। স্বামী দরকারী কাজে দূরে আছে তো কি হয়েছে, সামহোয়্যার ইন ব্লগের সাথে থাকুন!দেখবেন সময়গুলো কত সুন্দরভাবে পার হয়ে যাচ্ছে। এখানে জ্ঞানের সাগর আছে। সে সাগরে সাঁতরাতে সাঁতরাতে সময় শেষ হবে, কিন্তু জ্ঞানের সেই সাগর শেষ হবে না। এখানে রত্নের অভাব নেই। রত্ন যত আহরণ করবেন তথাপি রত্ন থেকে যাবে।

# উভয়টা একদম সত্তর শব্দে কপি রাইটিং করেছি। একশব্দ কম নয় এবং একশব্দ বেশী নয়।

@ সামুকেই চাই

এ সামহোয়্যার ইন ব্লগে আছে সব
খুঁজে খুঁজে দেখে নাও রতনের রাজি
সভ্য-ভদ্র জ্ঞানবান কাজী গাজী পাঁজি
তারা লেখে কত কথা পরান জুড়ায়।
অসুস্থ্য অন্তরে হয় সুখ অনুভব
এখানে জ্ঞানেরা থাকে নানারঙে সাজি
নিবন্ধন না হলেও হোক তবে আজি
তাহলেই থাকবেন আনন্দ ছায়ায়।

বঙ্গভাষী জনতার জন্য সামু সেরা
সারা বিশ্বে এরচেয়ে সেরা ব্লগ নাই
এখানে সকল কিছু সুখ ছোঁয়া ঘেরা
সেজন্য অন্তর বলে সামুকেই চাই।
শুন সব মানবেরা একসাথে চলি
সামুতে সবাই মিলে শ্রেষ্ঠকথা বলি।

# সাতাত্তর শব্দে কপি রাইটিং সনেট

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:১৭

রাজীব নুর বলেছেন: কাউকে কাউকে অনেক অপমান অবহেলা করেও ব্লগ থেকে তাড়ানো যায় না। আবার কাউকে কাউকে আদর ভালোবাসা দিয়েও ব্লগে আনা যায় না। বড় অদ্ভুত এই সমাজ।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: ব্যস্ত লোক ব্লগে আকৃষ্ট নয়। কিন্তু রিটায়ার্ড সোনাগাজীকে হাজার চেষ্টা করেও ব্লগ থেকে তাড়ানো যায়নি। তার উপর দিয়ে কি কম ঝড় তুফান গেছে? তথাপি বেচারা অবিচল। তাঁকে ব্লগের মহানায়ক বলা চলে। অবশ্য তার পরের সীটটাই আপনার জন্য বরাদ্ধ রাখতে হয়। আপনার পরিবারকেও আপনি ব্লগের পাতায় তুলে এনেছেন। সবাই আপনারদের সম্পর্কে জানছে। এমনকি আপনাদের ভালোবাসাও।

২| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো হয়েছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৪:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: প্রিয় কবি যখন বলেছেন, তখন মনে একটু শান্তি পেলাম। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুন এবং সত্যের প্রচারে অবিচল রাখুন- আমিন।

৩| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৩

শেরজা তপন বলেছেন: ছেলেরা না হয় স্ত্রীর অভাব ভুলে গেল সামুতে ব্লগিং করে
মেয়েরাও নিশ্চিত স্বামীর অভাব ভুলে যাবে? তাহলে আর যাই করেন বুরে ব্লগিং শিখাইয়েন না :)

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ বিকাল ৫:৪৫

মহাজাগতিক চিন্তা বলেছেন: সে রেসিপি নিয়ে ব্যস্ত। দারুণ দারুণ খাবার তৈরী করে। নিজে খায় আমাকে খাওয়ায় আর সেই সাথে টাকার বারোটা বাজায়।

৪| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৬:০০

শেরজা তপন বলেছেন: তাই নাকি তাহলে ভাবি সাহেবাকে চমৎকার কিছু রেসিপি ছবি সহ ব্লগে ছাড়তে- আমরা দেখেই এক চতুর্থাংশ ভোজন করি!

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাকে এ বিষয়ে উৎসাহী করলে আমার খরচ ও পরিশ্রম বেড়ে যাবে। কারণ রেসেপির অনেক উপাদান বাজারে খুব খোঁজাখুঁজির পর পাওয়া যায়। মফস্বল শহরে সব কিছু ঠিকঠাক মত পাওয়া যায় না। চাহিদা কম থাকাতে দোকানদাররা সেসব দোকানে রাখতে চায় না।

৫| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:১৫

অনামিকাসুলতানা বলেছেন: ভাইয়া ভাবির রেসিপি চাই আমাদের এই ব্লগে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা আমার জন্য অসুবিধার সৃষ্টি করবে। কারণ তিনি অন্যদেরকে খাওয়াতে পছন্দ করেন। রেসিপিতে তিনি বেশী উৎসাহী হলে তাঁর রেসেপির উপাদান সংগ্রহ করে দিতে দিতে আমার জানের যায়গায় জান থাকবে না।

৬| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ সন্ধ্যা ৭:২৪

জ্যাক স্মিথ বলেছেন: ভালো হয়েছে, সব ব্লগার মিলে যদি এই লেখাগুলো সাইটের লিংক সহ ফেসবুকে শেয়ার করে তাহলে আলো আসবেই।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু অনেকেই সে বিষয়ে দায়িত্ব পালনে আগ্রহী নয়।

৭| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:১১

নাহল তরকারি বলেছেন: আমার সাথে মিলে গেছে।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার সাথে কি মিলে গেলো সেটা বললে বুঝতে সুবিধা হতো।

৮| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৯:২৩

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: ব্যস্ত লোক ব্লগে আকৃষ্ট নয়। কিন্তু রিটায়ার্ড সোনাগাজীকে হাজার চেষ্টা করেও ব্লগ থেকে তাড়ানো যায়নি। তার উপর দিয়ে কি কম ঝড় তুফান গেছে? তথাপি বেচারা অবিচল। তাঁকে ব্লগের মহানায়ক বলা চলে। অবশ্য তার পরের সীটটাই আপনার জন্য বরাদ্ধ রাখতে হয়। আপনার পরিবারকেও আপনি ব্লগের পাতায় তুলে এনেছেন। সবাই আপনারদের সম্পর্কে জানছে। এমনকি আপনাদের ভালোবাসাও।


ধন্যবাদ আপনাকে।
আপনি আমার মন্তব্যের উত্তর দিয়েছেন।
চাঁদগাজী একজন গ্রেট ব্লগার। আমি বলব সামুর শ্রেষ্ঠ ব্লগার। তার তুলনায় আমি দুধ ভাত। তিনি আমাকে স্নেহ করেন। এটাই আমার জন্য অনেক।

ভাল থাকুন।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: পূর্বে আমি আপনাদের নিয়ে ইতি বাচক লেখা লেখতাম। এরপর আপনাদের নিয়ে অনেক ক্যাচাল হওয়ায় সেটা বাদ দিয়েছি।

৯| ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:২৪

কামাল১৮ বলেছেন: অনেকে ব্লগে পোষ্টদিয়ে কোথায় যে হারিয়ে যায়।গরু খোজা খোঁজেও আর পাওয়া যায় না।আপনি প্রতিটা মন্তব্যের প্রতি উত্তর দেন।এটা আপনার ভালো দিক।

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১০:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: তাদের পোষ্ট দেওয়া পছন্দের বিষয় হলেও প্রতি ,মন্তব্য করা পছন্দের বিষয় নয়।

১০| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ রাত ১২:২৩

নেওয়াজ আলি বলেছেন: তাইতো সময় পেলেই ছুটে আসি সামুতে

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার মত ভক্তের কারণেই সামু এখনো প্রাণবন্ত আছে।

১১| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৮:২২

ফারহানা শারমিন বলেছেন: সামু অনেক বড় সঙ্গী। ভালো লিখেছেন ♥️

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা সামুর প্রেমে পড়েছে। তারা সামু নিয়েই পড়ে থাকে।

১২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ সকাল ৯:৫৭

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
স্ত্রী রাগ করে বাপের গেলো আর স্বামী গেলো দরকারি কাজে বাইরে !! কেন এই বৈষম্য ??
হা হা হা। মজা নিলাম।
আপনার কপিরাইটিং উপভোগ করেছি। ভালো লেগেছে।

০৭ ই ফেব্রুয়ারি, ২০২৩ দুপুর ১২:৩৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: নারী পুরুষের মানসিকতায় ভিন্নতা আছে। সব দিক থেকে নারী ও পুরুষকে এক রকম ভাবার সুযোগ নেই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.