নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

হৃদয় আরাধ্য নারী (নারী দিবসের সনেট)

০৮ ই মার্চ, ২০২৩ রাত ১:২৮



হে নারী তোমার হোক স্বস্তির জীবন
মা বোন স্ত্রী কন্যা থাক নিরাপদ অতি
না হোক তাদের কোন জীবনের ক্ষতি
তাদের মুখের হাসি থাকুক নির্মল।
সকল পিতার প্রতি কন্যার নয়ন
জান্নাতের স্নিগ্ধ ছোঁয়া। তাদের সুমতি
সন্তানে সর্বদা থাকে। সে স্বামীর সতি।
মায়াভরা বোন যেন আদরের স্থল।

সম্মান আসন হোক নারীর আশ্রয়
ক্ষমার চাদর মোড়া গৃহ লক্ষ্মী সব
কোথাও তাদের প্রতি অযতন নয়
হৃদয় আরাধ্য তারা হোক অনুভব।
অন্তর মোচড় দেয়া রতনের রাজি
তোমাদের শোভা রূপে বিশ্ব আছে সাজি।


উৎসর্গঃ গুণী ব্লগার মিরোরডডল

মিরোরডডলে দেখে চেহারা নিজের
চকিতে লুকায় মুখ কপট মানব
ভাবে এ কোথা হতে হয়েছে উদ্ভব
বেদিতে নারীর রূপে অনন্যা প্রতিমা
সে স্নিগ্ধা নতুন চাঁদ পৃথিবী গ্রহের
সামুর আকাশ নীলে। করে অনুভব
প্রকৃত সত্যের জ্যোতি। থাকেন সরব
তাড়নে দুষ্টের দলে মহিনী পরমা।

বহু কাল থেকে তারে পেলাম চৌকস
মনেতে নিখাদ সোনা। সায়াহ্নের রূপে
চন্দ্রিমা উদ্যান কোন। অতুল্য সাহস
ধারণে অন্তর পুরে চলেন নিশ্চুপে।
আয়নাময়ী ভাসুন গুণের ভেলায়
চিরস্থায়ী অবিরত জীবন বেলায়।



মন্তব্য ১৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১:৪৯

সোনাগাজী বলেছেন:



কেহ যদি নারীকে সন্মান না'করে, মনে করতে হবে, কবি ধরাধাম ছেড়ে চলে গেছে।

০৮ ই মার্চ, ২০২৩ রাত ২:১৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: নারীর প্রাপ্য সম্মান তাকে না দেওয়া অপরাধ।

২| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ৩:২১

কামাল১৮ বলেছেন: নারী গৃহ লক্ষ্মী হয়ে থাকলে পুরুষের অনেক লাভ।গৃহের বার হলে সর্বনাশ।কতো কাল আর বন্দী থাকবে তারা।এবার সময় হয়েছে শিকল ভাঙ্গার।
নারীকে অসম্মান না করলেই হলো।ভিক্ষা চাই না কুত্তা সামলান।

০৮ ই মার্চ, ২০২৩ রাত ৩:২৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: শিকল ভেঙ্গেও নারী গৃহ লক্ষ্মী থাকতে পারে।

৩| ০৮ ই মার্চ, ২০২৩ ভোর ৫:৫৮

কামাল১৮ বলেছেন: সন্মান সম্মান করেন ,সন্মানের অর্থ বুঝেন।নারীকে চড় থাপ্পর মারা কি তাকে সম্মান করা?
যা ইসলামে অনুমোদন আছে।পিতার সম্পদের পুত্রের অর্ধেক পাবে মেয়ে,এটাকি নারীকে।সম্মান করা।একজন পুরুষ সাক্ষীর সমান দুই জন নারী সাক্ষী এটা কি তাকে সম্মান করা।একজন পুরুষ চারটা নারীকে একসাথে বিয়ে করে রাখতে পারবে এটা কি নারীকে সম্মান করার নমুনা।নারী ইসলামের এই সম্মান চায় না।সে একজন পুরুষের সমান অধিকার নিয়ে বাঁচতে চায়।

০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:০৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পুরুষের বহু বিবাহ আগে থেকেই ছিল, ইসলাম এটাকে চারে সীমাবদ্ধ করেছে। ইসলাম চারটা বিবাহ ফরজ করেনি। নারী সম্পত্তির মালিক ছিল না। ইসলাম তাকে সম্পত্তির মালিক বানিয়েছে। অপরাধী যেই হোক তার জন্য দন্ড থাকা দরকার। আর এটাতো ধর্মীয় পোষ্ট নয়। এখানে আপনি অহেতুক ধর্মকে টেনে আনছেন কেন?

৪| ০৮ ই মার্চ, ২০২৩ ভোর ৬:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: নারী অধিকার সমুন্নত হোক

০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১০

মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।

৫| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ৮:২৮

অনামিকাসুলতানা বলেছেন: ধন্য বাদ।

০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।

৬| ০৮ ই মার্চ, ২০২৩ সকাল ১১:৪৮

কামাল১৮ বলেছেন: জেনে কথা বলবেন।ইসলামের আগে ছেলে মেয়ে পিতার সম্পদের ভাগ সমান সমান পেতো।খাদিজার এতো সম্পদ কোথা থেকে আসলো।হেরা পর্বতের গুহা থেকে।
আপনি স্বঘোষিত মুমিন।তাই আপনার কাছে প্রশ্ন।জানলে উত্তর দিবেন।নয়তো চুপ করে থাকবেন।আপনাকে বলিনাই উত্তর দিতেই হবে।আমার মন্তব্য দুই একজন হলেও পড়ে। তাদের জন্য লিখি।

০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: খাদিজা তার স্বামীর সম্পত্তি পেয়েছে। ইসলামের আগে ছেলে মেয়ে পিতার সম্পদের ভাগ সমান সমান পেতো -আপনার এ কথার রেফারেন্স কি? আমি তো এটা প্রথম শুনলাম।

৭| ০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১২:০০

কামাল১৮ বলেছেন: সম্মান আর গৃহলক্ষ্মী নিয়েই কথা বলছিলাম।এই শব্দ দুটিই আপনার কবিতায় আছে।তার পর কথায় কথা এসে গেছে।যাকে উৎসর্গ করেছেন সেই এটার সমাধান করে দিক।আমি যদি ভুল বলে থাকি ক্ষমা চেয়ে নিবো।

০৮ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৪০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি ক্ষমা চেয়ে আমাদেরকে ছোট করবেন না - আমি শুধু বলেছি যা ধর্মীয় পোষ্ট নয় তাতে ধর্মীয় আলোচনা থেকে বিরত থাকতে। আর নারীকে সম্মান করতে আমি ধর্মের বিবচনা করি না।

৮| ০৮ ই মার্চ, ২০২৩ রাত ১০:৫০

সায়েমার ব্লগ বলেছেন: বাহ! ভাল লাগলো! মঙ্গল হউক আপনার!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.