নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

আমি ছয় জনের একজন ব্লগার

২১ শে মার্চ, ২০২৩ ভোর ৬:৫৮



এক সময় দেখেছি আমি সামহেয়্যার ইন ব্লগের উপস্থিত চার জন ব্লগারের একজন ব্লগার। এখন দেখছি আমি সামহেয়্যার ইন ব্লগের উপস্থিত ছয় জন ব্লগারের একজন ব্লগার। এদের মধ্যে ক’জন লগ ইন করে ঘুমিয়ে পড়া ব্লগার? ক’জন লগ আউট করতে ভুলে যাওয়া ব্লগার? ক’জন এখানে লগ ইন করে অন্যত্র ঘুরে বেড়ানো ব্লগার? ব্লগ কি তবে মন্দার মধ্যে পড়েছে? অবশেষে সামহেয়্যার ইন ব্লগ বিক্রি হবে কি? লস দিয়ে কে কিনবে এ ব্লগ? ব্লগের নতুন মালিক ও মডু কেমন হবে? পরিবর্তিত অবস্থায় আমরা কি বেশী সুবিধা পাব নাকি কম সুবিধা পাব? এতে কি ব্লগের অবস্থা আগের চেয়ে উন্নত হবে? ইত্যাদি নানান চিন্তা মাথায় আসে? তাহলে কি আমার ‘মহাজাগতিক চিন্তার’ পরিশোধন প্রয়োজন? কিন্তু নিক নেম কিভাবে পরিশোধন করা যাবে? ব্লগে তেমন কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না।

একদা ব্লগের অবস্থা আরো ভালো ছিল। যখন মানুষের মনে কৌতুহল ছিল ব্লগ নাজানি কি? এখন মনে হয় মানুষের মনের কৌতুহল মিটেছে। সেজন্য কম লোক এখন এ মুখো হচ্ছে। অবশিষ্ট জনেরা মুখ ফিরিয়ে নিলে ব্লগ হয়ে যাবে ইতিহাস। তখন বলা হবে, একদা ব্লগ নামক একটা বস্তু ছিল।তথায় অদ্ভুত নিকের সব ব্লগার বিরাজমান ছিল। একজনের নিক ছিল, ‘মলাসইলমুইনা’। এটা আবার কি? পরে উল্টা করে পড়ে বুঝলাম। এটা হলো, নাইমুল ইসলাম। একজনের নিক ছিল, ‘নজসু’। এটা পড়লাম, সুজন। এসবের মানে কি? ব্লগে কি তবে উল্টা-পাল্টা কাজ কারবার চলে?

সেকালে আমরা বলতাম, ম্যান ইজ মরটাল- মানুষ মাত্রই ভুল আছে। কিন্তু ব্লগে ভুল করলেই ব্লগের লোকেরা দল বেঁধে ঘিরে ধরে। তখন পালাবার পথ খুঁজে পাওয়া মুশকিল হয়ে পড়ে। সেখান থেকে একবার কোন মতে বেঁচে গেলে, মন বলে, বড্ড বেঁচে গেছিরে ভাই। ঘরের খেয়ে বনের মোষ তাড়াতে গিয়ে বিপদে পড়ে অবশেষে অনেক ব্লগার ফেরার হয়। এটাও ব্লগের একটা সোন্দর্য। এ সোন্দর্য বৃদ্ধি পেতে পেতে ব্লগ কি তবে একদা বিলুপ্ত হবে? এখানে পরমত সহিষ্ণুতার বড় অভাব! আর ব্লগের মডু ব্লগে গোলাপ চাষে ব্যস্ত রয়েছেন। কাঁটাদার এ ফুলগাছ দেখতে অনেক সুন্দর। যা ব্লগে কালে ভদ্রে দেখা যায়। যেমন, ‘শায়মা’। এইরে নাম বলেছি তো মরেছি। সোনাগাজী তবে বলবেন, শায়মা আবার ব্লগার হলো নাকি? এদিকে সোনা ভাইকে একজন বলে বসবে, আরে এর কথা শুনবেন না এতো অপ ব্লগার। অপু কি তবে ভালো ব্লগার? যে কিনা ব্লগের চোর ধরে? তাতেও সোনা ভাইয়ের আপত্তি। তবে কি রানু? আ হা হা! তাকে নিয়েও তো বড় গন্ডোগোল। শেষে একটা নাম বলি, শেরজা তপন। তাতে কি কারো আপত্তি আছে? নাহলতরকারী, নিকটা মাঝে মধ্যে নজরে আসে। আশা-হতাশার শেষ কথা, কল্যাণ হোক ব্লগের। চিরজীবি হোক সামু। ভালো থাকুক সামু মামুর ভাগিনা বৃন্দ।

বি,দ্র- এর মধ্যে একজন ব্লগার বেড়েছেন,‘ জ্বী হা ভাই ৪২০’ । এভো বলবে কোথায় সে? সেতো এখন ব্লগে নেই। আপনি প্রমাণ দেখান, সে ব্লগে ছিল। অবশেষে মনে হবে পোষ্ট দেওয়ার চেয়ে না দেওয়াই ভালো ছিল। সোনাভাই বলবেন, যত্তসব ডো ডো পাখি আর লিলিপুটিয়ানরা গারবেজ পোষ্ট দেয়। জ্যাকস্মিত বলবে, নিম্নমানের পোষ্ট, ব্লগটিম প্রথম পাতা থেকে সরিয়ে দিয়েছে।

পোষ্ট দিয়ে লগ ইন থাকা অবস্থায় ঘুমিয়ে পড়েছিলাম। জেগে দেখি সোনাভাই তিনটি মন্তব্য করেছেন। তথাপি জিকো ব্লগ বলবে সোনাগাজী আপনার কি উপকার করে? আরে এসব গোপন কথা আবার বলতে হয় নাকি? এরপর এ পোষ্ট আলোচিত পাতায় গেলে কার অবদান বেশী বলে বিবেচিত হবে? আর রানু, সেও লোকের পোষ্টে মন্তব্য করে। সুতরাং কি বলব?

মন্তব্য ২৭ টি রেটিং +২/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৪২

সোনাগাজী বলেছেন:



আপনি যখন 'লগিনকরা ব্লগারদের' স্পেপশট নিয়েছেন, আমার নিকটা ছিললো; আমি একটিভ ছিলাম, পড়ার চেষ্টা করছিলাম; দেখছিলাম, ইন্টারেষ্টিং কিছু আছে কিনা! আসলে ইন্টারেষ্টিং কিছু নেই। আমার কষ্ট লাগে, শিক্ষিত বাংগালীরা ইন্টারেষ্টিং কিছু লিখতে পারেন না।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: বুঝাগেল আপনি লগ আউট করতে ভুলেযাননি। তখন িএকটিভ থাকার জন্য আপনাকে ধন্যবাদ।

২| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৫০

সোনাগাজী বলেছেন:



গত ২ দিনে বিশ্বে একটি ভয়ংকর ঘটনা ঘটেছে: ১৬৬ বছর আগে প্রতিষ্টিত ব্যাংক "কেডিট সুইস"কে জোর করে বিক্রয় করা হয়েছে; যেই ব্যাংকে হাজার হাজার বিলিয়ন ডলার জমা ছিলো সব সময়, সেটি মাত্র ৩ বিলিয়ন ডলারে বিক্রয় করা হয়েছে। আমি সেই ঘটনা নিয়ে পোষ্ট দিয়েছি; এই পোষ্টটি পা ঠক পায়নি; কারণ কি? কারণটা সোজা, এই ভীষণ ঘটনাটিকে অনুধাবন করার মতো বাংগালীর অভাব।

এই জাতি ব্লগের গুরুত্ব বুঝতে পারবে বলে মনে হয় না।



২১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০২

মহাজাগতিক চিন্তা বলেছেন: বাংলাদেশের অনেক ব্যাংকের অবস্থা ভালো নেই। এসব হতাশাজনক বিষয়।

৩| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৭:৫৪

সোনাগাজী বলেছেন:



অপু তানভীরের আজকের ভ্রমণ পোষ্টটা পড়েছেন? এই রকম কাউয়ার ঠ্যাং ভ্রমাণ পোষ্ট কেহ পড়বেন?

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৭

মহাজাগতিক চিন্তা বলেছেন: ৮৪ বার পঠিত দেখলাম।

৪| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৫

সোনাগাজী বলেছেন:



লেখক বলেছেন: বাংলাদেশের অনেক ব্যাংকের অবস্থা ভালো নেই। এসব হতাশাজনক বিষয়।

-বাংলাদেশের ব্যাংকগুলোকে ব্যংক না'বলে, বলতে হয়, দক্ষ ডাকাতদের ক্লাব।

২১ শে মার্চ, ২০২৩ সকাল ৮:০৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে কি লোকেরা ডাকাতদের হাতে টাকা তুলে দেয়?

৫| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:০৬

শেরজা তপন বলেছেন: টেনশন নিয়েন না ব্লগে এর থেকে অনেক বেশি দূর দিন গিয়েছে ব্লক বিক্রি হচ্ছে না এটা নিশ্চিত!
আমাকে কোন দলে ফেললেন কাঁটাওয়ালা ফুলের দলে নাকি ক্যাচাল পার্টির? :)

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনাকে সেরা ব্লগার বলায় এখনো কেউ আপত্তি তোলেনি। আর আপনি একজন সজ্জন ব্যক্তি।

৬| ২১ শে মার্চ, ২০২৩ সকাল ৯:১০

স্বপ্নবাজ সৌরভ বলেছেন:
গতকাল জ্যাক স্মিথ আর শ্রদ্ধেয় শাহ আজিজ স্যারের পোষ্টে মন্তব্য পড়েছে যথাক্রমে ২৫ আর ২৪ টা। তাছাড়া অন্য কারো পোস্টে ২০টা মন্তব্যও পড়েনি।
গতকাল এক হতাশাজনক ব্লগিং ছিল।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩২

মহাজাগতিক চিন্তা বলেছেন: যারা পোষ্টে মন্তব্য করে তারা ভালো লোক। কারণ এটা পরিশ্রমসাধ্য বিষয়।

৭| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: তখন হয়তো আমি থাকতাম।
কিন্তু আমার মেয়ের ঘুম ভেঙ্গে গিয়েছিলো। সে আমার কাছে গল্প শুনতে চেয়েছিলো।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৩

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি চারের চেয়ে কম একটিভ ব্লগার কখনো দেখেছেন?

৮| ২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:২৬

পদাতিক চৌধুরি বলেছেন: এরকম লগ ইন ভাটা আগেও বহুবার চোখে পড়েছে। কিন্তু তার মধ্যে দিয়েও চলছে সামু। পাঠক বেশি হলে দেখতেও ভাল লাগে কিন্তু কি আর করার।

২১ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:৩৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার গল্পগুলো সুখপাঠ্য হয়।

৯| ২১ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৭:০৪

সোনাগাজী বলেছেন:



জিকোব্লগ, জটিল ভাই, রেজাউল, এসব ক্রিমিন্যালদর উপস্হিতি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছে, জাতির কি পরিমাণ শিক্ষিত লোকজন ক্রিমিনাল কাজে নিয়োজিত!

২২ শে মার্চ, ২০২৩ ভোর ৫:৫৯

মহাজাগতিক চিন্তা বলেছেন: পাঁচ বার দূর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে আমরা প্রমাণ করেছি আমাদের জাতি কতটা ক্রিমিনাল। শুধু শুধু তিনজনের নাম বলে আর কি হবে।

১০| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:১১

শায়মা বলেছেন: কাঁটাওয়ালা গোলাপ!!

এটা কেমন উপমা একটু এক্সপ্লেইন করো ভাইয়ু!


কাঁটাভাঙ্গা গোলাপ দেখি আমি আজকাল ব্লগে। :)

২২ শে মার্চ, ২০২৩ ভোর ৬:০০

মহাজাগতিক চিন্তা বলেছেন: গোলাপ গাছে তো কাঁটা থাকে।

১১| ২১ শে মার্চ, ২০২৩ রাত ৯:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন একুশ জন আছে আমি ৭ নম্বর।

২২ শে মার্চ, ২০২৩ ভোর ৬:০১

মহাজাগতিক চিন্তা বলেছেন: এখন আছে ৯ জন।

১২| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১০:১৪

রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: আপনি কি চারের চেয়ে কম একটিভ ব্লগার কখনো দেখেছেন?

না এরকম কখনও দেখিনি। সবচেয়ে কম দেখেছি ছয় জন।

২২ শে মার্চ, ২০২৩ ভোর ৬:০৪

মহাজাগতিক চিন্তা বলেছেন: এমনও কি হতে পারে যে, ব্লগে ঢুকে দেখলেন আপনি ছাড়া কোথাও কেউ নেই?

১৩| ২১ শে মার্চ, ২০২৩ রাত ১১:০৩

মরুভূমির জলদস্যু বলেছেন:
- অভিনন্দন আপনাকে।

২২ শে মার্চ, ২০২৩ ভোর ৬:০৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি মরুভূমির ভদ্রলোক। আর মরুভুমি জনশূন্য থাকে। সেজন্য আপনি জলে গিয়ে পেশাগত দায়িত্ব পালন করেন।

১৪| ২৫ শে মার্চ, ২০২৩ রাত ১১:১০

জটিল ভাই বলেছেন:
প্রিয় ভাই,
প্রতিনিয়ত নতুন নতুন খেতাব প্রাপ্তি কেবল খেতাবের ঝুড়ির ওজন বাড়াচ্ছে। এতো খেতাবের ভার সইবার সক্ষমতা না থাকায় ব্লগমুখী হবার সাহস পাই না :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.