|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
 
  
জাতির জনক ঘরে ঘরে দূর্গ গড়ে তুলতে বললেন। অত:পর বিভিন্ন ঘর থেকে হানাদারের উপর হামলা হলো। অবশেষে দিশেহারা হানাদার আত্মসমর্পন করলো।অবশেষে আমরা স্বাধীন হলাম। অবশেষে আমরা স্বাধীনভাবে দূর্নীতি করলাম। অবশেষে আমরা দূনীর্তিতে পাঁচবার বিশ্বচ্যম্পিয়ন হলাম।কথাছিল স্বাধীণতার পর ঘরে ঘরে স্বাধীনতার সুফল পৌঁছে দেওয়া। আমরা ঘরে ঘরে দূর্নীতি পৌঁছে দিলাম। এখন দেশের বিচারকও অবিচার করে বিচারিক ক্ষমতা হারায়। দেখাগেলো এরা খুনের মামলার বাদীকে ফাঁসি দিয়ে আসামীকে বে-কসুর খালাস দিয়ে দিলো। যে দেশে ঘুষের টাকায় মামলার রায় পাল্টে যায়, সে দেশে জনগণের টাকায় বিচারক পোষা হয় কোন কারণে? উকিল ও বিচারক জনগণের পকেট কাটে। তথাপি তারা সুবিচারের বদলে অবিচার পায়।
এদেশে অমুক ভাই তমুক ভাইয়ের চরিত্র হলো ফুলের মত পবিত্র। অপবিত্র হলো জনগণের শান্তিতে বেঁচে থাকার ইচ্ছা। অমুক ভাই তমুক ভাইয়ের পকেট তো দিন দিন ভারী হচ্ছে এবং খালি হচ্ছে জনগণের পকেট। জনগণ একদলের উপর বিরক্ত হয়ে অন্য দলে যাচ্ছে। অত:পর সেই দলের উপর বিরক্ত হয়ে পূর্ব দলে ফেরত যাচ্ছে। সেই দলেও তারা স্থায়ী হতে পারছে না। দল সমূহ এভাবে জনগণকে বাঁদরে জাতিতে পরিণত করেছে।
অসহায় জনগণ আল্লাহর নিকট বিচার দিয়ে একটু শান্তি লাভ করবে, তাতেও বাগড়া দেয় একদল। তারা বলে ওসব আল্লা-টাল্লা কিচ্ছু নাই। আল্লা হইলো মানুষের সৃষ্টি। তারা আল্লাহর নবিকে (সা.) গালাগালি করে। কতিপয় আবার তাদেরকে কুফিয়ে মারে। এসব তামাসার জন্য দেশটা স্বাধীন হয়ে ছিল কি?
পাকিরা বাঙ্গালী শাসন মানবেনা বলে হানাদার হলো। এখন তারা বলছে বাঙ্গালী শাসনই ভালো হতো। তা’ তোরা সে কথা বুঝলি পঞ্চাশ বছর পর? দেশের যে কোন নির্বাচিত ব্যক্তি শাসক হবে। দেশের যে কোন উপযুক্ত স্থান রাজধানী হবে এটাই তো নিয়ম। মাথামোটা পাকিরা এর বিরোধীতা করে ছিল কোন কারণে?
তারা দেশ শাসনে অদক্ষ এবং আমাদের ঝুলিতে আছে ভরপুর দূর্নীতি। আলাদা হওয়ার পর একদেশ অদক্ষতায় পরিপক্ক এবং অন্যদেশ দূর্নীতিতে অনন্য হয়ে গেল। কতকাল আর এভাবে চলবে? এদেশের মাটিতে কি শুধু আগাছাই জন্মাবে? এদেশের ব্লগ বলে ব্লগটাও জঙ্গলে ভরে যায়। মডু তখন জঙ্গলে বসবাসের জন্য হাপিত্যেশ করে। সোনা এন্ড জটিল কোং মুখোমুখি। দেখা যাক তারপর কি হয়? তবে এদেশে মন্দ এবং দ্বন্দ্ব ছাড়া ভালো কিছু আশা করা যায় না।
 ২২ টি
    	২২ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ১২:১৪
২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ১২:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি দর্শক সারিতে আছি। সোনা ভাই খুব খুশী ছিলেন। আপনার অনুপস্থিতিতে তিনি ফাঁকা পোস্টে মহানন্দে গোল দিয়ে যাচ্ছিলেন। তা’ আপনি আবার পালিয়ে গিয়ে কোথা থেকে আবার হাজির হলেন?
২|  ২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ১:০৫
২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ১:০৫
গেঁয়ো ভূত বলেছেন: অসাধারণ!!!!!
  ২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৩৭
২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৩৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: উৎসাহ প্রদানের জন্য অনেক অনেক ধন্যবাদ।
৩|  ২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৩৮
২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৩৮
রাজীব নুর বলেছেন: চাচাজ্বী আসলে আপনি কি বলতে চাচ্ছেন?
  ২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৫৯
২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ২:৫৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমি বলতে চাচ্ছি আল্লাহকে যারা মানুষের সৃষ্টি বলে তারা আসলে মিথ্যা কথা বলে।
৪|  ২৬ শে মার্চ, ২০২৩  বিকাল ৪:৫১
২৬ শে মার্চ, ২০২৩  বিকাল ৪:৫১
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: সোনা গং  এ কেকে আছে?
জটিল গং এ কেকে আছে? 
  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৫
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: সেটা মোটামুটি সবাই জানে। আপনি তা’ জানার বাইরে রইলেন কেমন করে?
৫|  ২৬ শে মার্চ, ২০২৩  বিকাল ৫:৩৩
২৬ শে মার্চ, ২০২৩  বিকাল ৫:৩৩
সোনাগাজী বলেছেন: 
মিলিটারী ( জিয়া, এরশাদ, বেগম জিয়া ) দেশকে ভুল পথে নিয়ে গেছে; শেখ হাসিনা মিলিটারীর প্রভাব কমায়েছেন, কিন্তু  দেশকে বিশ্বের ভালো দেশসমুহের কাতারে আনতে পারেননি; আমরা এশিয়ার ভেতরে আরেক আফ্রিকা।
  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৫
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: হতাশাই আমাদের একমাত্র সম্বল।
৬|  ২৬ শে মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:২১
২৬ শে মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:২১
সোনাগাজী বলেছেন: 
শেখ সাহেবের ডাকে "কোন শ্রেণীর মানুষ হাতে অস্ত্র নিয়েছিলেন? তাঁরা সংখ্যায় কি পরিমাণ ছিলেন?" আজকে যারা বনারের কলা ভাগ করছে, এরা শেখ সাহবের ডাকে বের হয়েছিলো? ১৯৭১ সালে একজন সেক্রেটারী, একজন প্রফেসর, একজন ব্যবসায়য় অস্ত্র হাতে নিয়েছিলো? 
শেখ সাহবের সময় "জটিল"এর মতো লোকেরা মিডিয়ায় লেখার সাহস করতো?
  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৮
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: শেখ সাহেবের সময়ের সাথে জটিলের কি সম্পর্ক?
৭|  ২৬ শে মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৬
২৬ শে মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:৪৬
রানার ব্লগ বলেছেন: হ্যা সুফল তো ঘড়ে ঘড়ে পৌছে দেয়া হচ্ছে, ব্রয়লার মুরগী ৩০০ টাকা কেজি খাচ্ছি। ভড়াডুবির দেশ পাকিস্থানে গরুর মাংস ৬০০ রুপি যা বাংলা টাকায় ২৬০ টাকা আর আমরা খাচ্ছি ৮০০ টাকা কারন আমরা নিজেরাই খামারে গরু উতপাদন করি। সুফল আর সুফল।
  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৯
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:১৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমরা এখনো স্বাধীনতার কাঁচকলা ধরে বসে আছি।
৮|  ২৬ শে মার্চ, ২০২৩  রাত ৮:১৪
২৬ শে মার্চ, ২০২৩  রাত ৮:১৪
জ্যাক স্মিথ বলেছেন: স্বাধীনতার সুফল ভোগ করবে রাজনীতিবিদেরা, আম পাবলিকের স্বাধীনতা কোন কালেই ছিলো না।
  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:২০
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু যুদ্ধ করেছে আম জনতা।
৯|  ২৬ শে মার্চ, ২০২৩  রাত ৯:৫৩
২৬ শে মার্চ, ২০২৩  রাত ৯:৫৩
কামাল১৮ বলেছেন: ফলটা কোথায় যে ঘরে ঘরে পৌছে দিবেন।
  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:২০
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:২০
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্যার ঠিক বলেছেন। ফলটাই এখনো স্বাধীনতার গাছে ধরেনি।
১০|  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:৪৩
২৭ শে মার্চ, ২০২৩  রাত ১২:৪৩
সোনাগাজী বলেছেন: 
লেখক বলেছেন: শেখ সাহেবের সময়ের সাথে জটিলের কি সম্পর্ক?  
-সম্পর্ক হলো, শেখের সময় সব ক্রিমিনাল পালিয়ে পাকিস্তান চলে গিয়েছিলো। জিয়ার সময় সাপের গোষ্ঠী ফেরত এসেছিলো।
  ২৭ শে মার্চ, ২০২৩  ভোর ৪:২৮
২৭ শে মার্চ, ২০২৩  ভোর ৪:২৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: জটিল গং আপনার জন্য জটিল পরিস্থিতি তৈরী করবে। আপনাকে সেটা সামলে চলতে হবে।
১১|  ২৭ শে মার্চ, ২০২৩  রাত ৩:৩৬
২৭ শে মার্চ, ২০২৩  রাত ৩:৩৬
কামাল১৮ বলেছেন: আপনাকে একটা অনুরোধ করছি।আমি কোন স্যার না।আমাকে কামাল বললেই যথেষ্ট।আপনি একজন বুজুর্গ মানুষ।
  ২৭ শে মার্চ, ২০২৩  ভোর ৪:২৬
২৭ শে মার্চ, ২০২৩  ভোর ৪:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: একজন ফ্রিডম ফাইটার হিসাবে আপনাকে সম্মান করি।
১২|  ২৭ শে মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৩
২৭ শে মার্চ, ২০২৩  সন্ধ্যা  ৬:৫৩
জটিল ভাই বলেছেন: 
লেখক বলেছেন: আমি দর্শক সারিতে আছি। সোনা ভাই খুব খুশী ছিলেন। আপনার অনুপস্থিতিতে তিনি ফাঁকা পোস্টে মহানন্দে গোল দিয়ে যাচ্ছিলেন। তা’ আপনি আবার পালিয়ে গিয়ে কোথা থেকে আবার হাজির হলেন?
এভাবে না বলে আপনার গরুজীর মতো বলতে পারতেন, জেলে ছিলেন নাকি? 
©somewhere in net ltd.
১| ২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ১২:০৫
২৬ শে মার্চ, ২০২৩  দুপুর ১২:০৫
জটিল ভাই বলেছেন: অসাধারণ লিখনী, যুক্তি আর শব্দচয়ন। তবে,
 অসাধারণ লিখনী, যুক্তি আর শব্দচয়ন। তবে,

পোস্টটা প্রিয়তে না নিয়ে পারলাম।
"সোনা এন্ড জটিল কোং মুখোমুখি। দেখা যাক তারপর কি হয়?" এই অংশে হাহালুখুগে।
তা আপনি কোন কোম্পানির ডিলারসীপ নিলেন?