নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
জুল ভার্ন বিদায়েতে নক্ষত্র পতন
ঘটলো ব্লগের রাজ্যে। হতবাক সব
সুবোধ ব্লগার বৃন্দ; করে অনুভব
তারা তাঁর সুবচন হারানোর শোক।
রতন কথনে ভরা ছিল যাঁর মন
তাঁর অনুপস্থিতির বেদনা নিরব
যন্ত্রণা বিস্তারে খুব।যতটা সম্ভব
বিলাতেন এ ব্লগার গুণের আলোক।
অভিমান ছেড়ে প্রিয় আসবেন ফিরে
আবার সবার মাঝে। সকলের মতি
সুবাতাস বইবেই ব্লগ নদী তীরে
ব্লগেতে সে আগমনে বেড়ে যাবে গতি।
কারো জন্য কেন হবে বঞ্চিত সবাই?
সেজন্যই আপনাকে ফিরে পেতে চাই।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: তবে কি তিনি আপনার কারণেই ব্লগ ছেড়েছেন? আমার অবশ্য সেরকমটাই মনে হয়েছে।
২| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৮:৫৮
স্মৃতিভুক বলেছেন: আহা, কি মহানুভব চিড়িয়া! আমি নিশ্চিত এই চিড়িয়াকে নিয়েই সেই বানরের রুটি ভাগের গল্প লেখা হয়েছে।
তারপর…….চিড়িয়া, কেমন লাগছে তোমার মনুষ্য-সমাজ?
তোমার বাঁদরামীতে অতিষ্ঠ হয়ে কতিপয় মানব-সন্তান নানা আকথা-কুকথা বলছেন, এমনকি নিজ-গৃহ ত্যাগ করেছেন। আমি কিন্তু একদমই ওনাদের দলে নেই, এমনকি ওনাদের বিন্দুমাত্রও সমর্থন করছি না।
বাঁদর যদি বাঁদরামী না করে তবে বুঝতে হবে প্রলয়ের আর বেশি দেরি নেই। ওই যে বলে না, 'বাঁদরের কাজ বাঁদর করেছে, লেজ ঢুকিয়েছে স্বীয় পশ্চাৎদেশে, তাই বলে কি এই কাজ নিয়ে মানুষের হাসি শোভা পায়!
হে শাখামৃগ, তুমি তোমার কর্মকান্ড দিয়ে আমাদের যুগ যুগ ধরে বিনোদিত করে যাও।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: কারো কারো মাঝে এমন অভ্যাস শৈশব থেকেই তৈরী হয় এবং অবশেষে তারা আর সে অভ্যাস ছাড়তে পারে না। আমি মনে করি তাকে এভোয়েড করলেই চলে। তার জন্য ব্লগ ছেড়ে যাওয়া ওভার রিএকশন।
৩| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:২০
সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: আমি জানি না কি হয়েছে । তবুও বলবো প্রিয় জুল র্ভান অবশ্যই ফিরে আসবেন । নিজের জন্য হলেও ফিরে আসবেন । মান অভিমান এসবের ভার্চয়াল জগতে কোন মূল্য নেই ।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:১৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: অনেক ব্লগার আন্তরিক ভাবেই চান তিনি ফিরে আসুন।
৪| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫০
সোনাগাজী বলেছেন:
@স্মৃতিভুক,
আপনি লিখতে পারেন না; এভাবে কতদিন ব্লগিং চলবে আপনার? আপনার থাকা হবে না।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্মৃতিভুকের কমেন্টের ওজন অনেক। কমেন্টের ক্ষেত্রে তাঁর থেকে আমার ওজন কম মনে হয়। আর পোষ্ট, পাঠ ও কমেন্ট সবই ব্লগিং এর অংশ। সুতরাং লিখতে পারে না বলে আপনি কোন ব্লগারকে অসম্মান করতে পারে না।
৫| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ৯:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: দ্রোহের আগুন জ্বলছে জুল ভার্ন
ফিরে আসুন ফিরে পেতে চাই এখনি
স্লোগান বয়ে যাচ্ছে পাতায় পাতায়
দৃষ্টিরাকুন এ দ্রোহের গান জুল ভার্ন!
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুবোধ ব্লগারদের সবাই তাঁর প্রত্যাবর্তন চায়।
৬| ৩০ শে মার্চ, ২০২৩ সকাল ১১:০৪
সোনাগাজী বলেছেন:
"খোলা তলোয়ার" নামে ১টা পোষ্ট এসেছিলো ব্লগে, উনার কাছে খোলা পত্র হিসেবে লিখেছেন ১বিখ্যাত ব্লগার; সেই পোষ্ট উনার উপর মানসিক চাপ সৃষ্টি করেছে কিনা? পোষ্টের নামটা শুনলে একটা খারাপ অনুভুতির সৃষ্টি হয়।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: তিনি মনে হয় আপনার কথাই বলেছেন।
৭| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: ব্লগার জুল ভার্ন ভাইকে নিয়ে সুন্দর একটা সনেট লিখেছেন। আশাকরি উনি এসব কিছু দেখে সিদ্ধান্ত বদল করবেন।সনেটটির জন্য ধন্যবাদ আপনাকে।
শুভেচ্ছা জানবেন।
৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ১:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: তথাপি যদি তিনি ফিরে আসেন। তাহলে আমার সনেট লেখা সার্থক হবে।
৮| ৩০ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫০
রাজীব নুর বলেছেন: জটিলভাই নামক একজন জুলভার্নকে নিয়ে কি যেন লিখেছিলেন। এরপর থেকে জুল ভার্ন সামুতে নেই।
৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৩:৪০
মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনি কি মনে করেন জটিলের কারণেই জুল ভার্ন ব্লগ থেকে বিদায় গ্রহণ করেছেন?
৯| ৩০ শে মার্চ, ২০২৩ বিকাল ৪:০৩
জটিল ভাই বলেছেন:
রাজীব নুর বলেছেন: জটিলভাই নামক একজন জুলভার্নকে নিয়ে কি যেন লিখেছিলেন। এরপর থেকে জুল ভার্ন সামুতে নেই।
আর জনৈকে (ভয়ে বা শ্রদ্ধায় নয়, ঘৃণায় নাম উচ্চারণ করা হয় না) নিয়ে অনেককিছু লিখার পরও সামুতে রয়েছে। তাহলে যে জনৈক আসলেই মানুষ নয় আপনিও তাতে একতমত পোষণ করছেন। নয়তো তারও সামুতে থাকার কথা না।
৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: এমন ইশারা ইঙ্গিতে কথা না বলে খোলাখুলি কথা বলাই ভালো।
১০| ৩০ শে মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৩৭
সোনাগাজী বলেছেন:
"খোলা তলোয়ার" উনাকে বিভ্রান্ত করেছে; উনি সেখানেই ঘোষণা দেন যে, তিনি চলে যাবেন; উহা ভুল সিদ্ধান্ত ছিলো।
৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৭
মহাজাগতিক চিন্তা বলেছেন: তাহলে তার বিদায়ের কারণ খোলা তলোয়ার?
১১| ৩০ শে মার্চ, ২০২৩ রাত ৯:৩৫
সোনাগাজী বলেছেন:
দেখিয়েন, "খোলা তলোয়ার" আবার আপনার কাছে পাঠায় কিনা!
৩০ শে মার্চ, ২০২৩ রাত ১০:৪৮
মহাজাগতিক চিন্তা বলেছেন: আমাকে পাঠালে আমি খাপে ঢুকিয়ে আলমারীতে রেখে দেব।
১২| ৩১ শে মার্চ, ২০২৩ সকাল ১০:৪৩
সোনাগাজী বলেছেন:
জুল ভার্ন ব্লগার জটিল ভাইয়ের খারাপ লেখাগুলোকে সমর্থন করে মন্তব্য করতেন; এতে উনি ক্রমেই বিভ্রান্তীর শিকার হয়েছেন।
৩১ শে মার্চ, ২০২৩ দুপুর ১২:৫১
মহাজাগতিক চিন্তা বলেছেন: তারমানে আপনি বলতে চাচ্ছেন জটিল পরিস্থিতি সৃষ্টির আসল কারণ হলো জটিল?
©somewhere in net ltd.
১| ৩০ শে মার্চ, ২০২৩ ভোর ৪:০৪
সোনাগাজী বলেছেন:
উনি আমাকে কমেন্ট ব্যান করে রেখেছিলেন; তারপরও উনার পোষ্ট পড়তাম।
উনি আমার পোষ্ট পড়তেন না।