|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 মহাজাগতিক চিন্তা
মহাজাগতিক চিন্তা
	একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

ভাবনার জগৎ জুড়ে তুমি আছো অন্তরিন
তোমার প্রকাশে লোকে বলে পরকিয়া
তুমি বসনি তোমার জন্য রেখে দেওয়া পাশের আসনে
এখন ভাবনায় তুমি কিন্তু পাশে আছে অন্য কেউ।
সে এখন রানী এ সংসারে
তোমায় আমার ত্রি সীমায় দেখলে সে ঝাঁটা হাতে তেড়ে আসবে
তাতে আমার বলার কিছুই থাকবে না
কারণ এটা তার অধিকার।
পাশে একজন ভাবনায় অন্য জন
আমি কি তবে দ্বিচারি?
কেন নষ্ট করলে আমার চরিত্র
কেন আমার পাশে তুমি বসলে না?
জীবনের হিসাব মিলেনি বলে
তুমি চলে গেলে অন্যপথে
তবে স্মৃতি হয়ে রয়ে গেলে
এখন যে রানী তার অধিকার আমাকে মানতে হয়। 
প্রেমিক না স্বামী কে বড়? 
কেউ কি দিবেন এ প্রশ্নের উত্তর?
তবে পরকিয়াকে সবাই ঘৃণা করে
তুমি যাওনা তবে হৃদয় ছেড়ে হে সাবেক প্রিয়তমা।
 ১০ টি
    	১০ টি    	 +২/-০
    	+২/-০  ০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৩
০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: স্বামীর অন্য চিন্তা নারী জীবনকে অনিরাপদ করে। সেজন্য সে এতে ভীষণ ক্ষিপ্ত হয়। আর সমাজ তার পক্ষ নিয়ে স্বামীর অন্য চিন্তাকে পরকিয়া আখ্যা দিয়ে এটাকে ঘৃণার বিষয় বানিয়ে দিয়েছে।
২|  ০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৫১
০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৫১
জ্যাক স্মিথ বলেছেন: এক গবেষণায় দেখা গেছে বিয়ে করার পর ছেলেরা পর নারীর প্রতি আসক্ত হয় বেশি।
  ০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৪
০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: সমাজ এটাকে কোনভাবে সমর্থন করে না। কারণ এটা নারী জীবনকে অনিরাপদ করে।
৩|  ০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৫২
০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৫২
আলমগীর সরকার লিটন বলেছেন: আমরা গোপনে কি করি তারি প্রতিছবি কবি দা
গোপনে অনেক কিছুই হয় যারা হিসাব আপনে আপনি মিলাতে হয়;
ভাল থাকবেন-----------------কবি দা
  ০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৫
০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কিন্তু গোপন প্রেম প্রকাশ হলে বিপদ হয়।
৪|  ০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৫২
০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৫২
কাজী ফাতেমা ছবি বলেছেন: প্রথম প্রেম ভুলা যায় না  
 
সুন্দর হইছে
  ০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৬
০৩ রা এপ্রিল, ২০২৩  বিকাল ৩:১৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্য ও লাইকের জন্য ধন্যবাদ প্রিয় কবি।
৫|  ০৩ রা এপ্রিল, ২০২৩  রাত ১০:৫৫
০৩ রা এপ্রিল, ২০২৩  রাত ১০:৫৫
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রেমের বিয়ের পরও লোকে পরকীয়া করে। বোধহয় সম্পর্কে একঘেয়েমি চলে আসে।
৬|  ০৪ ঠা এপ্রিল, ২০২৩  দুপুর ২:০৯
০৪ ঠা এপ্রিল, ২০২৩  দুপুর ২:০৯
আরিফুর রহমান শুভ বলেছেন: আমি ধন্য জিবনে এমন একজন শিক্ষক পেয়ে। যার কাব্যে হৃদয় আকুল হয়ে যায়।
©somewhere in net ltd.
১| ০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৪৭
০৩ রা এপ্রিল, ২০২৩  দুপুর ১:৪৭
রানার ব্লগ বলেছেন: প্রেম বা ভালোবাসা যাই বলে তা যেকোন মুহুর্তে যেকোন অবস্থায় হতে পারে। এটা কে প্রেম বা ভালোবাসাই বলাই উত্তম । পরকিয়া নাম দিয়ে একে কলুষিত করার অর্থ নাই । বিয়ে হলেই যে মানুষের মন চাহিদা একক থাকবে এমন কিন্তু না ।