নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।
সাদামাটা দুপুর বর্ণিল হয়ে গেল যখন তুমি এলে
ঝিরঝিরে বাতাসে বকুলেরা ঝরে পড়লো তোমার আমার উপর
বললে, দেখ ফুলেরা আমাদেরকে স্বাগত জানায়
চলনা প্রাণখুলে হাসি দুজনে।
কোথা হতে এত হাসি চলে এলো
তখন পৃথিবীটা ঝকঝকে মনে হলো
কে মেজেদিল পৃথিবীর মলিন বদন?
আমাদের হাসি? আবার হাসলাম প্রাণ খুলে?
এসো হাতটা ধরো শক্ত করে যেন ছুটে না যায়
তার আগে চল না বিয়েটা করে ফেলি?
তবে তাই চল বিয়েটা করে ফেলি
তারপর আর শুধু হাত ধরা নয়, বরং জড়িয়ে ধরা হবে।
জড়িয়ে ধরা হবে! দু’জনে আবার হাসলাম
সে হাসি ঝরঝরে ছিল বকুল ফুলের মত
তুমি বললে, তারপর বাচ্চা হবে
আমি বললাম, বাচ্চা বলবে, পাপা কোলে নাও
তারপর প্রতিদিন নতুন গল্প তৈরী হবে
বাচ্চাদের মিষ্টি কথার গল্প
তবে আর দেরি করা কেন?
চল বিয়ে করে ফেলি। তবেইনা আমাদের বাচ্চা হবে।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৯:১৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: এজাতীয় কবিতা লেখার চেষ্টা করছি। লিখতে গিয়ে বুঝতে পারছি বিষয়টা আসলে ততটা সহজ নয়।
২| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:৪০
কামাল১৮ বলেছেন: ইসলামে প্রেম করা হা-রা-ম।হুজুর মানুষ হয়ে একি কাজ।তাও আবার রোজা রমজানে।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৯:০৯
মহাজাগতিক চিন্তা বলেছেন: পোষ্টমাস্টার গল্পের রবীন্দ্রনাথ নিজে পোষ্টমাস্টার ছিলেন কি? সাহিত্যকে সাহিত্যের মত করে বুঝলেই ভালো হয়।
৩| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪২
কামাল১৮ বলেছেন: রবি ঠাকুর ধর্ম প্রচার করতেন না।মানুষকে হেদায়েত দিতেন না।আপনি সুধু সাহিত্য নিয়ে থাকুন,আপনার কবিতার সাহিত্য মান নিয়ে আলোচনা করবো।ঘুমটাও দিবেন আবার খেমটা নাচ নাচবেন, এটা বেমানান।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৩
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধর্মের কথা বলা কি অপরাধ?
৪| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ৯:৪৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা
০৪ ঠা এপ্রিল, ২০২৩ সকাল ১০:৩৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: ধন্যবাদ প্রিয় কবি।
৫| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪২
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৪
মহাজাগতিক চিন্তা বলেছেন: মন্তব্যের জন্য ধন্যবাদ।
৬| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ দুপুর ২:৪৬
কিরকুট বলেছেন: আপনার কবিতার শেষ লাইন যথেষ্ট আপত্তিকর ইংগিতপুর্ন কথা। আশ্লীল।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ বিকাল ৪:২৬
মহাজাগতিক চিন্তা বলেছেন: বিয়ে না করে বাচ্চা হলে অশ্লীল হয়। বিয়ে পবিত্র সম্পর্ক। এতে অশ্লীলতার কিছুই নেই।
৭| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৮:০১
কামাল১৮ বলেছেন: ধর্মের কথা বলা অপরাধ কেউ বলে নাই।আপনি যদি এভাবে বলেন,আমি যা বলি তোমরা তা শুনো কিন্তু আমি যা করি তা তোমরা করোনা।তবে সেটা হবে দিচারিতা।
০৪ ঠা এপ্রিল, ২০২৩ রাত ৯:১৫
মহাজাগতিক চিন্তা বলেছেন: কবিতায় প্রেম নয় বিয়েকে উৎসাহিত করা হয়েছে। আর ধর্মও বিয়েকে উৎসাহিত করে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা এপ্রিল, ২০২৩ ভোর ৫:২৮
ডঃ এম এ আলী বলেছেন:
বাহ্ সুন্দর কথোপকথন ।
সাদা মাটা দুপুড় বর্ণিল হয়ে গেল যখন তুমি এলে
হালকা বাতাসে বকুলেরা ঝড়ে পড়ল মোদের উপরে
বললে দেখ,ফুলেরাও আমাদের কেমন স্বাগত জানায়
চলনা প্রাণ খুলে হাসি দুজনে ।তার পরে আরো অনেক!!
এমন হাসি মাখা কথোপকথন হতেই জন্ম নেয়
প্রতিটি প্রনয়ের সুন্দর সংসার গড়ার দৃঢ় প্রত্যয়
সুখি হবে তারাই যারা সৎপথে করবে জীবন যাপন
কপতটা যদি কিছু থাকে পরে জীবন হবে নিদারুন।
শুভেচ্ছা রইল