নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানব মঙ্গল আমার একান্ত কাম্য

মহাজাগতিক চিন্তা

একদা সনেট কবি ছিলাম, ফরিদ আহমদ চৌধুরী ছিলাম, এখন সব হারিয়ে মহাচিন্তায় মহাজাগতিক চিন্তা হয়েছি। ভালবাসা চাই ব্লগারদের, দোয়া চাই মডুর।

মহাজাগতিক চিন্তা › বিস্তারিত পোস্টঃ

কবিতার বিবর্তন

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৩৮



কবিতা আগে ছিল মাত্রা অন্তমিলে পুকুরের মত স্বল্প গভীরতায় মাপমত গড়া
এখন সেটি বহতা নদীর মত এঁকে-বেঁকে চলে পাড় ভেঙ্গে, চর গড়ে
মাপ-ঝোঁপ নেই আর আগেকার মত। লোকে বলে একি ছন্নছাড়া ভাব
কুমারী কবিতা দেহে এসে গেল। কোথাও নেইকো এর কোনই বন্ধন।

রবীন্দ্র নজরুল হারায়ে এখন জীবনানন্দ ধানসিঁটির তীরে বসে লেখে কাব্য কথা
তাতে থাকে বনলতা সেন, তাতে থাকে অন্ধকার বিদিশার দিশা, আরো থাকে সাবস্ত্রির কারুকার্য
সে এক অন্য কবিতা চঞ্চলা হরিনীর মত বুনুমেয়ে হয়ে নৃত্য করে নুপুর ঝঙ্কারে
আকাশ অবাক হয়ে সে নৃত্য দেখে উবু হয়ে। বাতাস তাকে দেখে ফিরে ফিরে আসে।

একালের এ কবিতা লেখায় পাকা হাত লাগে। নতুবা এ কবিতা হয় না কোন কালে
কাঁচা হাতে কবিতা লেখায় সেটি হয় নালা, অথবা কোন নর্দমা। তাতে পাঠক হয় বে-হুঁস
একি বিচ্ছিরি কান্ড হয়ে গেল। এ জলে ভেসে থাকে মরা কাক। অথবা এতে জল থাকে না
নাহ! কিছুতেই না। এটাকে পুকুরও বলা চলে না। আবার এটা নদীও তো নয়। এটা তবে কি হলো?

নন্দীনী হবে কি বন্দীনী তুমি?এসনা হৃদয় তলে পাশাপাশি বসে ধরি দু’টি হাত
উদাস দীগন্তে তাকিয়ে থেকে চলনা মনকথা বলি অকপট সারল্যের কথা মালায়
তুমি লুটিয়ে পড়বে আমার কোলে পরম আনন্দে, আমি বুঝব অনুভবে কি সুখ সাথী সঙ্গে
এরকম হতে পারে একালের কবিতা দৃষ্টান্ত। রিনিঝিনি রিনিঝিনি রিনিঝিনি সুরে যা চলে দূর্মর।

কবিতা কুমারী না চিনে কবিগণ কাকের ফাঁফরে পড়ে কাকাদের অকারণে ডেকে মরে
পাঠক বলে আরে মর মর মর। দুমড়ে মুছড়ে মর। কবিতার নর্দমার পাড়ে মর
তাদের কবিতায় সময়ের শ্রাদ্ধ চলে। লোকেরা শোকাহত হয়ে খেয়ে চলে দূর্বিপাকে পড়ে
ভুড়িভোজ চলে অখাদ্যে। দেখে কবি চূলকায় মাথা। নদী সৃষ্টিতে তারা খোঁজে ভাবের পর্বত।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৪৬

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর বলেছেন
সময় বয়স এক জাগায় থাকে না
নতুন নতুন সৃষ্টির ভাবনা
এভাবেই আসে সৃজনশীল
পুরাতন পরিবর্তনে নতুন কিছু নতুন কিছু;
ভাল থাকবেন কবি দা

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১২:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা অন্য জাতের। এটা বুঝতে আরো অনেক গবেষণা লাগবে।

২| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:০৪

আলমগীর সরকার লিটন বলেছেন: কবি রা হয় একটু ভাবুক চিন্তাশীল এবং ভাবগাম্ভীর্য
আপনি একজন কবি তাহলে এমন কেনো বাংলা ভাষা বুঝেন না
চিত্রকলা বুঝেন না শিশুর মতো খুলামেলা থাকলেই বুঝবেন
ভাবগাম্ভীর্য ভাবুক বুঝবেন না তাহ হয় না এক জন কবি পাঠ এরকম হয় না
যাক ভাল থাকবেন-------------

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:১২

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা বুঝা আমার জন্য শ্রমসাধ্য হয়। সেটাই বলছিলাম আর কি!

৩| ০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৪৮

কাজী ফাতেমা ছবি বলেছেন: কিতা করতাম অখাদ্য কুখাদ্যই লিখে যাচ্ছি :(

০৫ ই এপ্রিল, ২০২৩ দুপুর ১:৫০

মহাজাগতিক চিন্তা বলেছেন: আপনার কবিতা অখাদ্য নয় হে প্রিয় কবি।

৪| ০৫ ই এপ্রিল, ২০২৩ রাত ৮:১৭

শায়মা বলেছেন: কবিতার লাইনগুলো ইয়া বড় বড় কেনো ভাইয়া?

৫| ০৬ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.